The company’s profits dropped due _______ increased competition.
A
to
B
on
C
in
D
of
উত্তরের বিবরণ
• Complete Sentence: The company’s profits dropped due to increased competition.
-
Bangla Meaning: কোম্পানির মুনাফা বেড়ে যাওয়া প্রতিযোগিতার কারণে কমে গেছে।
• due to (phrase with due + preposition to)
-
English Meaning: because of; caused by
-
Bangla Meaning: এর কারণে; দ্বারা
-
"এর কারণে" বোঝাতে due এর সঙ্গে preposition to সাধারণত ব্যবহার করা হয়।
Example Sentences:
-
The event was canceled due to heavy rain.
-
He missed the meeting due to traffic jam.
Note: এখানে due to মূলত noun phrase-এর কারণে ঘটনার কারণ নির্দেশ করছে।

0
Updated: 1 month ago
Choose the best option.
He talks confidently, but when it comes to real action, he usually ________.
Created: 2 weeks ago
A
calls the shots
B
passes the buck
C
puts his money where his mouth is
D
chickens out
Complete Sentence: He talks confidently, but when it comes to real action, he usually chickens out।
Bangla Meaning: সে আত্মবিশ্বাসের সাথে কথা বলে, কিন্তু যখন আসল কাজের কথা আসে, তখন প্রায়ই পিছিয়ে যায়।
-
Option Analysis:
-
ক) calls the shots
-
Meaning: To make decisions or control a situation
-
Bangla Meaning: নিয়ন্ত্রণ করা বা সিদ্ধান্ত নেওয়া
-
Relevance: বাক্যের প্রেক্ষিতে মানানসই নয়, কারণ সে কাজে সাহসী নয়
-
-
খ) passes the buck
-
Meaning: To avoid responsibility and blame someone else
-
Bangla Meaning: দায় এড়িয়ে অন্যকে চাপিয়ে দেওয়া
-
Relevance: কিছুটা প্রাসঙ্গিক হতে পারে, কিন্তু মূল অর্থের সঙ্গে পুরোপুরি মিলে না
-
-
গ) puts his money where his mouth is
-
Meaning: To take action to support what one says
-
Bangla Meaning: যা বলে তার সাথে কাজ বা বিনিয়োগ করা
-
Relevance: ভুল, কারণ বাক্যে সে কাজে জড়াতে সাহস করে না
-
-
ঘ) chickens out
-
Meaning: To be too scared to do something; to back out from action
-
Bangla Meaning: ভয় পেয়ে পিছিয়ে যাওয়া বা সাহস হারানো
-
Relevance: বাক্যের অর্থের সঙ্গে পুরোপুরি মিল, কারণ সে কাজে আসল সাহস দেখায় না
-
-
-
সঠিক উত্তর: ঘ) chickens out

0
Updated: 2 weeks ago
She ____ painting.
Created: 1 month ago
A
took up
B
takes off
C
takes after
D
takes over
• Took up
-
English Meaning: to begin to occupy (land), to enter upon (something, such as a business, hobby, or subject of study)
-
Bangla Meaning: আরম্ভ করা
-
Complete Sentence: She took up painting.
-
Bangla Meaning: সে ছবি আঁকা শুরু করেছিল।
-
অর্থাৎ নতুন কিছু শুরু করেছিল।
-
• Other Options:
-
খ) takes off – মানে উড়ে যাওয়া / ছুটি নেওয়া / কাপড় খোলা (e.g., The plane takes off at 5).
-
গ) takes after – পরিবারের কারো মতো হওয়া (চেহারায় বা স্বভাবে)।
-
ঘ) takes over – নিয়ন্ত্রণ নেওয়া (e.g., He took over the company).
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

0
Updated: 1 month ago
I know his name but I haven't managed to ferret __________ where he lives.
Created: 1 month ago
A
in
B
off
C
around
D
out
• Complete Sentence: I know his name but I haven't managed to ferret out where he lives.
-
Bangla Meaning: আমি তার নাম জানি, কিন্তু সে কোথায় থাকে তা এখনো খুঁজে বের করতে পারিনি।
• ferret out (phrasal verb with ferret verb)
-
English Meaning: to discover or find out something after searching for it.
-
Bangla Meaning: খুঁজে বের করা, অনুসন্ধান করে বের করা।
-
"খুঁজে বের করা" বোঝাতে ferret-এর পরে preposition হিসেবে সাধারণত out বসে।
Example Sentences:
-
The police are trying to ferret out the truth about the incident.
-
Journalists worked hard to ferret out details of the scandal.
Source: 1) Cambridge Dictionary 2) Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 1 month ago