আইনস্টাইনের বিশেষ আপেক্ষিক তত্ত্বের স্বীকার্য কয়টি?
A
একটি
B
দুইটি
C
তিনটি
D
চারটি
উত্তরের বিবরণ
বিশেষ আপেক্ষিক তত্ত্ব (Special Theory of Relativity):-
-
সংজ্ঞা:
বিশেষ আপেক্ষিক তত্ত্ব হলো স্থির জড় প্রসঙ্গ কাঠামোর তুলনায় সমবেগে চলমান জড় প্রসঙ্গ কাঠামোর কোনো ঘটনা বা ভৌত রাশির পরিমাপের আলোচনা।-
অন্তর্ভুক্ত: ভর, সময়, দৈর্ঘ্য, বেগ ও শক্তির আপেক্ষিকতা।
-
-
আইনস্টাইনের স্বীকার্য (Postulates of Special Relativity):
১৯০৫ সালে আইনস্টাইন এই তত্ত্বের দুটি মৌলিক স্বীকার্য প্রদান করেন:
১. প্রথম স্বীকার্য:-
স্থির বা চলমান সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্র অপরিবর্তিত থাকে।
২. দ্বিতীয় স্বীকার্য: -
শূন্য মাধ্যমে আলোর বেগ সমস্ত পর্যবেক্ষকের জন্য একই,
-
এবং আলোর উৎস বা পর্যবেক্ষকের গতির উপর নির্ভরশীল নয়।
-
উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
আপেক্ষিক তত্ত্বের (Theory of Relativity) প্রবক্তা কে?
Created: 1 month ago
A
স্যার আইজ্যাক নিউটন
B
আলবার্ট আইনস্টাইন
C
ম্যাক্স প্ল্যাংক
D
নিলস বোর
আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব (Einstein's Theory of Relativity)
-
প্রবর্তক: আলবার্ট আইনস্টাইন
-
১৯০৫: বিশেষ আপেক্ষিক তত্ত্ব (Special Theory of Relativity)
-
১৯১৫: সার্বিক আপেক্ষিক তত্ত্ব (General Theory of Relativity)
-
১. আপেক্ষিকতা তত্ত্বের মূল ধারণা:
-
চিরায়ত বলবিজ্ঞানের মতে স্থান, কাল ও ভর ধ্রুব।
-
আইনস্টাইন বলেন, স্থান, কাল ও ভর পরম কিছু নয়; এগুলো আপেক্ষিক।
-
স্থান, কাল ও ভর পর্যবেক্ষকের অবস্থা অনুযায়ী পরিবর্তিত হতে পারে।
২. আপেক্ষিকতা তত্ত্বের ভাগ:
ক. বিশেষ আপেক্ষিক তত্ত্ব (Special Theory of Relativity)
খ. সার্বিক আপেক্ষিক তত্ত্ব (General Theory of Relativity)
৩. বিশেষ আপেক্ষিক তত্ত্বের স্বীকার্য (১৯০৫):
১. স্থির বা গতিশীল সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্রসমূহ অপরিবর্তিত থাকে।
২. শূন্য মাধ্যমে আলোর বেগ সকল জড় প্রসঙ্গ কাঠামোর পর্যবেক্ষকের জন্য একই, এবং এটি আলোর উৎস বা পর্যবেক্ষকের গতির উপর নির্ভরশীল নয়।
৪. ভর-শক্তির সম্পর্ক সূত্র:
যেখানে,
-
E = শক্তি
-
m = ভর
-
c = আলোর বেগ
উৎস: পদার্থবিজ্ঞান, দ্বিতীয় পত্র; একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. শাহজাহান তপন, মুহম্মদ আজিজ হাসান, ড. রানা চৌধুরী)

0
Updated: 1 month ago
আইনস্টাইন নােবেল পুরস্কার পান-
Created: 1 month ago
A
আপেক্ষিক তত্ত্বের উপর
B
মহাকর্ষীয় ধ্রুবক আবিষ্কারের জন্য
C
কৃষ্ণগহ্বর আবিষ্কারের জন্য
D
আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য
যখন কোনো ধাতুর উপর আলো পড়ে এবং সঙ্গে সঙ্গে ইলেকট্রন নির্গত হয়, তখন সেই ঘটনাকে ফটো-তড়িৎ ক্রিয়া বলা হয়।
১৯০৫ সালে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে এই ফটো-তড়িৎ ক্রিয়ার সঠিক ব্যাখ্যা প্রদান করেন। এ আবিষ্কারের জন্য তিনি ১৯২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
এছাড়াও, তিনি পদার্থবিদ্যার ইতিহাসে বিখ্যাত ভর-শক্তি সম্পর্কের সূত্র প্রবর্তন করেন, যা হলো —
উৎস: উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান (একাদশ-দ্বাদশ শ্রেণি)

0
Updated: 1 month ago