A
much
B
more
C
little
D
None of the above
উত্তরের বিবরণ
• Complete Sentence: After checking, I found more f's than s's in this statement.
-
Bangla Meaning: পরীক্ষা করে দেখলাম, এই বাক্যে s এর থেকে f বেশি আছে।
-
উল্লিখিত বাক্যে বলা হয়েছে, letter – s এর থেকে f বেশি আছে।
-
অর্থাৎ, এই বর্ণগুলোর plural ব্যবহার করা হয়েছে।
-
বর্ণ (letter), সংখ্যা বা প্রতীকের শেষে apostrophe ('s) যোগ করে plural করা হয়।
-
উদাহরণ: a's, e's, p's, four's, 3's ইত্যাদি।
-
-
-
যদি বাক্যের প্রথমে introductory there বসে, তাহলে verb-এর ব্যবহার subject অনুযায়ী হবে।
-
Subject plural হলে verb plural হবে, আর subject singular হলে verb singular হবে।
-
এখানে যেহেতু 'f' plural, তাই verb হবে are।
-
Plural countable noun-এর পূর্বে determiner হিসেবে more ব্যবহৃত হবে।
-
-
Note: much, little – determiner হিসেবে শুধু uncountable noun-এর পূর্বে ব্যবহৃত হয়।

0
Updated: 2 days ago
The beaches of Bali are more beautiful than ___________ Phuket.
Created: 2 days ago
A
those of
B
all of
C
that of
D
that
• দুটি Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি এড়াতে Uncountable Noun এর ক্ষেত্রে that of এবং Plural Countable Noun এর ক্ষেত্রে those of ব্যবহার করা হয়।
-
অন্যভাবে বলা যায়, কোনো Comparative sentence এর প্রথম অংশ যদি The + Noun + of + Noun হয়, তবে verb-এর পরের অংশ হবে than + that/those of।
-
এখানে beaches দ্বারা Plural Countable Noun বোঝানো হয়েছে। তাই এখানে those of হবে।
Correct Sentence: The beaches of Bali are more beautiful than those of Phuket.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition, By Chowdhury & Hossain.

0
Updated: 2 days ago
I know his name but I haven't managed to ferret __________ where he lives.
Created: 2 days ago
A
in
B
off
C
around
D
out
• Complete Sentence: I know his name but I haven't managed to ferret out where he lives.
-
Bangla Meaning: আমি তার নাম জানি, কিন্তু সে কোথায় থাকে তা এখনো খুঁজে বের করতে পারিনি।
• ferret out (phrasal verb with ferret verb)
-
English Meaning: to discover or find out something after searching for it.
-
Bangla Meaning: খুঁজে বের করা, অনুসন্ধান করে বের করা।
-
"খুঁজে বের করা" বোঝাতে ferret-এর পরে preposition হিসেবে সাধারণত out বসে।
Example Sentences:
-
The police are trying to ferret out the truth about the incident.
-
Journalists worked hard to ferret out details of the scandal.
Source: 1) Cambridge Dictionary 2) Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 2 days ago
To __________ someone means to criticize or find fault with them.
Created: 1 week ago
A
reproach
B
reticent
C
recent
D
robust
The correct answer is - ক) Reproach
Complete Sentence:
-
To reproach someone means to criticize or find fault with them.
-
Bangla Meaning: কাউকে তিরস্কার করা, দোষ দেওয়া বা ভুলের জন্য অপমানসূচকভাবে কিছু বলা।
Reproach (Verb)
-
English Meaning: To criticize or find fault with someone
-
Bangla Meaning: reproach somebody (for/with something) — (দুঃখী স্বভাবের বা দুঃখবাদী লোকদের) নিন্দা করা
Synonyms (সমার্থক শব্দ):
-
Rebuke (তিরস্কার বা ভর্ৎসনা করা)
-
Scold (তীব্র ভাষায় তিরস্কার করা)
-
Castigate (অভিশাপ দেওয়া)
-
Chastise (শাস্তি দেওয়া)
-
Disgrace (তিরস্কার বা ভর্ৎসনা করা)
Antonyms (বিপরীতার্থক শব্দ):
-
Praise (প্রশংসা করা)
-
Commendation (প্রশংসা; অনুমোদন)
-
Credit (কৃতিত্ব দেওয়া)
-
Honor (সম্মান করা)
Other Forms:
-
Reproachful (adjective): নিন্দনীয়
-
Reproachfully (adverb): তীব্র নিন্দা বা ভর্ৎসনার সঙ্গে
Example Sentences:
-
He reproached his wife with her inattention, her habitual neglect of the children.
-
She looked at him with reproach.
Other Options (ভুল কারণ):
-
Reticent (adjective): স্বল্পভাষী; গুরুগম্ভীর
-
Recent: সাম্প্রতিক; অধুনাতন; ইদানীন্তন
-
Robust: শক্তসমর্থ
Source:
-
Live MCQ Lecture
-
Accessible Dictionary

0
Updated: 1 week ago