A
৬ নিউটন
B
২০ নিউটন
C
৩০ নিউটন
D
১০ নিউটন
উত্তরের বিবরণ
বস্তুর ওজন (Weight of an Object):-
-
সংজ্ঞা:
কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে, সেটিই বস্তুর ওজন। -
উচ্চতার প্রভাব:
-
পৃথিবী থেকে যতই উপরে ওঠা যায়, বস্তুর ওজন কমতে থাকে।
-
-
চাঁদে ওজন:
-
চাঁদে বস্তুর ওজন পৃথিবীর তুলনায় ১/৬ ভাগ।
-
উদাহরণ: পৃথিবীতে ৬০ নিউটন ওজনের বস্তুর ওজন চাঁদে ১০ নিউটন হবে।
-
উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।

0
Updated: 2 days ago
চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের-
Created: 2 days ago
A
দশ ভাগের একভাগ
B
ছয় ভাগের একভাগ
C
তিন ভাগের একভাগ
D
চার ভাগের একভাগ
ওজন
-
পৃথিবী কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে টেনে আনে। এই টান বা আকর্ষণের বলকেই বস্তুর ওজন বলা হয়।
-
পৃথিবী থেকে যত ওপরে উঠা যায়, আকর্ষণের শক্তি তত কমে যায়, ফলে ওজনও ধীরে ধীরে কমে।
-
চাঁদে পৃথিবীর তুলনায় মহাকর্ষ শক্তি অনেক কম। তাই কোনো বস্তুর ওজন চাঁদে পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ (১/৬) হয়।
-
উদাহরণ: পৃথিবীতে যদি কোনো বস্তুর ওজন হয় ৬০ নিউটন, তবে একই বস্তু চাঁদে হবে মাত্র ১০ নিউটন।
উৎস: বিজ্ঞান (অষ্টম শ্রেণি)

0
Updated: 2 days ago
বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
Created: 2 days ago
A
মেরু অঞ্চলে
B
বিষুব অঞ্চলে
C
পাহাড়ের ওপর
D
পৃথিবীর কেন্দ্রে
বস্তুর ওজন ও অভিকর্ষজ ত্বরণ
-
একটি বস্তুর ওজন নির্ভর করে সেই স্থানের অভিকর্ষজ ত্বরণ (g) এর উপর।
-
পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণের গড় মান প্রায় ৯.৮ মিটার/সেকেন্ড²।
-
যেখানে অভিকর্ষজ ত্বরণ বেশি, সেই স্থানে বস্তুর ওজনও বেশি হয়।
-
বিষুবীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ কম হওয়ায় বস্তুর ওজনও তুলনামূলকভাবে কম থাকে।
-
মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ বেশি হওয়ায় বস্তুর ওজন বেশি হয়।
-
পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ শূন্য হওয়ায় বস্তুর ওজনও শূন্য হয়।
উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি

0
Updated: 2 days ago