A
Red Cross
B
Amnesty International
C
Human Rights Watch
D
World Economic Forum
উত্তরের বিবরণ
World Economic Forum (WEF)
World Economic Forum বা WEF একটি জেনেভা ভিত্তিক অলাভজনক সংস্থা, যার সদর দপ্তর সুইজারল্যান্ডের কলগনি শহরে অবস্থিত।
এটি বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক সংস্থা হিসেবে পরিচিত, বিশেষ করে প্রতি বছর সুইজারল্যান্ডের ডাভোসে আয়োজিত বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ সভার জন্য।
WEF নিয়মিত ‘Global Gender Gap Report’ প্রকাশ করে, যা বিভিন্ন দেশের লিঙ্গ সমতার অবস্থান মূল্যায়ন করে। বাংলাদেশ এর সর্বশেষ প্রতিবেদনে ৯৯তম অবস্থানে রয়েছে (এপ্রিল ২০২৫ অনুযায়ী)।
সর্বশেষ WEF এর বার্ষিক সভা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত।
উৎস: WEF এর অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 2 months ago
NDB প্রতিষ্ঠার সাথে কোন সংস্থা জড়িত?
Created: 2 months ago
A
আরব লিগ
B
আসিয়ান
C
ওআইসি
D
ব্রিকস
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB)
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, যা ব্রিকস (BRICS) দেশসমূহ দ্বারা গঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক। এর পূর্ববর্তী নাম ছিল ‘ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক’। ব্যাংকটির সদর দপ্তর সাংহাই, চীনে অবস্থিত।
বর্তমানে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য সংখ্যা আটটি, যেখানে সর্বশেষ সদস্য হিসেবে মিশর এপ্রিল ২০২৫ সালে যোগদান করেছে। ব্যাংকটির দাপ্তরিক ভাষা ইংরেজি এবং বর্তমান সভাপতি দিলমা রুসেফ, যিনি এপ্রিল ২০২৫ থেকে পদে আছেন।
উৎস: নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ওয়েবসাইট।

0
Updated: 2 months ago
কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহয়তাদানকারী সংস্থা?
Created: 4 days ago
A
ইউরোপীয় ইউনিয়ন
B
এশীয় উন্নয়ন ব্যাংক
C
বিশ্বব্যাংক
D
উপরের সবগুলো
আন্তর্জাতিক উন্নয়নে ঋণ সহায়তা প্রদানকারী তিনটি প্রধান প্রতিষ্ঠান
আন্তর্জাতিক উন্নয়ন কার্যক্রমে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB), বিশ্বব্যাংক, এবং ইউরোপীয় ইউনিয়ন (EU)—এই তিনটি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা বিভিন্ন দেশকে ঋণ, অনুদান ও কারিগরি সহায়তা দিয়ে উন্নয়নে সহায়তা করে।
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)
-
এটি একটি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক, প্রতিষ্ঠিত হয় ডিসেম্বর ১৯৬৬ সালে।
-
এর সদর দপ্তর ম্যানিলা, ফিলিপাইন-এ।
-
ADB মূলত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলএর দেশগুলোতে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতে স্বল্প সুদে ঋণ ও সহায়তা দেয়।
-
বাংলাদেশ ADB-এর সদস্য হয় ১৪ মার্চ ১৯৭৩ সালে।
বিশ্বব্যাংক
-
দারিদ্র্য বিমোচন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা দেয়।
-
গঠনের সিদ্ধান্ত হয় ৪ জুলাই ১৯৪৪, আর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে জুন ১৯৪৬ সালে।
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৮৯টি দেশ [জুলাই ২০২৫]।
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ [জুলাই ২০২৫]।
-
বিশ্বব্যাংক বলতে মূলত IBRD (International Bank for Reconstruction and Development) কে বোঝানো হয়।
-
প্রথম ঋণ দেয় ফ্রান্সকে।
ইউরোপীয় ইউনিয়ন (EU)
-
এটি শুধুমাত্র একটি অর্থনৈতিক জোট নয়, বরং মানবাধিকার, গণতন্ত্র, পরিবেশ এবং টেকসই উন্নয়নক্ষেত্রেও সাহায্য করে।
-
প্রতিষ্ঠিত হয় ১ নভেম্বর ১৯৯৩, মাস্ট্রিচ চুক্তির মাধ্যমে।
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
-
বর্তমানে সদস্য দেশ সংখ্যা: ২৭টি [জুলাই ২০২৫]।
-
ইইউর একক মুদ্রা: ইউরো, যার প্রচলন শুরু হয় ১ জানুয়ারি ১৯৯৯।
-
ইউরোর জনক: রবার্ট মুন্ডেল।
-
ইইউর সীমান্ত রক্ষী বাহিনী: FRONTEX।
ইইউর ২৭টি সদস্য দেশ হলো
অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন ও সুইডেন।
তথ্যসূত্র: এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্বব্যাংক ও ইউরোপীয় ইউনিয়নের সরকারি ওয়েবসাইট।

0
Updated: 4 days ago
ফেয়ার ফ্যাক্স কি?
Created: 6 days ago
A
সংবাদ সংস্থা
B
পরিবেশ সংস্থা
C
গোয়েন্দা সংস্থা
D
মানবাধিকার সংস্থা
ফেয়ার ফ্যাক্স (Fairfax)
-
ফেয়ার ফ্যাক্স হলো যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা।
⇒ যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রধান গোয়েন্দা সংস্থা:
• সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (CIA),
• ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (DIA),
• ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI)।
উৎস: i) ব্রিটানিকা
ii) ওয়ার্ল্ডঅ্যাটলাস।

0
Updated: 6 days ago