A
ওঙ্কার
B
যাত্রা
C
গেরিলা
D
কুল নাই কিনারা নাই
No subjects available.
উত্তরের বিবরণ
‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস
-
লেখক: সৈয়দ শামসুল হক
-
প্রকাশকাল: ১৯৮১
-
বিষয়বস্তু: মুক্তিযুদ্ধভিত্তিক, পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নারী নির্যাতন, লিবিডো ক্রিয়া, লালসা ও রিরংসাবৃত্তি।
-
চলচ্চিত্রে রূপান্তর: ‘গেরিলা’ সিনেমা নির্মিত হয়েছে এই উপন্যাস অবলম্বনে।
কাহিনি সংক্ষেপ
-
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বিলকিস, যিনি মুক্তিযুদ্ধের শুরুতে তার পিতামাতা, ভাইবোন ও আত্মীয়স্বজন হারায়।
-
তার স্বামী নিখোঁজ হয়ে যায়।
-
ঘটনার সূত্র ধরে পরিচয় হয় প্রদীপকুমার/সিরাজের সঙ্গে।
-
পাকিস্তানি সৈন্যরা নিহত মুক্তিযোদ্ধাদের লাশ দাফনের নিষেধাজ্ঞা জারি করে।
-
বিলকিস ও তার সহযোগীরা রাতের অন্ধকারে লাশগুলো দাফন করতে গেলে পাকিস্তানি মিলিটারির হাতে ধরা পড়ে।
-
এর পরও বিলকিস প্রতিবাদে অবিচল থাকে, যা তার দৃঢ় চরিত্র এবং স্বাধীনচেতা মনোভাবের প্রকাশ।
উৎস: ‘নিষিদ্ধ লোবান’, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া

0
Updated: 2 days ago
‘হরতাল’ কি ধরণের শব্দ?
Created: 9 hours ago
A
তুর্কি
B
গুজরাটি
C
চীনা
D
পাঞ্জাবি
'হরতাল' গুজরাটি শব্দ। এছাড়া কয়েকটি গুজরাটি শব্দ খদ্দর, জয়ন্তী ইত্যাদি ।

0
Updated: 9 hours ago
ভাবের সার্থক ও সুসঙ্গত প্রসারণই –
Created: 9 hours ago
A
ভাবসম্প্রসারণ
B
গবেষণাপত্র
C
প্রতিবেদন
D
সারসংক্ষেপ
ভাবসম্প্রসারণ হলো একটি প্রদত্ত বক্তব্য, প্রবাদ বা কবিতার লাইনকে নিজস্ব ভাষায় সার্থক ও সুসঙ্গতভাবে বিস্তার করা।
-
এতে মূল ভাবকে অক্ষুণ্ণ রেখে তার ব্যাখ্যা, উদাহরণ, প্রাসঙ্গিক ঘটনা ও বিশ্লেষণ যোগ করে লেখা প্রসারিত করা হয়।
-
গবেষণাপত্র, প্রতিবেদন বা সারসংক্ষেপ—এসব আলাদা ধরনের রচনা। এগুলোতে নির্দিষ্ট তথ্য, অনুসন্ধান বা সংক্ষিপ্ত বিবরণ থাকে; কিন্তু “ভাবের সার্থক ও সুসঙ্গত প্রসারণ”-ই বিশেষভাবে ভাবসম্প্রসারণ বোঝায়।
তাই সঠিক উত্তর: ভাবসম্প্রসারণ।

0
Updated: 9 hours ago
সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়?
Created: 9 hours ago
A
দ্বিগু
B
অব্যয়ীভাব
C
বহুবীহি
D
কর্মধারয়
সংখ্যাবাচক শব্দ + বিশেষ্য = দ্বিগু সমাস

0
Updated: 9 hours ago