A
বিল গেটস
B
জ্যাক কেলবি
C
চার্লস ব্যাবেজ
D
টমাস ওয়াটসন
উত্তরের বিবরণ
ইন্টিগ্রেটেড সার্কিট (IC):-
-
আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূল উপাদান ইন্টিগ্রেটেড সার্কিট।
-
উদ্ভাবক: ১৯৫৮ সালে জ্যাক কেলবি ট্রানজিস্টর, রেজিস্টর ও ক্যাপাসিটর সমন্বিত করে একটি সার্কিট তৈরি করেন, যা IC নামে পরিচিত।
-
সুবিধা:
-
কম্পিউটারের আকার ছোট হয়,
-
ক্ষমতা অনেক বেড়ে যায়,
-
কমে আসে কম্পিউটারের মূল্য,
-
হিসাব নিকাশের সময় কমে।
-
-
ঐতিহাসিক ব্যবহার:
-
১৯৬৮ সালে বারোস কোম্পানি ইন্টিগ্রেটেড সার্কিট ভিত্তিক B-2500 ও B-3500 কম্পিউটার উপস্থাপন করে।
-
IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার: IBM System 360।
-
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি ও ব্রিটানিকা।

0
Updated: 2 days ago
ইলেকট্রনিকস পদ্ধতির উদাহরণ কোনটি?
Created: 16 hours ago
A
বৈদ্যুতিক মোটর
B
জলবাষ্প ইঞ্জিন
C
টেলিফোন লাইন
D
টেলিভিশন
ইলেকট্রনিকস পদ্ধতি:
বিশেষ কোনো প্রয়োগের উদ্দেশ্যে ব্যবহৃত অনেকগুলি ইলেকট্রনিকস বর্তনীকে সমষ্টিগতভাবে ইলেকট্রনিকস পদ্ধতি বলা হয়।
উদাহরণ: কম্পিউটার, টেলিভিশন, রেডিও, ইলেকট্রনিকস ঘড়ি, ক্যালকুলেটর ইত্যাদি।
ডিজিটাল পদ্ধতি:
ডিজিটাল সংকেত হলো বিচ্ছিন্ন তড়িৎ সংকেত, যার সর্বনিম্ন ও সর্বোচ্চ মান নির্ধারিত।
এই দুই মানের মধ্যে অন্য কোনো স্তর নেই। সময়ের সাথে মান পরিবর্তিত হলেও তা সর্বোচ্চ বা সর্বনিম্নে থাকে।
ডিজিটাল সংকেত চৌকো তরঙ্গ (square waves) আকারে থাকে।
ক্রম-পরিবর্তনশীল এনালগ সংকেতের বদলে ডিজিটাল পদ্ধতিতে স্তর পরিবর্তনশীল সংকেত ব্যবহার করা হয়।
এই সংকেতকে ডিজিটাল বা বাইনারী (binary) সংকেত বলা হয়।
দুটি পৃথক অবস্থায় কাজ করা যন্ত্রাংশের মাধ্যমে এই সংকেত তৈরি করা যায়। উদাহরণ:
- ট্রানজিস্টারের সচল বা অন (on) এবং অচল বা অফ (off) অবস্থা।
- প্রজ্জ্বলিত বাতি ও নির্বাপিত বাতি, বা টেপের চৌম্বকায়িত ও অচৌম্বকায়িত অবস্থা।
ডিজিটাল সংকেতের স্তর দুটি প্রকাশ করা হয়: ০ এবং ১ (0 and 1), সত্য ও মিথ্যা (true and false), বা উচ্চ ও নিম্ন (high and low)।
জনপ্রিয় উদাহরণ: ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 16 hours ago