A
at
B
with
C
on
D
by
উত্তরের বিবরণ
• Complete Sentence: We need someone who is good at public speaking.
-
Bangla Meaning: আমাদের এমন একজন দরকার যিনি জনসম্মুখে কথা বলতে পারদর্শী।
-
Good at something / doing something
-
English Meaning: If you are good at something, you are able to do it well.
-
Bangla Meaning: দক্ষ।
-
-
কোনো দক্ষতা বা বিষয়ে ভালো হওয়া বোঝাতে "good" এর পরে preposition হিসেবে সাধারণত "at" ব্যবহার হয়।
-
উদাহরণ: "public speaking"–এর ক্ষেত্রে, দক্ষতা বোঝাতে "good" এর পরে at ব্যবহার করা হয়।
-
Example Sentences:
-
She is really good at playing the piano.
-
They are good at solving problems quickly.
-
He’s good at public speaking.
Source: Cambridge Dictionary

0
Updated: 2 days ago
The beaches of Bali are more beautiful than ___________ Phuket.
Created: 2 days ago
A
those of
B
all of
C
that of
D
that
• দুটি Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি এড়াতে Uncountable Noun এর ক্ষেত্রে that of এবং Plural Countable Noun এর ক্ষেত্রে those of ব্যবহার করা হয়।
-
অন্যভাবে বলা যায়, কোনো Comparative sentence এর প্রথম অংশ যদি The + Noun + of + Noun হয়, তবে verb-এর পরের অংশ হবে than + that/those of।
-
এখানে beaches দ্বারা Plural Countable Noun বোঝানো হয়েছে। তাই এখানে those of হবে।
Correct Sentence: The beaches of Bali are more beautiful than those of Phuket.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition, By Chowdhury & Hossain.

0
Updated: 2 days ago
They parlayed some modest investments _____________ massive profits for the company.
Created: 2 days ago
A
up
B
in
C
for
D
into
• Complete Sentence: They parlayed some modest investments into massive profits for the company.
-
Bangla Meaning: তারা কিছু স্বল্প বিনিয়োগকে কোম্পানির জন্য বিপুল মুনাফায় রূপান্তরিত করেছে।
• parlay (verb) … into
-
English Meaning: to use or develop something successfully so that it produces something of greater value.
-
Bangla Meaning: কিছু ব্যবহার করে বড়ো সাফল্যে রূপান্তরিত করা।
-
"কিছু ব্যবহার করে অন্য কিছুতে রূপান্তর করা" বোঝাতে parlay এর পরে সাধারণত preposition হিসেবে into বসে।
Example Sentences:
-
She parlayed her small savings into a thriving business.
-
The athlete parlayed his fame into a successful acting career.
Source: 1. Cambridge Dictionary 2. Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 2 days ago
If they had known about the accident, they _____ out.
Created: 5 days ago
A
won't go
B
would gone
C
didn't go
D
wouldn't have gone
• Complete sentence: If they had known about the accident, they wouldn't have gone out.
• Bangla meaning: যদি তারা দুর্ঘটনার বিষয়ে জানত, তবে তারা বাইরে যেত না।
-
উল্লিখিত বাক্যটি একটি Third Conditional sentence।
-
Third conditional-এর নিয়ম অনুযায়ী:
-
If clause (শর্তযুক্ত অংশে): had + verb-এর past participle form ব্যবহৃত হয়।
-
Main clause: would/could/might + have + verb-এর past participle + extension হয়।
-
-
Structure: If + Past Perfect (had + past participle) + Subject + would/could/might + have + verb-এর past participle।
-
Negative অর্থ প্রকাশে: would/could/might + not ব্যবহৃত হয়।
-
Note: 'If' clause বাক্যের শুরুতে বা শেষে উভয় ক্ষেত্রেই বসানো যায়।
Source: A Passage to the English Language by SM Zakir Hussain.

0
Updated: 5 days ago