This pizza is ______ tasty.
A
too much
B
much too
C
excessive
D
very
উত্তরের বিবরণ
• শূন্যস্থানে সঠিক উত্তর: very
• Complete Sentence: This pizza is very tasty.
• Explanation:
-
Tasty হলো একটি adjective, যা কোনো noun বা pronoun-এর গুণবাচক বৈশিষ্ট্য প্রকাশ করে।
-
Adjective modify করার জন্য সাধারণত adverb ব্যবহৃত হয়।
-
এখানে very হলো একটি adverb, যা tasty adjective-এর মাত্রা বা গুরুত্ব বাড়াচ্ছে।
-
Adverbs সাধারণত verb, adjective বা অন্য adverb modify করতে পারে, কিন্তু noun modify করতে পারে না।
-
সুতরাং, very ব্যবহার করে adjective tasty-এর মাত্রা প্রকাশ করা হয়েছে।

0
Updated: 1 month ago
He recommended that we ______ the new movie this weekend.
Created: 1 week ago
A
watch
B
watching
C
watched
D
to watch
Complete sentence: He recommended that we watch the new movie this weekend.
Bangla meaning: সে প্রস্তাব করেছিল যে আমরা এই সপ্তাহান্তে নতুন সিনেমাটি দেখি।
Present Subjunctive ব্যবহৃত হয় চাওয়া, ইচ্ছা, পরামর্শ বা প্রয়োজন প্রকাশ করার জন্য, সাধারণত subordinate clause-এ। এই ক্ষেত্রে verb-এর Base form ব্যবহার করা হয়।
-
সাধারণত এই নিয়ম প্রযোজ্য এমন verbs-এর সাথে: advise, necessary, ask, command, recommend, demand, urge, propose, suggest, insist, prefer, request, require ইত্যাদি।
-
Subordinate clause-এ verb সর্বদা base form থাকবে।
-
Negative হলে base form-এর আগে শুধু not বসবে।
-
Be verb থাকলে subordinate clause-এ শুধু be ব্যবহার হবে।
Structure: Subject + verb (any tense) + that + subject + verb (base form) + extension
More examples:
-
The doctor recommended that she not travel for a few weeks.
-
It is important that every student be present in class.
-
They requested that the guests leave before midnight.

0
Updated: 1 week ago
He entered ______ a turbulent political career.
Created: 3 weeks ago
A
in
B
upon
C
into
D
No preposition
Complete sentence:
He entered upon a turbulent political career.
-
Bangla Meaning: তিনি এক অস্থির রাজনৈতিক জীবনে প্রবেশ করেন।
Phrasal verbs and meanings:
-
Enter on/upon something
-
English Meaning: To start to do something or become involved in something.
-
Bangla Meaning: কোনো কিছু করা শুরু করা বা কোনও কিছুতে জড়িত হওয়া।
-
-
Enter into something
-
English Meaning: To begin to discuss or deal with something.
-
Bangla Meaning: আলোচনা শুরু করা।
-
Example: The company is looking to enter into new markets to expand its customer base.
-
Enter (verb: transitive & intransitive) এর অন্যান্য অর্থ ও ব্যবহার:
-
আসা অথবা ভেতরে প্রবেশ করা
-
সদস্য হওয়া; যোগদান করা
-
enter into something (with somebody) – শুরু করা
-
enter on/upon – অধিকার লাভ করা; উপভোগ করতে শুরু করা
-
enter in/up – নথিভুক্ত করা
-
enter for; enter somebody for – প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে কারো নাম দেওয়া
-
সাধারণত, উপরের কারণ ছাড়া ‘Enter’ এর পরে preposition বসে না।
উৎস:

0
Updated: 3 weeks ago
Who is known as the poet of poets?
Created: 1 week ago
A
William Wordsworth
B
William Shakespear
C
T.S. Eliot
D
Edmund Spenser
Edmund Spenser ছিলেন Elizabethan Period-এর একজন বিখ্যাত সাহিত্যিক, যাকে Poet of Poets হিসেবে সম্মানিত করা হয়। তাঁর কাব্যশিল্পে অনুপ্রাণিত হয়ে পরবর্তী বহু ইংরেজি কবি তাঁর ধারাকে অনুসরণ করেছে। তিনি একটি স্বতন্ত্র ধরণের লেখনীর উদ্ভাবক ছিলেন, যাকে বলা হয় Spenserian Stanza, এবং তিনি আধুনিক ইংরেজি কাব্যলেখার প্রাথমিক সময়ের প্রধান কারিগর হিসেবে বিবেচিত।
-
সময়সূচি: Elizabethan Period
-
সম্মাননা: Poet of Poets, কারণ পরবর্তী প্রজন্মের ইংরেজি কবিরা তাঁর কবিতাশিল্প অনুসরণ করেছে
-
উপলব্ধি: স্বতন্ত্র Spenserian Stanza উদ্ভাবক; আধুনিক ইংরেজি কব্যকারের অন্যতম প্রধান কারিগর
-
প্রখ্যাত কাব্যকর্মসমূহ:
-
Colin Clouts Come Home Againe
-
Mother Hubberd's Tale
-
Complaints
-
Epithalamion
-
The Shepheardes Calender (কাব্যগ্রন্থ/প্যাস্টোরাল কবিতা)
-
The Faerie Queene (এপিক কবিতা)
-
Amoretti (সনেট সংগ্রহ)
-
Astrophel
-

0
Updated: 1 week ago