'তাপন' শব্দের অর্থ কী?
A
কোমর
B
আংটা
C
তাপ উৎপাদন
D
কৃত
উত্তরের বিবরণ
শব্দের অর্থ
শব্দ | অর্থ |
---|---|
তাপন | তাপ উৎপাদন |
কটি | কোমর |
করা | কৃত |
কড়া | আংটা |
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)

0
Updated: 1 month ago
বাংলা ভাষার মূল উৎস কোনটি?
Created: 1 month ago
A
কানাড়ি ভাষা
B
বৈদিক ভাষা
C
প্রাকৃত ভাষা
D
হিন্দি ভাষা
বাংলা ভাষার উৎস নিয়ে ভাষাবিজ্ঞানীরা একমত যে বাংলা মূলত ভারতীয় আর্যভাষা পরিবারের অন্তর্গত।
-
বৈদিক সংস্কৃত থেকে ধীরে ধীরে নানা আঞ্চলিক রূপ তৈরি হয়।
-
সেখান থেকে জন্ম নেয় প্রাকৃত ভাষা।
-
প্রাকৃত ভাষার সহজতর রূপ হলো আপভ্রংশ ভাষা।
-
এই আপভ্রংশ ভাষার ধারাবাহিক বিবর্তনের মধ্য দিয়েই ৭ম–১০ম শতকের দিকে বাংলা ভাষার আদিরূপ গড়ে ওঠে।
অতএব, বাংলা ভাষার মূল উৎস হলো প্রাকৃত ভাষা।
👉 অন্যান্য বিকল্প:
-
ক) কানাড়ি ভাষা → এটি দ্রাবিড় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত, বাংলার সঙ্গে সম্পর্ক নেই।
-
খ) বৈদিক ভাষা → বাংলা সরাসরি বৈদিক ভাষা থেকে নয়, বরং প্রাকৃত–আপভ্রংশ হয়ে এসেছে।
-
ঘ) হিন্দি ভাষা → হিন্দি ও বাংলা উভয়ই আলাদা আলাদা ভাবে আপভ্রংশ ভাষা থেকে উদ্ভূত, তাই বাংলা হিন্দি থেকে আসে নি।

0
Updated: 1 month ago
‘দহন’ শব্দের বিশেষণ রূপ কোনটি?
Created: 2 weeks ago
A
দহনকারী
B
দাহ্য
C
দাহ্যনীয়
D
দগ্ধ
দহন [দহোন্] একটি বিশেষ্য।
শব্দের অর্থ—
-
দগ্ধকরণ; জ্বালা; পোড়া; দাহ।
-
অগ্নি (যেমন: বেহান বিকাল যায় দহন সেবনে—কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)।
-
আলঙ্কারিক অর্থে যন্ত্রণা (যেমন: হিয়ায় লইতে দহন দ্বিগুণ হয়—চণ্ডীদাস)।
সম্পর্কিত পদ ও অর্থ—
-
দাহক (বিশেষণ) : দহনকারী বা দাহ সৃষ্টিকারী।
-
দহনকারী : বিশ্বদহন ক্রোধ।
-
দহনক্রিয়া (বিশেষ্য) : জ্বলনের কাজ; দহনক্রিয়ার অর্থ দ্রুতবেগে অক্সিজেনের সঙ্গে মিলন।
-
দাহ্য / দহনীয় (বিশেষণ) : দহনের উপযুক্ত বা দহনযোগ্য।
(উৎস:

0
Updated: 2 weeks ago
পরে উচ্চারিত হওয়া ‘ই/উ’ আগে উচ্চারিত হওয়াকে কী বলে?
Created: 2 weeks ago
A
অন্তর্হতি
B
অপিনিহিতি
C
সম্প্রকর্ষ
D
অভিশ্রতি
অপিনিহিতি হলো সেই প্রক্রিয়া যেখানে পরে উচ্চারিত হওয়া ‘ই’ বা ‘উ’ ধ্বনি আগে উচ্চারিত হয়ে আসে।
-
উদাহরণ:
-
চারি → চাইর
-
মারি → মাইর
-

0
Updated: 2 weeks ago