একটি সঠিক ঘড়িতে সকাল ৮টা দেখাচ্ছে। যখন ঘড়িটির ঘণ্টার কাঁটা ২১০ ডিগ্রি ঘুরে তখন ঘড়িতে কয়টা বাজবে?
A
সকাল ৯ টা
B
রাত ৮ টা
C
দুপুর ২ টা
D
বিকাল ৩ টা
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি সঠিক ঘড়িতে সকাল ৮টা দেখাচ্ছে। যখন ঘড়িটির ঘণ্টার কাঁটা ২১০ ডিগ্রি ঘুরে তখন ঘড়িতে কয়টা বাজবে?
সমাধান:
ঘড়িতে ঘণ্টার কাঁটা,
১২ ঘণ্টায় ৩৬০ ডিগ্রি ঘুরে।
সুতরাং, ১ ঘণ্টায় ঘুরে = ৩৬০/১২
=৩০ ডিগ্রি
এখন,
ঘড়িটির কাঁটা ৩০ ডিগ্রি ঘুরে ১ ঘন্টায়
২১০ ডিগ্রি ঘুরে= ২১০/৩০
= ৭ ঘণ্টায়
তাহলে, নির্ণেয় সময় সকাল ৮ টা + ৭ ঘণ্টা = দুপুর ৩ টা

0
Updated: 2 months ago