A
যুক্তরাষ্ট্র
B
কানাডা
C
দক্ষিণ আফ্রিকা
D
মেক্সিকো
উত্তরের বিবরণ
ইলন মাস্ক
-
ইলন মাস্ক একজন আমেরিকান উদ্যোক্তা।
-
জন্ম: ২৮ জুন, ১৯৭১, প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা।
-
কিশোর বয়সে দক্ষিণ আফ্রিকা থেকে কানাডায় স্থানান্তর। ১৯৮৯ সালে কানাডার নাগরিকত্ব গ্রহণ করেন।
-
উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে আসেন এবং পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা ও অর্থনীতিতে পড়ালেখা করেন।
-
২০০২ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। ফলে তিনি ত্রৈমাত্রিক নাগরিক: দক্ষিণ আফ্রিকা, কানাডা, এবং যুক্তরাষ্ট্র।
উদ্যোক্তা ও CEO ভূমিকা:
-
টেসলা ও টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)।
-
স্পেসএক্স ও নিউরালিংক-এর প্রধান।
-
২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠা করেন (অলাভজনক সংস্থা)।
-
২০১৬ সালে নিউরালিংক ও দ্য বোরিং কোম্পানি প্রতিষ্ঠা করেন।
-
বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে অবস্থান।
উৎস:
i) Britannica
ii) Times of India

0
Updated: 2 days ago
'COMESA' কোন অঞ্চলের বাণিজ্যিক ব্লক?
Created: 6 days ago
A
এশিয়া
B
আফ্রিকা
C
দক্ষিণ আমেরিকা
D
ইউরোপ
COMESA (Common Market for Eastern and Southern Africa):
-
পূর্ণরূপ: Common Market for Eastern and Southern Africa
-
প্রকার: পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বাণিজ্যিক ব্লক
-
দেশ সংখ্যা: ২১টি দেশ
-
প্রাথমিক সূচনা: “Preferential Trade Area” নামে যাত্রা শুরু
-
COMESA গঠন: ৮ ডিসেম্বর, ১৯৯৪ সালে Preferential Trade Area থেকে COMESA তে রূপান্তরিত
-
সদর দপ্তর: লুসাকা, জাম্বিয়া
তথ্যসূত্র: COMESA অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 6 days ago