A
একমুখীকরণে
B
তাপ উৎপাদনে
C
তড়িৎ প্রবাহের গতিপথ পরিবর্তনে
D
বিবর্ধক ও সুইচ হিসেবে
উত্তরের বিবরণ
ট্রানজিস্টর (Transistor):-
-
সংজ্ঞা: ট্রানজিস্টর হলো তিন প্রান্ত (Terminal) বিশিষ্ট একটি ইলেকট্রনিক ডিভাইস, যা ইলেকট্রনিক যন্ত্রপাতির অবিচ্ছেদ্য অংশ।
-
টার্মিনাল:
১. এমিটার (Emitter)
২. বেস (Base)
৩. কালেক্টর (Collector) -
আবিষ্কার: ১৯৪৮ সালে বেল ল্যাবরেটরীতে, আমেরিকা।
-
উদ্দেশ্য ও ব্যবহার:
-
বিবর্ধক (Amplifier) হিসেবে ব্যবহার সর্বাধিক।
-
ইলেকট্রনিক সুইচ হিসেবে ব্যবহৃত হয়।
-
সাধারণ ট্রানজিস্টরে ইলেকট্রন ও হোল উভয় ধরনের চার্জ বাহক থাকে → বাইপোলার ট্রানজিস্টর।
-
উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 days ago