We need someone who is good ________ public speaking.
A
at
B
with
C
on
D
by
উত্তরের বিবরণ
• Complete Sentence: We need someone who is good at public speaking.
-
Bangla Meaning: আমাদের এমন একজন দরকার যিনি জনসম্মুখে কথা বলতে পারদর্শী।
-
Good at something / doing something
-
English Meaning: If you are good at something, you are able to do it well.
-
Bangla Meaning: দক্ষ।
-
-
কোনো দক্ষতা বা বিষয়ে ভালো হওয়া বোঝাতে "good" এর পরে preposition হিসেবে সাধারণত "at" ব্যবহার হয়।
-
উদাহরণ: "public speaking"–এর ক্ষেত্রে, দক্ষতা বোঝাতে "good" এর পরে at ব্যবহার করা হয়।
-
Example Sentences:
-
She is really good at playing the piano.
-
They are good at solving problems quickly.
-
He’s good at public speaking.
Source: Cambridge Dictionary

0
Updated: 1 month ago
There is no alternative __ hard work.
Created: 1 week ago
A
of
B
to
C
over
D
in
Complete sentence: There is no alternative to hard work.
-
Translation: কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।
-
Alternative to:
-
অর্থ: (একটি বা একাধিক জিনিসের ক্ষেত্রে) অন্য সম্ভাবনা বা বিকল্প।
-
বাংলায়: বিকল্প।
-
-
Alternative এর সাথে কোনো বিকল্প বোঝাতে সর্বদা to ব্যবহৃত হয়।
উদাহরণ:
-
There is no alternative to practice.
-
Is there a viable alternative to the present system?

0
Updated: 1 week ago
She ______ be studying in the library now.
Created: 1 week ago
A
should
B
shall
C
might
D
None of these
Speculation বা অনুমান প্রকাশ করার জন্য may এবং might ব্যবহার করা হয়, যখন কোনো ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত না হয়ে কেবল সম্ভাবনা বোঝানো হয়। Present বা Past সময়ের প্রেক্ষিতে এগুলো ব্যবহৃত হতে পারে।
-
Present tense-এ যখন ব্যবহার হয়, তখন সাধারণত স্থান ও সময় উল্লেখ থাকে—যেমন এখন কী করছে, কোথায় থাকতে পারে ইত্যাদি বোঝাতে।
-
Structure: Subject + may/might + be + main verb (ing form) + বাক্যের বাকি অংশ।
-
May ব্যবহার করা হয় তুলনামূলকভাবে বেশি সম্ভাবনার ক্ষেত্রে, আর might ব্যবহার করা হয় অপেক্ষাকৃত কম সম্ভাবনার ক্ষেত্রে।
Correct sentence: She might be studying in the library now.
অর্থ: সে এখন হয়তো লাইব্রেরিতে পড়ছে।

0
Updated: 1 week ago
Fill in the blank with the correct word:
Although the scientist was initially dismissed as a crank, her ___ experiments eventually convinced the entire academic community of her genius.
Created: 3 weeks ago
A
spurious
B
erratic
C
dubious
D
rigorous
সঠিক উত্তর হলো ঘ) rigorous। শব্দটির অর্থ, ব্যবহার এবং অন্যান্য বিকল্পগুলো নিচে দেওয়া হলো।
-
rigorous
-
Bangla Meaning: কঠোর, কঠিন নিয়ম বা পদ্ধতির অধীন
-
English Meaning: manifesting, exercising, or favoring rigor; very strict
-
Reasoning: Strict, careful experiments would convince the community
-
-
Other Options:
-
spurious
-
Bangla Meaning: মিথ্যা, ভ্রান্ত
-
English Meaning: Not genuine; false or fake
-
-
erratic
-
Bangla Meaning: অনিশ্চিত গতিসম্পন্ন
-
English Meaning: Not even or regular in pattern or movement; unpredictable
-
-
dubious
-
Bangla Meaning: সন্দেহজনক
-
English Meaning: Hesitating or doubting; not to be relied upon
-
-
-
Correct Sentence: Although the scientist was initially dismissed as a crank, her rigorous experiments eventually convinced the entire academic community of her genius.
-
Translation: যদিও প্রথমে এই বিজ্ঞানীকে একজন পাগলাটে বলে বিবেচনা করা হয়েছিল, তার কঠোর পরীক্ষা-নিরীক্ষা পদ্ধতি শেষ পর্যন্ত সমগ্র শিক্ষাবিষয়ক সম্প্রদায় তার প্রতিভা স্বীকার করে নেয়।

0
Updated: 3 weeks ago