সারা বছর একই দিকে প্রবাহিত বায়ুকে কী বলা হয়?
A
নিয়ত বায়ু
B
স্থানীয় বায়ু
C
সাময়িক বায়ু
D
অনিয়মিত বায়ু
উত্তরের বিবরণ
বায়ুপ্রবাহ এবং এর প্রকারভেদ:
-
সংজ্ঞা: বায়ু হলো গ্যাসের প্রবাহ, যা সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে চলে।
-
প্রবাহের নিয়ম:
-
সাধারণত উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে বায়ু প্রবাহিত হয়।
-
ফেরেলের সূত্র অনুযায়ী:
-
উত্তর গোলার্ধ: বায়ুপ্রবাহ ডান দিকে বেঁকে যায়।
-
দক্ষিণ গোলার্ধ: বায়ুপ্রবাহ বাম দিকে বেঁকে যায়।
-
-
বায়ুপ্রবাহের প্রকার:
১. নিয়ত বায়ু (Planetary Winds)
-
সারা বছর একই দিকে প্রবাহিত হয়।
-
পৃথিবীর চাপ বলয় দ্বারা নিয়ন্ত্রিত।
-
তিন ভাগে বিভক্ত:
-
অয়ন বায়ু
-
পশ্চিমা বায়ু
-
মেরু বায়ু
-
২. সাময়িক বায়ু (Periodic Winds)
৩. স্থানীয় বায়ু (Local Winds)
৪. অনিয়মিত বায়ু (Irregular Winds)
উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয়-
Created: 5 months ago
A
আয়ন বায়ু
B
প্রত্যয়ন বায়ু
C
মৌসুমী বায়ু
D
নিয়ত বায়ু
বিভিন্ন প্রকার বায়ুপ্রবাহ:
- বায়ু সর্বদা একস্থান হতে অন্যস্থানে প্রবাহিত হয়।
- বায়ু কিছু নিয়ম মেনে প্রবাহিত হয়।
যেমন- সাধারণত উচ্চচাপ বলয় থেকে শীতল ও ভারী বায়ু নিম্নচাপ বলয়ে প্রবাহিত হয়।
- বায়ু প্রবাহের আরেকটি বৈশিষ্ট্য হলো ফেরেলের সূত্রানুযায়ী বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধের ডান দিকে ও দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়।
- বায়ুপ্রবাহ প্রধানত চার প্রকার।
যথা-
• নিয়ত বায়ু,
• সাময়িক বায়ু,
• স্থানীয় বায়ু ও
• অনিয়মিত বায়ু।
নিয়ত বায়ু:
- যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলে দিকে প্রবাহিত হয়, তাকে নিয়ত বায়ু বলে।
- নিয়ত বায়ুপ্রবাহ সারা বছর একই দিকে প্রবাহিত হয়।
- এই বায়ুপ্রবাহ পৃথিবীর চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- নিয়ত বায়ুকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়।
যথা-
• অয়ন বায়ু,
• পশ্চিমা বায়ু ও
• মেরু বায়ু।
উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 5 months ago
বায়ুচাপ মাপার যন্ত্র কোনটি?
Created: 4 weeks ago
A
ল্যাকটোমিটার
B
স্পিডোমিটার
C
ব্যারোমিটার
D
থার্মোমিটার
বায়ুচাপ মাপার যন্ত্র – ব্যারোমিটার
-
ব্যারোমিটার:
-
টরেসিলি (Torricelli) ১৬৪৩ সালে আবিষ্কার করেন। তিনি তরল তলের উচ্চতা ও বায়ুচাপের সম্পর্ক কাজে লাগিয়ে প্রথম বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের যন্ত্র তৈরি করেন।
-
ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের মানদণ্ড হিসেবে ধরা হয়।
-
আদর্শ বায়ুচাপ = 76 সেমি পারদ স্তম্ভের ওজনের সমান।
-
অন্যান্য গুরুত্বপূর্ণ পরিমাপ যন্ত্র:
-
থার্মোমিটার: তাপমাত্রা পরিমাপের যন্ত্র।
-
স্পিডোমিটার: কোনো গাড়ির গতি পরিমাপের যন্ত্র।
-
ল্যাকটোমিটার: দুধের বিশুদ্ধতা নির্ণয়ের যন্ত্র।
উৎস:

0
Updated: 4 weeks ago