A
up
B
in
C
for
D
into
উত্তরের বিবরণ
• Complete Sentence: They parlayed some modest investments into massive profits for the company.
-
Bangla Meaning: তারা কিছু স্বল্প বিনিয়োগকে কোম্পানির জন্য বিপুল মুনাফায় রূপান্তরিত করেছে।
• parlay (verb) … into
-
English Meaning: to use or develop something successfully so that it produces something of greater value.
-
Bangla Meaning: কিছু ব্যবহার করে বড়ো সাফল্যে রূপান্তরিত করা।
-
"কিছু ব্যবহার করে অন্য কিছুতে রূপান্তর করা" বোঝাতে parlay এর পরে সাধারণত preposition হিসেবে into বসে।
Example Sentences:
-
She parlayed her small savings into a thriving business.
-
The athlete parlayed his fame into a successful acting career.
Source: 1. Cambridge Dictionary 2. Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 2 days ago
The beaches of Bali are more beautiful than ___________ Phuket.
Created: 2 days ago
A
those of
B
all of
C
that of
D
that
• দুটি Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি এড়াতে Uncountable Noun এর ক্ষেত্রে that of এবং Plural Countable Noun এর ক্ষেত্রে those of ব্যবহার করা হয়।
-
অন্যভাবে বলা যায়, কোনো Comparative sentence এর প্রথম অংশ যদি The + Noun + of + Noun হয়, তবে verb-এর পরের অংশ হবে than + that/those of।
-
এখানে beaches দ্বারা Plural Countable Noun বোঝানো হয়েছে। তাই এখানে those of হবে।
Correct Sentence: The beaches of Bali are more beautiful than those of Phuket.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition, By Chowdhury & Hossain.

0
Updated: 2 days ago
Choose the correct determiner for the sentence: "There is ___ honey in the jar."
Created: 5 days ago
A
many
B
a few
C
much
D
few
• Complete Sentence: "There is much honey in the jar."
-
Explanation:
-
"Honey" uncountable noun, তাই much ব্যবহার করা হয়।
-
Some, any, much, few, many ইত্যাদি quantifiers, যা এক ধরনের determiners।
-
• Other options:
-
ক) many – countable noun (যেমন: books, pens) এর সাথে ব্যবহৃত হয়।
-
খ) a few – countable noun বোঝাতে ব্যবহৃত হয়।
-
ঘ) few – countable noun বোঝায় এবং পরিমাণ কম বোঝাতে ব্যবহৃত হয়।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

0
Updated: 5 days ago
This pizza is ______ tasty.
Created: 2 days ago
A
too much
B
much too
C
excessive
D
very
• শূন্যস্থানে সঠিক উত্তর: very
• Complete Sentence: This pizza is very tasty.
• Explanation:
-
Tasty হলো একটি adjective, যা কোনো noun বা pronoun-এর গুণবাচক বৈশিষ্ট্য প্রকাশ করে।
-
Adjective modify করার জন্য সাধারণত adverb ব্যবহৃত হয়।
-
এখানে very হলো একটি adverb, যা tasty adjective-এর মাত্রা বা গুরুত্ব বাড়াচ্ছে।
-
Adverbs সাধারণত verb, adjective বা অন্য adverb modify করতে পারে, কিন্তু noun modify করতে পারে না।
-
সুতরাং, very ব্যবহার করে adjective tasty-এর মাত্রা প্রকাশ করা হয়েছে।

0
Updated: 2 days ago