A
রোহিতগিরি
B
সুবর্ণ গ্রাম
C
ভবানীগঞ্জ
D
সিংহজানী
উত্তরের বিবরণ
ময়নামতি
-
অবস্থান: কুমিল্লা শহর থেকে ৭ কিলোমিটার পশ্চিমে।
-
ঐতিহাসিক গুরুত্ব: ময়নামতিতে ৮ম শতকের পুরাকীর্তির নিদর্শন বিদ্যমান।
-
ভৌগোলিক বৈশিষ্ট্য:
-
উত্তর-দক্ষিণে বিস্তৃত প্রাচীনকালের রোহিতগিরি (লালমাটির পাহাড়), দৈর্ঘ্য প্রায় ১৮ কিমি এবং প্রস্থ প্রায় ২ কিমি।
-
উত্তরাংশে, ১০ম শতকে দেব বংশের রাজা মানিক্য চন্দ্র তার রাজধানী কন্দ্রে স্থাপন করেন এবং স্ত্রী মরণামতরির নামে নামকরণ করেন ময়নামতি।
-
ময়নামতি বৌদ্ধ বিহার:
-
লালমাই ময়নামতি গিরির মধ্যবর্তী স্থানে অবস্থিত।
-
প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ৫৫০ ফুট।
-
চারটি বাহুতে মোট ১১৫টি ভিক্ষু কক্ষ, যেখানে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন।
-
মূল বিহার নির্মাণ করেছেন দেব বংশের চতুর্থ রাজা ভবদেব, আনুমানিক ৮ম শতাব্দীতে।
-
খননের সময় শালবন বিহার থেকে বহু মূল্যবান প্রত্নতত্ত্ব আবিষ্কৃত হয়েছে, যেমন ৮টি তাম্রলিপি, ১৮টি স্বর্ণ, ৩৫০টি রৌপ্য মুদ্রা, স্বর্ণালংকার, বিভিন্ন মূর্তি, পোড়ামাটির পাত্র, সীল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।
অন্য প্রাচীন নামসমূহ:
-
সোনারগাঁও – পূর্বনাম সুবর্ণগ্রাম
-
গাইবান্ধা – পূর্বনাম ভবানীগঞ্জ
-
জামালপুর – পূর্বনাম সিংহজানী
উৎস: বাংলাদেশ পর্যটন করপোরেশন ওয়েবসাইট

0
Updated: 2 days ago