A
তুষারাবৃত এবং বাতাস
B
বৃষ্টি ও বালি
C
ধোঁয়া ও কুয়াশা
D
শিশির ও বালি
উত্তরের বিবরণ
SMOG
-
সংজ্ঞা: SMOG হলো দূষিত বাতাসের একটি ধরন।
-
শব্দের উৎপত্তি: ‘SMOG’ শব্দটি SMOKE (ধোঁয়া) ও FOG (কুয়াশা) শব্দ থেকে এসেছে।
-
উৎপত্তি:
-
মোটরগাড়ি, কলকারখানা ও শিল্পকারখানার ধোঁয়া
-
কলকারখানার বর্জ্য
-
ধূলিকণা
এই উপাদানগুলো মিলে SMOG সৃষ্টি করে।
-
-
প্রভাব:
-
দীর্ঘ সময়ের জন্য SMOG-এর সংস্পর্শে থাকলে ফুসফুসে সমস্যা দেখা দেয়।
-
SMOG-এর মধ্যে থাকা বিভিন্ন গ্যাস বৃষ্টির পানির সাথে মিশে এসিড বৃষ্টি সৃষ্টি করে এবং মাটির অম্লত্ব বৃদ্ধি করে।
-
মাটির অম্লত্ব বৃদ্ধির ফলে উদ্ভিদ জন্ম নেওয়া কঠিন হয়।
-
মানবদেহে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে প্রবেশ করলে ক্যানসার, হাঁপানি, ব্রঙ্কাইটিস ইত্যাদি মারাত্মক রোগের কারণ হয়।
-
-
উৎস: National Geographic Society

0
Updated: 2 days ago