ট্রানজিস্টর কী হিসেবে ব্যবহৃত হয়?
A
একমুখীকরণে
B
তাপ উৎপাদনে
C
তড়িৎ প্রবাহের গতিপথ পরিবর্তনে
D
বিবর্ধক ও সুইচ হিসেবে
উত্তরের বিবরণ
ট্রানজিস্টর (Transistor):-
-
সংজ্ঞা: ট্রানজিস্টর হলো তিন প্রান্ত (Terminal) বিশিষ্ট একটি ইলেকট্রনিক ডিভাইস, যা ইলেকট্রনিক যন্ত্রপাতির অবিচ্ছেদ্য অংশ।
-
টার্মিনাল:
১. এমিটার (Emitter)
২. বেস (Base)
৩. কালেক্টর (Collector) -
আবিষ্কার: ১৯৪৮ সালে বেল ল্যাবরেটরীতে, আমেরিকা।
-
উদ্দেশ্য ও ব্যবহার:
-
বিবর্ধক (Amplifier) হিসেবে ব্যবহার সর্বাধিক।
-
ইলেকট্রনিক সুইচ হিসেবে ব্যবহৃত হয়।
-
সাধারণ ট্রানজিস্টরে ইলেকট্রন ও হোল উভয় ধরনের চার্জ বাহক থাকে → বাইপোলার ট্রানজিস্টর।
-
উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
কোন হরমোনকে ‘স্ট্রেস হরমোন’ বলা হয়?
Created: 1 month ago
A
ইনসুলিন
B
থাইরক্সিন
C
কর্টিসল
D
অ্যাড্রেনালিন
কর্টিসল হরমোন (Cortisol Hormone)
১. উত্স
-
নিঃসৃত হয় অ্যাড্রিনাল গ্রন্থি (Adrenal Gland) থেকে।
২. বৈশিষ্ট্য
-
স্টেরয়েড হরমোন।
-
স্ট্রেস হরমোন নামেও পরিচিত।
-
মানসিক চাপ বা দুশ্চিন্তায় রক্তে কর্টিসলের মাত্রা বৃদ্ধি পায়।
৩. কার্যকারিতা
-
স্ট্রেস প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ: দীর্ঘমেয়াদি চাপের সময় শরীরের প্রতিক্রিয়া সমন্বয় করে।
-
গ্লুকোজ বিপাক নিয়ন্ত্রণ: গ্লুকোজ উৎপাদন ও ব্যবহারে ভূমিকা রাখে, শরীরকে শক্তি সরবরাহ করে।
-
প্রোটিন, ফ্যাট এবং শর্করার বিপাক নিয়ন্ত্রণে সহায়ক।
৪. অন্যান্য হরমোনের তুলনা
হরমোন | কার্য |
---|---|
অ্যাড্রেনালিন | তাৎক্ষণিক “ফাইট-অর-ফ্লাইট” প্রতিক্রিয়া |
ইনসুলিন | রক্তে গ্লুকোজের মাত্রা কমায় |
থাইরক্সিন | দেহের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে |
উৎস:
১) বিজ্ঞান, নবম-দশম শ্রেণি
২) National Center for Biotechnology Information (NCBI)

0
Updated: 1 month ago
ট্রানজিস্টর মূলত কোন কাজে ব্যবহৃত হয়?
Created: 3 weeks ago
A
শব্দ তরঙ্গ বৃদ্ধি করতে
B
আলোর রঙ পরিবর্তন করতে
C
বৈদ্যুতিক সংকেত পরিবর্ধন করতে
D
চৌম্বক ক্ষেত্র তৈরি করতে
ট্রানজিস্টর (Transistor):
-
সংজ্ঞা:
ট্রানজিস্টর একটি বিদ্যুৎ নিয়ন্ত্রক যন্ত্র, যা বৈদ্যুতিক সংকেত (Electric Signal) প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং পরিবর্ধক (Amplifier) ও সুইচ (Switch) হিসেবে ব্যবহার হয়। -
গঠন ও ইতিহাস:
-
এটি তিন প্রান্ত (Terminal) বিশিষ্ট একটি ডিভাইস।
-
প্রথম আবিষ্কার হয় ১৯৪৮ সালে আমেরিকার বেল ল্যাবরেটরীতে।
-
আবিষ্কারের পর থেকে এটি ইলেকট্রনিক জগতের বিপ্লব ঘটিয়েছে।
-
-
ব্যবহার ও ধরন:
-
ইলেকট্রনিক যন্ত্রপাতির একটি অবিচ্ছেদ্য অংশ।
-
বিবর্ধক (Amplifier) হিসেবে এর ব্যবহার সর্বাধিক।
-
সাধারণ ট্রানজিস্টরে ইলেকট্রন ও হোল উভয় ধরনের চার্জ বাহক থাকে, তাই একে বাইপোলার ট্রানজিস্টর (Bipolar Transistor) বলা হয়।
-
সুইচ এবং ইলেকট্রনিক বিবর্ধক হিসেবে ব্যবহার হয়।
-

0
Updated: 3 weeks ago
n-p-n ট্রানজিস্টরের যেদিক দিয়ে কারেন্ট প্রবেশ করে তাকে কী বলে?
Created: 2 weeks ago
A
বেস
B
এমিটার
C
কালেক্টর
D
রেজিস্টর
ট্রানজিস্টর হলো একটি ইলেকট্রনিক ডিভাইস, যা p এবং n ধরনের সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি এবং এর মাধ্যমে বিদ্যুতের প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। এটি মূলত ছোট সিগন্যালকে বাড়াতে বা নানা ধরনের সিগন্যাল প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয়।
-
ট্রানজিস্টরের দুটি প্রধান ধরন আছে: n-p-n এবং p-n-p।
-
n-p-n ট্রানজিস্টর-এ কারেন্ট ঢোকার স্থানকে বলা হয় কালেক্টর এবং কারেন্ট বের হওয়ার স্থানকে বলা হয় এমিটার (Emitter)।
-
ট্রানজিস্টরের মাঝখানে থাকে বেস, যা পানির ট্যাপের মতো কাজ করে। অল্প কারেন্ট দিলে বড় কারেন্ট প্রবাহ শুরু হয়, আর অল্প কারেন্ট বন্ধ করলে প্রবাহ বন্ধ হয়ে যায়।
-
ট্রানজিস্টর ব্যবহার করে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরি করা হয়।
-
ছোট সিগন্যালকে বড় করার জন্য ট্রানজিস্টরকে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করা হয়।
-
এটি নানা ধরনের সিগন্যাল প্রক্রিয়াকরণেও ব্যবহৃত হয়।

0
Updated: 2 weeks ago