A
ধান
B
গম
C
তামাক
D
ভুট্টা
উত্তরের বিবরণ
বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের ফসল
-
উন্নত জাতের গম: সোনালিকা, বলাকা, দোয়েল, অগ্রণী, আনন্দ, কাঞ্চন, শতাব্দী, আকবর।
-
উন্নত জাতের ধান: ইরাটম, ব্রি হাইব্রিড-১, চান্দিনা, হীরা, মালা, বিপ্লব, দুলাভোগ, মোহিনী, সুফলা, আশা, প্রগতি।
-
উন্নত জাতের তামাক: সুমাত্রা, ম্যানিলা।
-
উন্নত জাতের ভুট্টা: বর্ণালী, শুভ্রা, উত্তরণ।
উৎস: কৃষি তথ্য সার্ভিস

0
Updated: 2 days ago
What is Ribon's rating?
Created: 1 week ago
A
Jute decomposition method
B
Wheat threshing method
C
Jute planting method
D
Rice Cultivation Method
রিবন রেটিং (Ribbon Rating)
-
সংজ্ঞা: স্বল্প পানি অঞ্চলে পাট পচন ব্যবস্থাপনা কে বলা হয় রিবন রেটিং পদ্ধতি।
-
উদ্ভাবন: বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (BJRI) গবেষণার পর বাঁশের হুক ব্যবহার করে পাটের ছালকরণ (Ribboning) ও ছাল পচন (Ribbon Rating) পদ্ধতি উদ্ভাবন করেছে।
-
উপকরণ:
১. সিঙ্গেল রোলার
২. ডাবল রোলার রিবনার-
কারিগরি দিক থেকে ডাবল রোলার রিবনার সবচেয়ে সুবিধাজনক প্রমাণিত।
-
-
সুবিধা:
-
পুরো পাট গাছ না পচিয়ে কাঁচা গাছ থেকে ছাল আলাদা করা হয়।
-
পচানোর জন্য কম পানি প্রয়োজন।
-
পচনের জন্য কম জায়গা ও সময় লাগে।
-
বহন খরচ কমে যায়।
-
আঁশে কোনো কাটিংস থাকে না, এবং আঁশের মান ভালো থাকে।
-
ফলে আঁশের মূল্য বৃদ্ধি পায়।
-
উৎস: কৃষি তথ্য সার্ভিস

0
Updated: 1 week ago
What is the time limit for harvesting Aman paddy?
Created: 1 week ago
A
December - early January
B
November - early December
C
October - early November
D
January - early February
ফসল রোপন ও উত্তোলনের সময়সূচি
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ– ২০২৪ (বিবিএস)
১. রোপনের সময়
ফসল | রোপনের সময় |
---|---|
আউশ ধান | মধ্য মার্চ – মধ্য এপ্রিল |
আমন ধান | জুনের শেষ – সেপ্টেম্বরের শুরু |
বোরো ধান | মধ্য নভেম্বর – মধ্য জানুয়ারি |
২. উত্তোলনের সময়
ফসল | উত্তোলনের সময় |
---|---|
আউশ ধান | মধ্য জুলাই – আগস্টের শুরু |
আমন ধান | ডিসেম্বর – জানুয়ারির শুরু |
বোরো ধান | এপ্রিল – মে |

0
Updated: 1 week ago
বর্তমানে দেশের কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য বিশ্বের কয়টি দেশে রপ্তানি হচ্ছে? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
১২২টি
B
১৩৪টি
C
১৪৮টি
D
১৫৩টি
দেশের কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য:
-
বর্তমানে বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য বিশ্বের ১৪৮টি দেশে রপ্তানি হচ্ছে।
-
রপ্তানী প্রধান দেশসমূহ: কুয়েত, কাতার, সৌদি আরব, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য সহ আরও অনেক দেশ।
-
উল্লেখযোগ্য কৃষিজাত রপ্তানি পণ্য:
-
পাট ও পাটজাত দ্রব্য
-
সুগন্ধি চাল
-
শাক-সবজি ও ফলমূল: হিমায়িত আলু, কচু, পটোল, কচুমুখি, লাউ, পেঁপে, শিম, করলা, কাঁকরোল, চিচিঙ্গা, মিষ্টিকুমড়া, আম, কাঁঠাল, লেবু, লিচু, লটকন, আমড়া, পেয়ারা, শুকনা বরই ইত্যাদি।
-
চা, ফুল, নানা ধরনের মসলা: কালিজিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, শুকনা মরিচ, বিরিয়ানি মসলা, কারি মসলা
-
তামাক, ড্রিংকস, ড্রাই ফুডস
-
-
ড্রাই ফুডস: বিস্কুট, চানাচুর, কেক, পটেটো ক্র্যাকার, বাদাম ইত্যাদি; এগুলোর মধ্যে রুটি, বিস্কুট ও চানাচুরজাতীয় শুকনা খাবার, ভোজ্যতেল, ফলের রস, মসলা, পানীয়, জ্যাম-জেলি সবচেয়ে বেশি রপ্তানি হয়।
-
২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্য: কৃষিপণ্য রপ্তানি থেকে ১.১২ বিলিয়ন ডলার আয় অর্জন।
-
উৎস: কালের কণ্ঠ

0
Updated: 2 weeks ago