They parlayed some modest investments _____________ massive profits for the company.
A
up
B
in
C
for
D
into
উত্তরের বিবরণ
• Complete Sentence: They parlayed some modest investments into massive profits for the company.
-
Bangla Meaning: তারা কিছু স্বল্প বিনিয়োগকে কোম্পানির জন্য বিপুল মুনাফায় রূপান্তরিত করেছে।
• parlay (verb) … into
-
English Meaning: to use or develop something successfully so that it produces something of greater value.
-
Bangla Meaning: কিছু ব্যবহার করে বড়ো সাফল্যে রূপান্তরিত করা।
-
"কিছু ব্যবহার করে অন্য কিছুতে রূপান্তর করা" বোঝাতে parlay এর পরে সাধারণত preposition হিসেবে into বসে।
Example Sentences:
-
She parlayed her small savings into a thriving business.
-
The athlete parlayed his fame into a successful acting career.
Source: 1. Cambridge Dictionary 2. Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 1 month ago
Each of the students, together with their teacher, _________ required to attend the seminar.
Created: 3 weeks ago
A
are
B
is
C
have
D
have to
Complete sentence: Each of the students, together with their teacher, is required to attend the seminar.
Bangla meaning: প্রতিটি শিক্ষার্থীকে, তাদের শিক্ষকের সাথে, সেমিনারে উপস্থিত থাকতে হবে।
Subject-Verb Agreement ব্যাখ্যা:
-
Rule: When two subjects are joined by with, together with, along with ইত্যাদি, verb সর্বদা প্রথম subject অনুযায়ী হয়।
-
Structure: Subject + together with + verb + object
প্রশ্নের ক্ষেত্রে:
-
First subject: “Each of the students” → singular
-
সুতরাং, শূন্যস্থানে singular verb is বসবে।

0
Updated: 3 weeks ago
_____ Salman lives only a few blocks from work, he walks to work and enjoys it.
Created: 3 weeks ago
A
Even now
B
Now and then
C
Now or never
D
Now that
Now that Salman lives only a few blocks from work, he walks to work and enjoys it। এই বাক্যটি ব্যাখ্যা করে যে নতুন পরিস্থিতির কারণে সালমান হেঁটেই অফিসে যান এবং এটি উপভোগ করেন।
-
Now (that) [conjunction]:
-
English meaning: used to explain a new situation or its result; “যেহেতু”
-
Bangla meaning: যেহেতু কোনো ঘটনা বা পরিস্থিতি ঘটেছে, তার কারণে নতুন ফলাফল বা অবস্থা এসেছে।
-
-
Structure: Now that + new situation, main clause describing the result.
-
Examples:
-
Now that I live only a few blocks from work, I walk to work and enjoy it.
-
Now that the exams are over, we can plan for a sightseeing tour.
-

0
Updated: 3 weeks ago
Iron is ______ than most other metals.
Created: 3 weeks ago
A
strongest
B
stronger
C
most strong
D
more strong
Complete sentence: Iron is stronger than most other metals.
-
এখানে comparative degree ব্যবহার করা হয়েছে, কারণ লৌহ (iron) অন্যান্য ধাতুর সাথে তুলনা করা হচ্ছে।
-
Comparative degree গঠনের নিয়ম: Adjective-এর শেষে "-er" যোগ করা হয় অথবা "more" ব্যবহার করা হয়। Strong এর comparative রূপ হলো stronger।
-
Adjective-এর শেষে যদি দুটি consonant থাকে (vowels a, e, i, o, u নয়), comparative-এ -er এবং superlative-এ -est যোগ করা হয়।
-
বাক্যটির গঠন এবং অর্থ comparative degree-এ সঠিকভাবে তুলনা প্রকাশ করছে।
Example:
-
Rahim is taller than most other students.
-
This mountain is higher than most other hills in the region.
Other options:
-
strongest – superlative form, তিন বা ততোধিক জিনিসের মধ্যে সর্বোচ্চ বোঝায়; এখানে শুধু তুলনা করা হচ্ছে, তাই ভুল।
-
most strong – superlative রূপে "most" ব্যবহৃত হয়েছে, সঠিক রূপ strongest, তাই ভুল।
-
more strong – Comparative হিসেবে "more" ব্যবহার করা যায়, কিন্তু "stronger" প্রচলিত এবং সঠিক।

0
Updated: 3 weeks ago