The word that describes 'Rigidity' as an adjective is ____.
A
Rigidness
B
Rigorous
C
Rigid
D
Rigor
উত্তরের বিবরণ
• The word that describes 'Rigidity' as an adjective is – Rigid
-
Rigidity (noun) [uncountable noun]
-
Bangla Meaning: দৃঢ়তা; অনমনীয়তা; কঠোরতা।
-
-
Rigid (adjective)
-
Bangla Meaning: অনমনীয়; বাঁকানো যাবে না এমন; দৃঢ়; অপরিবর্তনীয়।
-
-
Other related words:
-
Rigor (noun) [uncountable noun] – দৃঢ়তা; কঠোরতা; (আইন) কঠোর প্রয়োগ।
-
Rigorous (adjective) – কঠোর; প্রচণ্ড; তীব্র।
-
Rigidness (noun) – কঠোরতা, অনমনীয়তা।
-
Source: 1. Merriam-Webster Dictionary 2. Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 1 month ago
'Inchoate' can be defined as -
Created: 1 month ago
A
Adverb
B
Verb
C
Noun
D
Adjective
• Inchoate (Adjective)
-
English Meaning: Only recently or partly formed, or not completely developed or clear.
-
Bangla Meaning: (আনুষ্ঠানিক) সদ্য আরব্ধ; প্রারম্ভিক; অপরিণত, অর্ধগঠিত; অপূর্ণগঠিত।
Synonyms:
-
Undeveloped (অনুন্নত; অনুন্নীত)
-
Unformed (অপরিণত)
-
Immature (অপক্ব; অপরিপক্ব)
-
Inceptive (প্রারম্ভিক)
-
Nascent (কেবল জন্ম লাভ করেছে এমন; বর্ধনশীল)
Antonyms:
-
Developed (উন্নত)
-
Adult (পরিণত)
-
Mature (পরিপক্ব)
-
Ripened (পরিপক্ক; পোক্ত)
-
Grown (পূর্ণতাপ্রাপ্ত)
Other Forms:
-
Inchoative [ইনকোউআটিভ্] (Adjective): প্রারম্ভিক
-
উদাহরণ: inchoative verbs – প্রারম্ভিক ক্রিয়া, যেমন get dark – এখানে get।
-
Example Sentences:
-
She had a child's inchoate awareness of language.
-
সে একটি শিশুর সদ্য আরম্ভ হওয়া ভাষাজ্ঞান রাখত।
-
-
Inchoate feelings of affection for a man whom she had, up till now, thought of as only a friend.
-
একজন পুরুষের প্রতি সদ্য আরম্ভ হওয়া অনুরাগের অনুভূতি, যাকে সে এ পর্যন্ত শুধু একজন বন্ধু মনে করত।
-
Source:
-
Merriam-Webster
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 1 month ago
The flowers bloom beautifully in late spring.
Here the underlined word is a/an-
Created: 1 month ago
A
Adjective
B
Noun
C
Verb
D
Adverb
• Complete Sentence: The flowers bloom beautifully in late spring.
-
Bangla Meaning: ফুলগুলো বসন্তের শেষ দিকে সুন্দরভাবে ফুটে।
• Part of Speech Analysis:
-
এখানে spring একটি noun।
-
late শব্দটি spring কে modify করছে। যেহেতু noun modify করছে, তাই late হচ্ছে adjective।
• Late (Adjective)
-
English Meaning: coming or remaining after the due, usual, or proper time.
-
Bangla Meaning: যথাসময়ের পর বা দেরিতে আগত; বিলম্বিত।
-
Example Sentence: We had a late spring this year.
-
Bangla Meaning: এ বছর বসন্ত দেরিতে এসেছে।
-
• Late (Adverb)
-
Example Sentence: It rained late in the day.
-
Bangla Meaning: দিনের শেষ দিকে বৃষ্টি পড়েছিল।
-
Source: 1. Merriam-Webster Dictionary 2. Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 1 month ago
Aggression in pit bulls is hereditary.
Here, hereditary is:
Created: 1 week ago
A
Noun
B
Adverb
C
Adjective
D
Verb
Hereditary (adjective) শব্দের অর্থ হলো এমন বৈশিষ্ট্য বা রোগ যা পিতামাতার কাছ থেকে সন্তানের মধ্যে জিনের মাধ্যমে সংক্রমিত হয়। বাংলা অর্থ: পুত্রপৌত্রাদিক্রমে প্রাপ্ত, পরম্পরাগত, ক্রমায়ত, কৌলিক, বংশানুক্রমিক।
-
উদাহরণ: Aggression in pit bulls is hereditary.
-
এই বাক্যে hereditary শব্দটি Aggression (noun) কে modify করছে।
-
তাই, এটি একটি adjective।

0
Updated: 1 week ago