A
মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশ
B
ড. এম আবদুল আলীম
C
ধীরেন্দ্রনাথ দত্ত
D
ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তরের বিবরণ
ভাষা আন্দোলনে ধীরেন্দ্রনাথ দত্ত
-
মূল অবদান: গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে সরকারি ভাষা হিসেবে প্রস্তাব করা।
ঘটনাপ্রবাহ:
-
২৩ ফেব্রুয়ারি ১৯৪৮: পাকিস্তানের করাচিতে গণপরিষদের প্রথম অধিবেশন শুরু।
-
এই অধিবেশনে বিরোধী দল দুটি সংশোধনী প্রস্তাব উত্থাপন করে:
-
বছরে অন্তত একবার ঢাকায় গণপরিষদের অধিবেশন করার দাবি
-
উর্দু ও ইংরেজির সঙ্গে বাংলাকেও গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহার করার দাবি — উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত।
-
-
ধীরেন্দ্রনাথ দত্ত পরে মোট তিনটি সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন, সবটিতেই বাংলাকে সরকারি ভাষা করার দাবি ছিল।
-
২৫ ফেব্রুয়ারি ১৯৪৮: প্রস্তাবের একদিন পর গণপরিষদে তুমুল বিতর্ক, প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান তীব্র বিরোধিতা করেন।
-
মি. দত্তের প্রস্তাব বাংলাকে সরকারি ভাষা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত করার প্রথম প্রস্তাব ছিল।
-
১৯৫৬: পাকিস্তানের প্রথম সংবিধানে উর্দুর সঙ্গে বাংলাকেও সরকারি ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
উৎস:
-
প্রথম আলো
-
BBC

0
Updated: 2 days ago