A
সঠিক মেরুকরণে
B
ফরোয়ার্ড বায়াস সংযোগে
C
উল্টো সংযোগে
D
ব্যাটারির ধনাত্মক টার্মিনালে
উত্তরের বিবরণ
ডায়োড (Diode):-
-
শব্দের উৎপত্তি: ‘ডাই’ + ‘ইলেক্ট্রোড’।
-
সংজ্ঞা: দুইটি ইলেক্ট্রোড বিশিষ্ট একটি ইলেকট্রনিক ডিভাইস।
-
কার্যপদ্ধতি:
-
ব্যাটারির একদিকে সংযোগে বিদ্যুৎ প্রবাহিত হয়,
-
উল্টো সংযোগে প্রবাহিত হয় না।
-
-
গঠন:
-
একটি p-টাইপ অর্ধপরিবাহী এবং একটি n-টাইপ অর্ধপরিবাহী পাশাপাশি যুক্ত হয়ে p-n জাংশন তৈরি করে।
-
এই p-n জাংশনই ডায়োডের মূল উপাদান।
-
-
মূল ব্যবহার: রেকটিফায়ার হিসেবে – AC (অল্টারনেটিং কারেন্ট) কে DC (ডাইরেক্ট কারেন্ট) এ রূপান্তরিত করা।
-
টার্মিনাল:
-
অ্যানোড: পজিটিভ / ফরোয়ার্ড বেস টার্মিনাল
-
ক্যাথোড: নেগেটিভ / রিভার্স বেস টার্মিনাল
-
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 days ago