After checking, I found __________ f's than s's in this statement.
A
much
B
more
C
little
D
None of the above
উত্তরের বিবরণ
• Complete Sentence: After checking, I found more f's than s's in this statement.
-
Bangla Meaning: পরীক্ষা করে দেখলাম, এই বাক্যে s এর থেকে f বেশি আছে।
-
উল্লিখিত বাক্যে বলা হয়েছে, letter – s এর থেকে f বেশি আছে।
-
অর্থাৎ, এই বর্ণগুলোর plural ব্যবহার করা হয়েছে।
-
বর্ণ (letter), সংখ্যা বা প্রতীকের শেষে apostrophe ('s) যোগ করে plural করা হয়।
-
উদাহরণ: a's, e's, p's, four's, 3's ইত্যাদি।
-
-
-
যদি বাক্যের প্রথমে introductory there বসে, তাহলে verb-এর ব্যবহার subject অনুযায়ী হবে।
-
Subject plural হলে verb plural হবে, আর subject singular হলে verb singular হবে।
-
এখানে যেহেতু 'f' plural, তাই verb হবে are।
-
Plural countable noun-এর পূর্বে determiner হিসেবে more ব্যবহৃত হবে।
-
-
Note: much, little – determiner হিসেবে শুধু uncountable noun-এর পূর্বে ব্যবহৃত হয়।

0
Updated: 1 month ago
He entered ______ a turbulent political career.
Created: 3 weeks ago
A
in
B
upon
C
into
D
No preposition
Complete sentence:
He entered upon a turbulent political career.
-
Bangla Meaning: তিনি এক অস্থির রাজনৈতিক জীবনে প্রবেশ করেন।
Phrasal verbs and meanings:
-
Enter on/upon something
-
English Meaning: To start to do something or become involved in something.
-
Bangla Meaning: কোনো কিছু করা শুরু করা বা কোনও কিছুতে জড়িত হওয়া।
-
-
Enter into something
-
English Meaning: To begin to discuss or deal with something.
-
Bangla Meaning: আলোচনা শুরু করা।
-
Example: The company is looking to enter into new markets to expand its customer base.
-
Enter (verb: transitive & intransitive) এর অন্যান্য অর্থ ও ব্যবহার:
-
আসা অথবা ভেতরে প্রবেশ করা
-
সদস্য হওয়া; যোগদান করা
-
enter into something (with somebody) – শুরু করা
-
enter on/upon – অধিকার লাভ করা; উপভোগ করতে শুরু করা
-
enter in/up – নথিভুক্ত করা
-
enter for; enter somebody for – প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে কারো নাম দেওয়া
-
সাধারণত, উপরের কারণ ছাড়া ‘Enter’ এর পরে preposition বসে না।
উৎস:

0
Updated: 3 weeks ago
The guidelines that you asked for ________ by the committee last month.
Created: 3 weeks ago
A
was issued
B
were issued
C
has issued
D
have been issued
Complete sentence: The guidelines that you asked for were issued by the committee last month.
Subject-Verb Agreement বিশ্লেষণ:
-
Plural subject সাধারণত plural verb গ্রহণ করে।
-
Plural verb-এর সাথে সাধারণত s/es যুক্ত হয় না।
-
প্রদত্ত বাক্যে subject “The guidelines” হলো plural, তাই verb-ও plural হবে।
-
যেহেতু নির্দেশিকাগুলো গত মাসে কমিটির দ্বারা ইস্যু করা হয়েছিল, তাই past indefinite tense এবং passive voice ব্যবহার হবে।
সুতরাং, শূন্যস্থানে সঠিক verb হবে: were issued
-
এই বিশ্লেষণ দেখায় plural subject + past passive verb এর ব্যবহার কিভাবে নির্ধারণ করা হয়।

0
Updated: 3 weeks ago
If she knew the answer, she would _____ us.
Created: 1 month ago
A
told
B
tell
C
be tell
D
to be told
Second Conditional Sentence-এর নিয়ম:
-
If Clause যদি Past Tense-এ থাকে, তবে Principal Clause-এ subject-এর পরে would বসে।
-
Would-এর পরে verb-এর base form বসাতে হয়।
-
এটি ব্যবহার করা হয় বর্তমান বা ভবিষ্যতের কাল্পনিক, অসম্ভব বা অবাস্তব অবস্থার জন্য।
-
Structure: If + Subject + Past Simple, Subject + would + base verb
উদাহরণ:
-
Correct answer: If she knew the answer, she would tell us.

0
Updated: 1 month ago