'Inchoate' can be defined as -
A
Adverb
B
Verb
C
Noun
D
Adjective
উত্তরের বিবরণ
• Inchoate (Adjective)
-
English Meaning: Only recently or partly formed, or not completely developed or clear.
-
Bangla Meaning: (আনুষ্ঠানিক) সদ্য আরব্ধ; প্রারম্ভিক; অপরিণত, অর্ধগঠিত; অপূর্ণগঠিত।
Synonyms:
-
Undeveloped (অনুন্নত; অনুন্নীত)
-
Unformed (অপরিণত)
-
Immature (অপক্ব; অপরিপক্ব)
-
Inceptive (প্রারম্ভিক)
-
Nascent (কেবল জন্ম লাভ করেছে এমন; বর্ধনশীল)
Antonyms:
-
Developed (উন্নত)
-
Adult (পরিণত)
-
Mature (পরিপক্ব)
-
Ripened (পরিপক্ক; পোক্ত)
-
Grown (পূর্ণতাপ্রাপ্ত)
Other Forms:
-
Inchoative [ইনকোউআটিভ্] (Adjective): প্রারম্ভিক
-
উদাহরণ: inchoative verbs – প্রারম্ভিক ক্রিয়া, যেমন get dark – এখানে get।
-
Example Sentences:
-
She had a child's inchoate awareness of language.
-
সে একটি শিশুর সদ্য আরম্ভ হওয়া ভাষাজ্ঞান রাখত।
-
-
Inchoate feelings of affection for a man whom she had, up till now, thought of as only a friend.
-
একজন পুরুষের প্রতি সদ্য আরম্ভ হওয়া অনুরাগের অনুভূতি, যাকে সে এ পর্যন্ত শুধু একজন বন্ধু মনে করত।
-
Source:
-
Merriam-Webster
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 1 month ago
The adjective form of 'Duty' is-
Created: 6 days ago
A
Dutiless
B
Dutitive
C
Dutiful
D
None of the above
‘Duty’ শব্দটির adjective form হলো ‘Dutiful’। এটি এমন ব্যক্তিকে বোঝায় যিনি নিজের কর্তব্য বা দায়িত্ব পালন বিষয়ে সচেতন ও নিবেদিতপ্রাণ।
• Duty (Noun):
-
English Meaning: a moral or legal obligation; a responsibility
-
Bangla Meaning: কর্তব্য; দায়িত্ব; করণীয় কাজ; দায়িত্বভার
-
উদাহরণ: It is your duty to help the poor.
• Dutiful (Adjective):
-
English Meaning: filled with or motivated by a sense of duty; showing respect and obedience.
-
Bangla Meaning: কর্তব্যনিষ্ঠ; কর্তব্যপরায়ণ; অনুগত।
-
Example: She is a dutiful daughter who always cares for her parents.
• Other Forms:
-
Adverb: dutifully — কর্তব্যপরায়ণভাবে
-
Noun: dutifulness — কর্তব্যপরায়ণতা
• অতিরিক্ত ভাষাগত তথ্য:
-
‘Dutiful’ সাধারণত এমন কাউকে বর্ণনা করে, যিনি নৈতিক দায়িত্ববোধে কাজ করেন, যেমন—শিক্ষার্থী, সন্তান, কর্মচারী ইত্যাদি।
-
শব্দটি প্রায়ই positive connotation বহন করে, অর্থাৎ প্রশংসাসূচক।
-
‘Duty’ থেকে ভুলভাবে গঠিত শব্দ যেমন ‘Dutiless’ বা ‘Dutitive’ ইংরেজি ভাষায় standard বা স্বীকৃত নয়।
-
‘Dutiful’-এর বিপরীতার্থক শব্দ হলো ‘Undutiful’ বা ‘Negligent’, যেগুলো দায়িত্বে অবহেলার ইঙ্গিত দেয়।

0
Updated: 6 days ago
What is the part of speech of “Peremptory”?
Created: 1 month ago
A
Noun
B
Verb
C
Adverb
D
Adjective
Correct Answer: Adjective.
• Peremptory (adjective)
English Meaning: (especially of somebody’s manner or behaviour) expecting to be obeyed immediately and without questioning or refusing.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) (আদেশ) চূড়ান্ত; যা অবশ্য মান্য ও প্রশ্নাতীতভাবে পালনীয়; সবিশেষ আদেশাত্মক; চরম কর্তৃত্বপূর্ণ।
Synonyms: Absolute (কর্তৃত্বমূলক), Arbitrary (আদেশসূচক), Dictatorial (স্বৈরাচারী), Whimsical (খামখেয়ালি), Authoritarian (স্বেচ্ছাচারী)।
Antonyms: Easygoing (সহজ), Moderate (সাধারণ), Mild (হালকা), Indulgent (অসংযত), Lenient (শান্তিদায়ক)।
Other Forms:
- peremptory writ (আইন সম্বন্ধীয়) যে আদেশবলে বাদী আদালতে হাজির হতে বাধ্য।
- peremptorily (adverb)
- peremptoriness noun
Example Sentence:
1. The letter was peremptory in tone.
2. The appeal is scheduled for March 10th, peremptory to the Appellant, with or without counsel.

0
Updated: 1 month ago
My phone's in my back pocket. Here 'back' is -
Created: 1 month ago
A
Noun
B
Adjective
C
Adverb
D
Preposition
ব্যাখ্যা
Back (adjective):
-
অর্থ: behind বা কোনো কিছুর পিছনে অবস্থিত।
-
এটি noun-এর আগে বসে noun-কে modify করে।
Example (Oxford Dictionary অনুযায়ী):
-
My phone's in my back pocket. (পিছনের পকেট)
-
We were sitting in the back row. (পিছনের সারি)
-
We drove along miles of twisty back roads (= away from the main roads). (মুখ্য রাস্তা ছাড়া অন্য পিছনের/অপ্রধান রাস্তা)

0
Updated: 1 month ago