Which is the correct form of the sentence?
A
I am sorry, for I, you, and he are to blame.
B
I am sorry, for He, I, and you is to blame.
C
I am sorry, for I and he and you is to blame.
D
I am sorry, for You, he, and I is to blame.
উত্তরের বিবরণ
• Correct Sentence: 'I am sorry, for I, you, and he are to blame.'
-
Bangla Meaning: আমি দুঃখিত, কারণ আমি, তুমি এবং সে দোষী।
• ব্যাখ্যা:
-
দোষ স্বীকার বা উল্লেখের ক্ষেত্রে personal pronoun-এর ক্রম সাধারণত 1st person → 2nd person → 3rd person (I, you, he/she/they)।
-
Incorrect sentence: You, he, and I are to blame.
-
Correct sentence: I, you, and he are to blame.
• Personal Pronoun:
-
কোন ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে pronoun ব্যবহৃত হয়।
-
উদাহরণ:
-
ব্যক্তির নামের পরিবর্তে: I did it. You can do everything. They are students.
-
বস্তুর নামের পরিবর্তে: He did it.
-
-
• Pronoun-এর সঠিক ক্রম:
-
যখন 1st, 2nd, 3rd person pronoun একসাথে ব্যবহৃত হয়:
-
সাধারণভাবে 2nd person → 3rd person → 1st person (231 order) ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
Incorrect: He, I, and you went there.
-
Correct: You, he, and I went there.
-
Incorrect: Rahim and you did it.
-
Correct: You and Rahim did it.
-
-
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

0
Updated: 1 month ago
Which one of the following sentences is correct?
Created: 3 weeks ago
A
She shared many useful advice with me.
B
She shared some useful advice with me.
C
She shared some useful adviceses with me.
D
She shared useful piece of advices with me.
Correct Sentence: She shared some useful advice with me.
-
Advice (Noun)
-
English Meaning: An opinion or a suggestion about what somebody should do in a particular situation
-
Bangla Meaning: উপদেশ; পরামর্শ
-
ব্যবহারবিধি:
-
Advice হলো uncountable noun, তাই এর আগে article (a, an) বসে না এবং plural form হয় না।
-
Plural করতে চাইলে singular হিসেবে লেখা হয় a piece of advice, আর plural হবে two pieces of advice।
-
-
ভুল অপশন বিশ্লেষণ:
ক) She shared many useful advice with me → ভুল। "Many" uncountable noun advice এর সাথে ব্যবহার করা যায় না।
গ) She shared some useful adviceses with me → ভুল। "Adviceses" ভুল, কারণ advice plural হয় না।
ঘ) She shared useful piece of advices with me → ভুল। "Piece of" singular হিসেবে ব্যবহার হলে a piece of advice হতে হবে, এখানে "advices" plural ব্যবহার করা হয়েছে।

0
Updated: 3 weeks ago
Identify the error:
She is senior than me in this organization.
Created: 3 weeks ago
A
is
B
senior
C
than
D
No error
সঠিক উত্তর হলো গ) than। কারণ “senior than me” ইংরেজিতে ভুল ব্যবহার। এখানে “senior” শব্দটির পরে সাধারণত “to” preposition ব্যবহার হয়, “than” নয়।
-
Correct Answer: গ) than
-
ভুল: She is senior than me in this organization.
-
সঠিক: She is senior to me in this organization.
-
“Senior” শব্দটির পরে to ব্যবহার হয়।
-
“Senior to me” দিয়ে বোঝানো হয় বয়স, অভিজ্ঞতা বা পদমর্যাদায় আমার থেকে বড়।
-
প্রদত্ত বাক্যে বোঝাচ্ছে যে তিনি এই সংস্থায় আমার থেকে উপরের পদে আছেন।
-

0
Updated: 3 weeks ago
Choose the correct sentence.
Created: 1 week ago
A
Had I been a king, I would have helped the poor.
B
All are correct.
C
If I were you, I would not do this.
D
If I were you, I would not have done this.
The correct answer is – All are correct.
প্রদত্ত বাক্যগুলো বিভিন্ন প্রকার conditional sentence-এর নিয়ম অনুযায়ী সঠিকভাবে গঠিত হয়েছে। প্রতিটি বাক্যই নির্দিষ্ট grammatical condition অনুসারে সঠিক অর্থ প্রকাশ করছে।
-
ক) Had I been a king, I would have helped the poor.
-
এটি Third Conditional Sentence-এর উদাহরণ।
-
গঠন: If + Past Perfect, would have + Past Participle।
-
এখানে অতীতে না ঘটা কোনো কাল্পনিক ঘটনার ফলাফল বোঝানো হয়েছে।
-
-
গ) If I were you, I would not do this.
-
এটিও Conditional Sentence-এর সঠিক রূপ।
-
এটি আসলে Second Conditional গঠন অনুসারে তৈরি, যেখানে বর্তমান বা ভবিষ্যৎ কাল্পনিক অবস্থা বোঝানো হয়।
-
গঠন: If + Past Simple, would + Base Verb।
-
-
ঘ) If I were you, I would not have done this.
-
এটি একটি Mixed Conditional Sentence।
-
এখানে বর্তমান অবস্থার (Present unreal condition) কারণে অতীতে না ঘটা কোনো কাজের (Past hypothetical result) ইঙ্গিত করা হয়েছে।
-
গঠন: If + Past Simple, would have + Past Participle।
-

0
Updated: 1 week ago