The beaches of Bali are more beautiful than ___________ Phuket.
A
those of
B
all of
C
that of
D
that
উত্তরের বিবরণ
• দুটি Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি এড়াতে Uncountable Noun এর ক্ষেত্রে that of এবং Plural Countable Noun এর ক্ষেত্রে those of ব্যবহার করা হয়।
-
অন্যভাবে বলা যায়, কোনো Comparative sentence এর প্রথম অংশ যদি The + Noun + of + Noun হয়, তবে verb-এর পরের অংশ হবে than + that/those of।
-
এখানে beaches দ্বারা Plural Countable Noun বোঝানো হয়েছে। তাই এখানে those of হবে।
Correct Sentence: The beaches of Bali are more beautiful than those of Phuket.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition, By Chowdhury & Hossain.

0
Updated: 1 month ago
Fill in the gap with the correct one:
Every leader and every follower ____ honesty.
Created: 6 days ago
A
need
B
needs
C
are need
D
have needed
বাক্য “Every leader and every follower needs honesty.”- এ subject-verb agreement অনুসারে “needs” হলো সঠিক verb form। কারণ every leader and every follower গঠনে “every” শব্দটি প্রতিটি noun-কে পৃথক পৃথক singular সত্তা হিসেবে গণ্য করে। ফলে সম্পূর্ণ subject-টি একবচন হিসেবে বিবেচিত হয় এবং verb-ও singular form হয়।
• Bangla Meaning: প্রতিটি নেতা এবং প্রতিটি অনুসারীর সততার প্রয়োজন।
• Subject-Verb Agreement নিয়ম:
-
যদি and দ্বারা যুক্ত দুই বা ততোধিক singular noun-এর আগে each, every, বা no থাকে, তবে পুরো phrase-টি singular subject হিসেবে গণ্য হয়।
-
তাই এর সঙ্গে singular verb এবং singular pronoun ব্যবহার করতে হয়।
-
উদাহরণ:
-
Every boy and every girl was excited.
-
Each student and each teacher has arrived.
-
No man and no woman was present.
-
• বিশ্লেষণ:
-
এখানে every leader এবং every follower — উভয় noun-এর আগে every আছে, যা প্রতিটি noun-কে individual বা separate singular unit হিসেবে বোঝাচ্ছে।
-
সুতরাং verb হবে singular, অর্থাৎ needs।
-
যদি বাক্যে শুধু leaders and followers লেখা থাকত, তাহলে subject plural হতো এবং verb হতো need।
• ব্যাকরণগত গঠন:
-
Subject: Every leader and every follower
-
Verb: needs (singular)
-
Object: honesty
• অতিরিক্ত তথ্য:
-
Every সাধারণত singular noun-এর আগে ব্যবহৃত হয় এবং সর্বদা singular verb গ্রহণ করে।
-
এই ধরনের গঠনে subject যতগুলো noun-ই থাকুক, প্রতিটি “every” দ্বারা পৃথকভাবে singular হিসেবে বিবেচিত হয়।
-
Rule of thumb: Each, every, or no + singular noun + and + each/every/no + singular noun → singular verb.

0
Updated: 6 days ago
Choose the best option.
They approached the old ruins with __________, unsure of what they might find.
Created: 2 weeks ago
A
enthusiasm
B
indifference
C
bravado
D
trepidation
Complete Sentence: They approached the old ruins with trepidation, unsure of what they might find।
-
Option Analysis:
-
ক) enthusiasm (উৎসাহ)
-
মানে: অনেক আগ্রহ ও উদ্দীপনা নিয়ে কিছু করার মনোভাব
-
উদাহরণ: "She showed great enthusiasm for the project."
-
এখানে তারা অনিশ্চয়তা ও সন্দেহ নিয়ে এগোচ্ছে, তাই উৎসাহ উপযুক্ত নয়।
-
-
খ) indifference (উদাসীনতা)
-
মানে: কোনও ব্যাপারে আগ্রহ বা উদ্বেগ না থাকা
-
উদাহরণ: "His indifference to danger was alarming."
-
তারা ভীত বা অনিশ্চিত, তাই উদাসীন হওয়ার মানসিকতা মানানসই নয়।
-
-
গ) bravado (বাহাদুরি প্রদর্শন)
-
মানে: ভয় ঢাকতে বা প্রভাব ফেলতে সাহসী ছলনা বা বড়াই
-
উদাহরণ: "He acted with bravado, hiding his fear."
-
এখানে তারা সতর্ক ও অনিশ্চিত, তাই bravado প্রযোজ্য নয়।
-
-
ঘ) trepidation (ভয়, উদ্বেগ)
-
মানে: ভীতি বা সন্দেহজনক উদ্বেগ নিয়ে এগিয়ে যাওয়া
-
উদাহরণ: "She entered the dark room with trepidation."
-
এটি পরিস্থিতির সঙ্গে পুরোপুরি মানানসই, কারণ তারা অনিশ্চিত ও ভীত ছিল।
-
-
-
সঠিক উত্তর: ঘ) trepidation

0
Updated: 2 weeks ago
Complete the sentence:
Our supervisor refused our request ___ work early.
Created: 6 days ago
A
left
B
leave
C
to leave
D
for leaving
বাক্য “Our supervisor refused our request to leave work early.”- এ ‘refused’ ক্রিয়ার পরে to + verb (infinitive) ব্যবহৃত হয়েছে। কারণ কিছু নির্দিষ্ট verb-এর পর যখন আরেকটি verb বসে, তখন সেটি সাধারণত infinitive form (to + base verb) হিসেবে ব্যবহৃত হয়। এখানে ‘to leave’ সেই নিয়মে এসেছে।
• Bangla Meaning: আমাদের সুপারভাইজার আমাদের তাড়াতাড়ি কাজ ছেড়ে যাওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।
• Explanation:
-
কিছু verb-এর পরে যখন আরেকটি verb ব্যবহারের প্রয়োজন হয়, তখন সেটি to + base form আকারে বসে।
-
এই to + verb গঠনকে বলা হয় infinitive।
-
এ ধরনের verb-এর পরে verb+ing (gerund), base form (without to), বা past form ব্যবহার করা হয় না।
• এমন কিছু verb-এর উদাহরণ:
-
agree – He agreed to come.
-
want – I want to learn English.
-
arrange – They arranged to meet him.
-
propose – She proposed to help us.
-
manage – He managed to escape.
-
refuse – They refused to accept the offer.
-
decide – We decided to go home.
-
fail – He failed to complete the task.
-
try – She tried to open the door.
-
phone – Don’t forget to phone me.
-
hope – I hope to see you soon.
-
demand – They demanded to know the truth.
-
require – The job requires you to travel.
-
forget – He forgot to lock the door.
-
ask – She asked to speak with the manager.
• অতিরিক্ত ভাষাগত তথ্য:
-
Infinitive (to + verb) সাধারণত উদ্দেশ্য, ইচ্ছা, অভিপ্রায় বা ভবিষ্যৎ কর্ম বোঝাতে ব্যবহৃত হয়।
-
অনেক সময় infinitive বাক্যে noun, adjective complement, বা adverbial purpose clause হিসেবেও কাজ করে।
-
কিছু verb (যেমন—enjoy, avoid, mind) এর পরে কেবল gerund (verb + ing) ব্যবহৃত হয়, কিন্তু refuse সবসময় infinitive গ্রহণ করে।

0
Updated: 6 days ago