A
Content
B
Triumph
C
Victory
D
Conquer
উত্তরের বিবরণ
Content (noun)
-
English Meaning:
-
The things that are held or included in something.
-
A list of the chapters or sections given at the front of a book or periodical.
-
The material dealt with in a speech, literary work, etc., as distinct from its form or style.
-
A happy and satisfied feeling.
-
-
Bangla Meaning:
-
অভ্যন্তরস্থ বস্তু; আধেয়; বই কিংবা সাময়িকপত্রের সূচিপত্র; ধারণক্ষমতা; কোনো পাত্রে যে পরিমাণ জিনিস ধরে: সারমর্ম; কোনো বই, বক্তৃতা ইত্যাদির মূলকথা; কোনো কিছুর অংশ; উপাদান।
-
তুষ্টি; পরিতৃপ্তি; সন্তোষ।
-
-
Example Sentences:
-
I showed him the contents of my pocket.
-
The content of a barrel / the silver content of a coin.
-
Content (adjective)
-
English Meaning: Pleased with your situation and not hoping for change or improvement.
-
Bangla Meaning: তৃপ্ত; পরিতৃপ্ত; যা আছে তাই নিয়ে খুশি।
-
Example Sentence: I am content with my present job.
Other options discussion:
-
Conquer (verb-transitive)
-
English Meaning: To take control or possession of foreign land, or a group of people, by force; or to defeat someone in a game or competition.
-
Bangla Meaning: জয় করা; শক্তিবলে দখল করা; পরাজিত করা; কারো ভালোবাসা, প্রশংসা ইত্যাদি অর্জন করা।
-
Adjective form: Conquerable
-
Example: Akbar conquered the whole of India. / She has conquered the hearts of many men.
-
-
Victory (noun)
-
English Meaning: An act of defeating an enemy or opponent in a battle, game, or other competition.
-
Bangla Meaning: জয়; বিজয়।
-
Adjective form: Victorious
-
Example: The general led the troops to victory.
-
-
Triumph (noun)
-
English Meaning: A great victory or achievement.
-
Bangla Meaning: বিজয়; সাফল্য; বিজয়োল্লাসে।
-
Adjective forms:
-
Triumphal (বিজয়ঘটিত)
-
Triumphant (বিজয়দৃপ্ত; বিজয়োন্মত্ত)
-
-
Example: A garden built to celebrate Napoleon's many triumphs.
-
-
Triumph (verb)
-
English Meaning: Achieve a victory; be successful.
-
Bangla Meaning: (কারো উপর) বিজয় অর্জন করা; (কাউকে) পরাভূত করা।
-
Example: Spectacle has once again triumphed over content.
-
Source:
-
Oxford Learner's Dictionary
-
Cambridge Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 2 days ago
Plural form of 'Corpus' -
Created: 1 week ago
A
Corpora
B
Corpuses
C
Corpuss
D
A & B
Corpus
-
English meaning: a collection of written or spoken texts.
-
Bangla meaning: কোনো বিশেষ বিষয়ের উপর লিখিত রচনাসমূহের সংগ্রহ; অধ্যয়নযোগ্য বস্তুর সমাহৃতি।
-
Plural: corpora / corpuses
-
Example sentence: All the dictionary examples are taken from a corpus of billions of words.
Source: Cambridge & Accessible Dictionary
নোট: ক) Corpora ও খ) Corpuses—উভয়ই সঠিক।

0
Updated: 1 week ago
In each of the following questions, choose the word opposite in meaning of the given word: Repeal-
Created: 3 weeks ago
A
Abolish
B
Enact
C
Annul
D
Nullify
Repeal (Verb)
English Meaning: কোনো আইন বা সংসদের গৃহীত সিদ্ধান্ত বাতিল বা প্রত্যাহার করা।
Bangla Meaning: বাতিল করা; প্রত্যাহার করা।
অপশনগুলোর অর্থ —
-
Abolish (verb transitive)
যুদ্ধ, দাসপ্রথা বা পুরোনো কোনো প্রথা তুলে দেওয়া বা লোপ করা। -
Enact (verb transitive)
১) কোনো প্রস্তাবকে আইনে পরিণত করা বা আইন পাস করা।
২) নাটক বা কোনো ঘটনা মঞ্চস্থ করা। -
Annul (verb transitive)
আইন, চুক্তি ইত্যাদি রদ বা বাতিল করা।
এছাড়া সামাজিক বিয়ে বা অনুরূপ কিছু অকার্যকর ঘোষণা করা। -
Nullify (verb transitive)
রদ করা, বাতিল করা বা অকার্যকর করে দেওয়া।
সহজ বিশ্লেষণ:
Repeal মানে হলো কোনো আইন বাতিল বা প্রত্যাহার করা। উপরের শব্দগুলোর মধ্যে Enact এর অর্থ আইন তৈরি করা বা পাস করা, যা Repeal-এর সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে।
Source: Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 3 weeks ago
Who is the novelist of the novel "The Rainbow"?
Created: 1 week ago
A
William Faulkner
B
D. H. Lawrence
C
George Orwell
D
James Joyce
The Rainbow
Novelist: D. H. Lawrence
-
The Rainbow উপন্যাসটি প্রকাশিত হয় ১৯১৫ সালে।
-
প্রকাশের কিছুদিনের মধ্যেই এতে যৌন উপাদানের বিস্তৃতি থাকায় উপন্যাসটিকে অশ্লীল (Obscene) ও আপত্তিকর হিসেবে ঘোষণা করা হয়।
-
পরবর্তীতে উপন্যাসটি নিষিদ্ধ হয়।
-
কাহিনিতে আধুনিক সভ্যতা ও ঐতিহ্যের দ্বন্দ্ব এবং এর মানব মনের উপর নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে।
-
Lawrence বিবাহপ্রথাকে তাঁর লেখায় প্রায়শই অসফল ও অপ্রয়োজনীয় বলে দেখানোর চেষ্টা করেছেন বলে মনে করা হয়।
-
উপন্যাসটির মূল কেন্দ্রে রয়েছে Brangwen পরিবারের তিন প্রজন্মের কাহিনী।
Main Characters
-
Tom Brangwen
-
Lydia Lensky
-
Tilly
-
Anna Lensky
-
William (Will) Brangwen
-
Ursula Brangwen
D. H. Lawrence (1885–1930)
-
পূর্ণ নাম: David Herbert Lawrence।
-
তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার এবং সাহিত্য সমালোচক।
-
তাঁর বিখ্যাত উপন্যাস Sons and Lovers, The Rainbow এবং Women in Love তাকে ২০শ শতাব্দীর অন্যতম প্রভাবশালী ইংরেজ লেখক হিসেবে প্রতিষ্ঠিত করে।
Notable Novels
-
Lady Chatterley’s Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover
📌 Additional Note:
-
The Rainbow একটি উপন্যাস হলেও, “My Heart Leaps Up” হলো একটি কবিতা, যা লিখেছেন William Wordsworth।
Sources:
-
Britannica
-
An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 week ago