এক কথায় প্রকাশ
বর্ণনা | এক কথায় প্রকাশ |
---|---|
যা অপনয়ন করা কষ্টকর | দূরপনেয় |
যা অপনয়ন করা যায় না | অনপনেয় |
যা অনুভব করা হচ্ছে | অনুভূয়মান |
যা বহন করা যাচ্ছে | নীয়মান |
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ
"যা অপনয়ন করা কষ্টকর" এর এক কথায় প্রকাশ কোনটি?
A
অনপনেয়
B
দূরপনেয়
C
অনুভূয়মান
D
নীয়মান
উত্তরের বিবরণ
0
Updated: 1 month ago
'কলমবাজ' - শব্দের 'বাজ' কোন ধরনের প্রত্যয়?
Created: 1 week ago
A
বাংলা কৃৎ প্রত্যয়
B
বিদেশি তদ্ধিত প্রত্যয়
C
সংস্কৃত কৃৎ প্রত্যয়
D
বাংলা তদ্ধিত প্রত্যয়
‘কলমবাজ’ শব্দের ‘বাজ’ একটি বিদেশি তদ্ধিত প্রত্যয়।
তদ্ধিত প্রত্যয় হলো এমন প্রত্যয়, যা শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। উদাহরণস্বরূপ—
লাজ + উক = লাজুক,
বড় + আই = বড়াই,
ঘর + আমি = ঘরামি।
বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় তিন প্রকার—
১. বাংলা তদ্ধিত প্রত্যয়,
২. বিদেশি তদ্ধিত প্রত্যয়,
৩. তৎসম বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়।
বিদেশি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণসমূহ—
বাজ (অর্থ: দক্ষ): কলমবাজ, ধড়িবাজ, ধোঁকাবাজ।
বন্দি (উৎপত্তি: ফারসি ‘বন্দ্’): জবানবন্দি, সারিবন্দি, নজরবন্দি, কোমরবন্দ।
সই (অর্থ: মতো): জুতসই, মানানসই, চলনসই, টেকসই।
দ্রষ্টব্য: ‘টিপসই’ ও ‘নামসই’ শব্দে ‘সই’ কোনো প্রত্যয় নয়; এগুলো ‘সহি’ (অর্থ: স্বাক্ষর) শব্দ থেকে উদ্ভূত।
অতিরিক্ত তথ্য:
বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক।
প্রাতিপদিক তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি বলে একে নাম প্রকৃতিও বলা হয়।
যেমন ধাতু কৃৎ-প্রত্যয়ের প্রকৃতি, তেমনি প্রাতিপদিক তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি।
প্রত্যয় যুক্ত হলে ধাতু হয় ক্রিয়া প্রকৃতি এবং প্রাতিপদিক হয় নাম প্রকৃতি।
তদ্ধিত প্রত্যয় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে শব্দের অর্থে বৈচিত্র্য আনে।
0
Updated: 1 week ago
'মঙ্গল' শব্দের যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
Created: 1 month ago
A
ঙ + গ
B
ঞ + গ
C
ঙ + ঈ
D
ন + গ
• সঠিক উত্তর: খ) ঙ + গ।
ব্যাখ্যা:
‘মঙ্গল’ শব্দের যুক্তবর্ণ হল ঙ্গ, — যা ঙ + গ বর্ণের সমন্বয়ে গঠিত।
যেমন:
ঙ + গ = ঙ্গ।
যা 'অঙ্গ', 'সঙ্গ', 'মঙ্গল' ইত্যাদি শব্দে ব্যবহৃত হয়েছে।
• গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
- ত্ + ত = ত্ত,
- ভ্ + র = ভ্র,
- ত্ + থ = ত্থ,
- ঙ্ + ক = ঙ্ক,
- হ্ + ম = হ্ম।
0
Updated: 1 month ago
'পদ' এর প্রকারভেদ এর অন্তর্ভুক্ত নয় কোনটি?
Created: 2 weeks ago
A
বিশেষ্য
B
অনুসর্গ
C
বিভক্তি
D
যােজক
বাংলা ভাষায় পদ বলতে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বোঝানো হয়। অন্যভাবে বলা যায়, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম হয় পদ।
বাক্যের অন্তর্গত এসব পদকে মোট আটটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। সেগুলো হলো—
বিশেষ্য
সর্বনাম
বিশেষণ
ক্রিয়া
ক্রিয়াবিশেষণ
অনুসর্গ
যোজক
আবেগ
0
Updated: 2 weeks ago