A
Noun
B
Conjunction
C
Preposition
D
Adjective
উত্তরের বিবরণ
• Correct Answer: Noun
-
Complete Sentence: Don’t dwell on the past too long.
-
এখানে "past" স্পষ্টভাবে noun, কারণ এটি সময় বা অতীতকাল বোঝাচ্ছে, যা একটি ধারণা বা বস্তু হিসেবে ব্যবহার হয়েছে।
Other Parts of Speech for "Past":
-
Adjective: যেমন – past experience (অতীতের অভিজ্ঞতা)
-
Preposition: যেমন – He walked past the building (তিনি ভবনের পার হয়ে হেঁটেছেন)
-
Conjunction: কোনো বাক্য বা অংশ সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়, কিন্তু এখানে প্রযোজ্য নয়
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain

0
Updated: 2 days ago
What kind of noun is 'Cattle'?
Created: 3 months ago
A
Proper
B
Common
C
Collective
D
Material
• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
• কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.

0
Updated: 3 months ago
Plural of 'Terminus' -
Created: 4 weeks ago
A
Terminii
B
Terminues
C
Termini
D
Both B & C
Plural of 'Terminus' — সঠিক উত্তর: গ) Termini.
• Terminus (noun)
- English Meaning: The last stop or the station at the end of a bus or train route; a final goal; a finishing point.
- Bangla Meaning: রেললাইনের প্রান্তিক/শেষ স্টেশন; ট্রাম, বাস বা বিমানপথের অন্ত।
• Terminus -এর correct plural form হলো - Termini/Terminuses.

0
Updated: 4 weeks ago
The battle of good versus evil. The word “good” is used as a:
Created: 1 week ago
A
Adjective
B
Adverb
C
Noun
D
Verb
Good as a Noun
-
English Meaning: something conforming to the moral order of the universe
-
Bangla Meaning: যা কিছু ভালো, যা কিছু ন্যায়, শুভ বা কল্যাণকর
-
Example Sentence:
-
The battle of good versus evil.
-
বাংলা অর্থ: ভালোর বিরুদ্ধে মন্দের যুদ্ধ।
-
She believes there is some good in everyone.
-
বাংলা অর্থ: সে বিশ্বাস করে প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ভালো থাকে।
-
Other Parts of Speech
Part of Speech | Example | Bangla Meaning |
---|---|---|
Adjective | Keep up the good work. | ভালো কাজ চালিয়ে যাও। |
Adverb | The team is doing good this year. | দলটি এ বছর ভালো করছে। |
Sources:
-
Merriam-Webster Dictionary
-
Accessible Dictionary

0
Updated: 1 week ago