যুক্তফ্রন্টের ২১ দফা
যুক্তফ্রন্ট তাদের ঐতিহাসিক ২১ দফা দাবিতে গণমানুষের অধিকার এবং পূর্ববাংলার জনগণের স্বার্থকে সামনে এনেছিল। এই ২১ দফা দ্রুত জনপ্রিয়তা লাভ করে এবং জনগণের মধ্যে বিশাল সমর্থন পায়।
যুক্তফ্রন্টের ২১ দফা দাবিসমূহ
১. বাংলাকে অর্থাৎ রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া।
২. বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদ করা।
৩. পাটের ব্যবসা জাতীয়করণ করা।
৪. সমবায় কৃষি ব্যবস্থা প্রবর্তন করা।
৫. পূর্ব পাকিস্তানে লবণ শিল্প প্রতিষ্ঠা করা।
৬. কারিগর মুহাজিরদের কাজের ব্যবস্থা করা।
৭. বন্যা ও দুর্ভিক্ষ রোধে খাল খনন ও সেচের ব্যবস্থা করা।
৮. পূর্ব পাকিস্তানে শিল্প কারখানা গড়ে তোলা।
৯. অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা।
১০. শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা।
১১. ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করা।
১২. শাসন ব্যয় হ্রাস করা ও মন্ত্রীর বেতন এক হাজার টাকার বেশি না করা।
১৩. দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করার কার্যকর ব্যবস্থা গ্রহণ।
১৪. জননিরাপত্তা আইন ও অর্ডিন্যান্স বাতিল করা।
১৫. বিচার ও শাসন বিভাগ পৃথকীকরণ করা।
১৬. বাংলা ভাষা গবেষণার জন্য বর্ধমান হাউজে বাংলা একাডেমী প্রতিষ্ঠা করা।
১৭. রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে মিনার নির্মাণ করা।
১৮. একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে ঘোষণা করা।
১৯. লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন কায়েম করা।
২০. আইন পরিষদের মেয়াদ কোনোভাবে বৃদ্ধি না করা।
২১. পরিষদের কোনো সদস্য পদ খালি হলে তিন মাসের মধ্যে উপ-নির্বাচনের ব্যবস্থা করা।
উৎস:
-
ইতিহাস ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়