A
তৌকির আহমেদ
B
নূর-ই আলম
C
শ্যাম বেনেগাল
D
ফাখরুল আরেফিন খান
উত্তরের বিবরণ
জেঁকে ১৯৭১ (চলচ্চিত্র)
সৃষ্টিকর্তা ও ভাষা:
-
পরিচালক: ফাখরুল আরেফিন খান
-
ভাষা: ইংরেজি
-
বিশেষত্ব: মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত প্রথম বাংলাদেশি ইংরেজি চলচ্চিত্র
চলচ্চিত্রের বিষয়বস্তু:
-
প্রেক্ষাপট: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
-
কেন্দ্রীয় ঘটনা: জঁ ক্যা নামে একজন ফরাসি তরুণের বিমান ছিনতাই
-
তারিখ: ৩ ডিসেম্বর ১৯৭১, ফ্রান্স, প্যারিসের আর্লি বিমানবন্দর
-
বিমান: পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (PIA)
-
উদ্দেশ্য: বাংলাদেশের যুদ্ধাহত মানুষের জন্য ২০ টন ওষুধ সরবরাহ করা
-
এ ঘটনার মাধ্যমে জঁ ক্যা বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের বন্ধু হিসেবে পরিচিত হন
-
উৎস: The Business Standard

0
Updated: 2 days ago
‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্রের পরিচালক কে?
Created: 2 days ago
A
জহির রায়হান
B
তৌকির আহমেদ
C
আতাউর রহমান
D
চাষী নজরুল ইসলাম
ফাগুন হাওয়ায় (চলচ্চিত্র, ২০২৪)
সৃষ্টিকর্তা ও প্রেক্ষাপট:
-
পরিচালক: তৌকির আহমেদ
-
উৎস: ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলন
-
নামকরণ: ফাল্গুন মাসের নামানুসারে, যা আন্দোলনের সময়কালকে প্রতিফলিত করে
চরিত্র ও অভিনেতা:
-
প্রধান চরিত্র: নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ
-
অতিরিক্ত চরিত্র: ফজলুর রহমান বাবু, আবুল হায়াত, রওনক হাসান
চলচ্চিত্রের বিষয়বস্তু:
-
এক মফস্বল শহরে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে মানুষের ভাবনা, আন্দোলন ও চেতনাকে রূপক অর্থে উপস্থাপন
-
উৎস: টিটো রহমানের গল্প ‘বউ কথা কও’, যা বাংলা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত
উৎস:
-
দ্য ডেইলি স্টার বাংলা
-
প্রথম আলো

0
Updated: 2 days ago
'ওরা ১১ জন' চলচ্চিত্রটি কোন প্রেক্ষাপটে নির্মিত?
Created: 2 days ago
A
ভাষা আন্দোলন
B
দুর্ভিক্ষ
C
৬৯-এর গণঅভ্যুত্থান
D
মুক্তিযুদ্ধ
ওরা ১১ জন:
-
ওরা ১১ জন মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র।
-
পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম।
-
প্রযোজনা করেন মাসুদ পারভেজ সোহেল।
-
চলচ্চিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, শাবানা, নূতন, হাসান ইমাম, এ টি এম শামসুজ্জামান, খলিল উল্লাহ প্রমুখ।
-
সিনেমায় অভিনয় করা ১১ জন মুক্তিযোদ্ধার মধ্যে ১০ জন সরাসরি যুদ্ধে অংশ নেন। তাঁদের মধ্যে আছেন খসরু, মুরাদ, হেলাল, নান্টু। ছবির নাম প্রতীকী।
উল্লেখযোগ্য:
-
মুক্তিযুদ্ধের সময় দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।
-
১৯৬৮-৬৯ সালে ছাত্ররা ১১ দফার ভিত্তিতে আন্দোলন করে। এখান থেকে চলচ্চিত্রটির নামকরণ হয়েছে ওরা ১১ জন।
উৎস: প্রথম আলো

0
Updated: 2 days ago
প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি?
Created: 2 days ago
A
আগুনের পরশমণি
B
জয়যাত্রা
C
মেঘের অনেক রং
D
আলোর মিছিল
মেঘের অনেক রং (১৯৭৬):
-
প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র হলো মেঘের অনেক রং।
-
১৯৭৬ সালে এটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করে।
-
মেঘের অনেক রং মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম রঙিন চলচ্চিত্র।
-
চলচ্চিত্রটি পরিচালনা করেন হারুনর রশীদ।
-
রত্না কথাচিত্রের ব্যানারে প্রযোজনা করেন আনোয়ার আশরাফ ও শাজীদা শামীম।
-
প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাথিন, ওমর এলাহী, রওশন আরা, আদনান প্রমুখ।
-
গল্পের প্রেক্ষাপটে যুদ্ধের সময় রুমা নামের একজন চিকিৎসকের স্ত্রী ধর্ষণের শিকার হন।
-
এরপর সন্তানসহ তিনি কীভাবে বিরূপ পরিস্থিতির মোকাবিলা করেন, তার মর্মস্পর্শী চিত্র ফুটে উঠেছে।
উৎস:
i) Jagonews24
ii) প্রথম আলো

0
Updated: 2 days ago