সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত?
A
২৯,০১৩ ফুট
B
২৯,০৩২ ফুট
C
২৯,৪৮৮ ফুট
D
২৯,৭৩২ ফুট
উত্তরের বিবরণ
এভারেস্ট পর্বত
-
সংজ্ঞা: মাউন্ট এভারেস্ট হলো পৃথিবীর সর্বোচ্চ পর্বত।
-
অবস্থান: দক্ষিণ এশিয়ার গ্রেট হিমালয়ের চূড়ায়, চীন ও নেপালের সীমান্ত অঞ্চলে।
-
উৎপত্তি: তিব্বত এবং নেপালের সীমান্তে ভারতীয় ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে লক্ষ লক্ষ বছর আগে গঠিত।
-
উচ্চতা: ৮,৮৪৮.৮৬ মিটার (২৯,০৩২ ফুট)।
-
ভৌগোলিক অবস্থা: হিমালয়ের মাঝের অংশে অবস্থিত।
উৎস:
i) Britannica
ii) National Geographic

0
Updated: 1 month ago
'সোয়াচ অব নো গ্রাউন্ড' কী?
Created: 3 weeks ago
A
প্রতিবাত ঢাল
B
বদ্বীপ
C
নদীর মোহনা
D
গিরিখাত
সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of No Ground) হলো খাদ আকৃতির একটি সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে। এটি গঙ্গা-ব্রহ্মপুত্র ব-দ্বীপের পশ্চিম দিকে অবস্থিত এবং গঙ্গা খাদ নামেও পরিচিত। এর প্রস্থ প্রায় ৫ থেকে ৭ কিলোমিটার, তলদেশ তুলনামূলকভাবে সমতল এবং পার্শ্ব দেয়াল প্রায় ১২ ডিগ্রি হেলানো। মহীসোপানের কিনারায় এই খাদের গভীরতা প্রায় ১,২০০ মিটার।
বঙ্গোপসাগরের সোয়াচ অব নো গ্রাউন্ড অঞ্চলে বেঙ্গল ফ্যান ভূমিরূপ পাওয়া যায়। গবেষণায় দেখা গেছে, এই গিরিখাত দিয়ে অবক্ষেপপূর্ণ ঘোলাটে স্রোত প্রবাহিত হয়ে বঙ্গীয় ডিপ সি ফ্যানে জমা হয়। ডিপ সি ফ্যানের অধিকাংশ পলল মূলত গঙ্গা-ব্রহ্মপুত্র সঙ্গমস্থল থেকে উৎপন্ন।
সোয়াচ অব নো গ্রাউন্ড প্রায় ১৪ কিলোমিটার প্রশস্ত একটি গভীর সমুদ্র উপত্যকা। এর গভীরতম রেকর্ডকৃত অংশ প্রায় ১,৩৫০ মিটার। এটি বেঙ্গল ফ্যান বা বঙ্গ পাখার একটি অংশ, যা বিশ্বের বৃহত্তম সাবমেরিন পাখা হিসেবে পরিচিত।

0
Updated: 3 weeks ago
মাউন্ট এভারেস্টের উচ্চতা কত?
Created: 1 month ago
A
২৯,০৩২ ফুট
B
২৯,৩২০ ফুট
C
২৯,৩৪৮ ফুট
D
২৯,০২২ ফুট
মাউন্ট এভারেস্ট
-
উচ্চতা: ৮,৮৪৮.৮৬ মিটার (২৯,০৩২ ফুট)
-
অবস্থান: দক্ষিণ এশিয়ার গ্রেট হিমালয়ের চূড়ায়, চীন (তিব্বত) ও নেপালের সীমান্তে।
-
উৎপত্তি: কোটি কোটি বছর আগে ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংঘর্ষের মাধ্যমে গঠিত।
-
হিমালয়ের অবস্থান: হিমালয়ের মধ্যভাগে অবস্থিত।

0
Updated: 1 month ago
প্রথম এভারেস্ট জয়ী বাংলাদেশি নারী কে?
Created: 1 month ago
A
রৌশন আরা বেগম
B
জেসমিন আরা বেগম
C
নিশাত মজুমদার
D
ওয়াসফিয়া নাজরীন
এভারেস্ট জয়ী বাংলাদেশী নারী
-
নিশাত মজুমদার বাংলাদেশের প্রথম নারী, যিনি বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে আরোহণ করেন।
-
তারিখ ও সময়: ১৯ মে ২০১২, শনিবার, স্থানীয় সময় সকাল ৯:৩০
-
সহযোগী বাংলাদেশী: এম এ মুহিত
-
নিশাতের আগে ২০০৭ সালে তিনি হিমালয়ের মেরা পর্বতশৃঙ্গ (২১,৮৩০ ফুট) জয় করেন।
-
মুসা ইব্রাহিম ছিলেন প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয়ী (২৩ মে ২০১০)।
তথ্যসূত্র: বিবিসি নিউজ বাংলা, ১৯ মে ২০১২

0
Updated: 1 month ago