A
১৯৬৯ সালে
B
১৯৮৯ সালে
C
২০১৭ সালে
D
২০২৪ সালে
উত্তরের বিবরণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (২০২৪)
উদ্দেশ্য ও গঠন:
-
গঠিত: ১ জুলাই, ২০২৪
-
মূল দাবি: সরকারি চাকরিতে কোটা সংস্কার
-
সংগঠন: শিক্ষার্থীদের নেতৃত্বাধীন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’
-
প্রেক্ষাপট: ২০১৮ সালের সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের প্রজ্ঞাপন ৫ জুন, ২০২৪ হাইকোর্ট অবৈধ ঘোষণা করলে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়।
আন্দোলনের ধাপ:
-
১ জুলাই, ২০২৪: আন্দোলন শুরু, প্রথমে অহিংস রূপে সংঘটিত
-
১৫ জুলাই, ২০২৪: ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর হুমকির কারণে আন্দোলন সহিংস রূপ গ্রহণ
-
৩০ জুলাই, ২০২৪: মার্চ ফর জাস্টিস কর্মসূচী ঘোষণা
-
৩১ জুলাই, ২০২৪: কর্মসূচী পালিত, ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে
ফলাফল:
-
৫ আগস্ট, ২০২৪: দীর্ঘ প্রায় ১৬ বছরের কর্তৃত্ববাদী সরকার শেখ হাসিনার পতন
উৎস:
-
BBC
-
প্রথম আলো

0
Updated: 2 days ago
সরকারি গেজেট অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে কতজন শহীদ হয়েছেন?
Created: 2 days ago
A
৮৩২ জন
B
৮৩৬ জন
C
৮৪২ জন
D
৮৪৪ জন
জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এর শহীদদের গেজেট:
-
জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এর শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার।
-
এটি প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
-
সরকারি গেজেট অনুযায়ী ওই গণ-অভ্যুত্থানে শহীদের সংখ্যা ৮৪৪।
-
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত গেজেটে ‘মেডিকেল কেস আইডি’, শহীদদের নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখযোগ্য:
-
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য বিশেষ তহবিল রাখা হচ্ছে।
-
তহবিলের পরিমাণ প্রায় দেড় হাজার কোটি টাকার মতো হতে পারে।
-
তহবিল থেকে শহীদ ও আহতদের পরিবারকে এককালীন অর্থ, মাসিক ভাতা, দেশে-বিদেশে চিকিৎসা খরচ এবং কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ প্রদান করা হবে।
-
একই তহবিলের অর্থে ঢাকার মিরপুরে তাদের জন্য ফ্ল্যাট নির্মাণ করা হবে।
উৎস:
i) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়
ii) প্রথম আলো

0
Updated: 2 days ago
জহির রায়হান পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র কোনটি?
Created: 2 days ago
A
হুলিয়া
B
ওরা ১১ জন
C
ধীরে বহে মেঘনা
D
স্টপ জেনোসাইড
Stop Genocide:
-
Stop Genocide মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র।
-
নির্মাণ করেন জহির রায়হান।
-
মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের মে/জুন মাসে প্রথম কলকাতায় প্রদর্শিত হয়।
-
প্রামাণ্যচিত্রটি মূলত বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত স্টক ফুটেজ ও নিউজরিলের ছবির ওপর ভিত্তি করে তৈরি।
-
চলচ্চিত্র-নির্মাতা জহির রায়হান এই ছবির মাধ্যমে বিশ্বের মানুষকে বাংলাদেশে চলমান গণহত্যার খবর জানান।
-
ছবির শুরুতে লেনিনের একটি বক্তব্য দিয়ে বিভিন্ন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার তুলে ধরা হয়েছে।
-
২০ মিনিটের এই প্রামাণ্যচিত্রে বাংলাদেশের মানুষ, এর প্রকৃতি, পাকিস্তানি অত্যাচার, নির্যাতন ও অগ্নিসংযোগের দৃশ্য দেখানো হয়েছে।
অন্যান্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র:
-
হুলিয়া একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, পরিচালনা করেছেন তানভীর মোকাম্মেল।
-
ওরা ১১ জন মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র, পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম।
-
১৯৭৩ সালে মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের পরিচালক আলমগীর কবির।
উৎস:
i) বাংলাপিডিয়া
ii) প্রথম আলো

0
Updated: 2 days ago
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নয় কোনটি?
Created: 2 days ago
A
আগামী
B
জয়যাত্রা
C
নদীর নাম মধুমতি
D
বাঙলা
আগামী:
-
মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আগামী।
-
নির্মাণ করেন মোরশেদুল ইসলাম।
-
এটি ১৯৮৪ সালে প্রকাশিত হয়।
জয়যাত্রা:
-
মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত চলচ্চিত্র জয়যাত্রা।
-
পরিচালক তৌকির আহমেদ।
-
সিনেমায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সম্পৃক্ততা দেখা যায়।
-
২০০৪ সালে চলচ্চিত্রটি মুক্তি পায়।
নদীর নাম মধুমতি:
-
মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নদীর নাম মধুমতি।
-
পরিচালক তানভীর মোকাম্মেল।
-
চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৫ সালে।
-
এতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, আফসানা মিমি, আলী যাকের, সারা যাকের, রাইসুল ইসলাম আসাদ, ঝুনা চৌধুরী প্রমুখ।
বাঙলা:
-
ভাষা আন্দোলনের দ্বিতীয় সিনেমা বাঙলা।
-
২০০৬ সালে নির্মাণ করেন প্রয়াত নির্মাতা শহীদুল ইসলাম খোকন।
-
প্রখ্যাত কথাসাহিত্যিক আহমদ ছফার লেখা উপন্যাস ওংকার অবলম্বনে নির্মিত হয় সিনেমাটি।
-
প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদি, মাহফুজ আহমেদ ও শাবনূর অভিনয় করেন।
উৎস: প্রথম আলো

0
Updated: 2 days ago