A
নিষ্প্রভ
B
সৌম্য
C
উদ্যত
D
বক্র

0
Updated: 3 months ago
'সংশয়'-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
নির্ভয়
B
বিস্ময়
C
প্রত্যয়
D
দ্বিধা
• ‘সংশয়' শব্দের অর্থ: সন্দেহ, দ্বিধা, ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তাবোধ।
• ‘প্রত্যয়’ শব্দের অর্থ: প্রতীতি, বিশ্বাস , নিশ্চায়ত্মক ধারণা, নিঃসন্দিগ্ধতা।
• সুতরাং, 'সংশয়' এর বিপরীতার্থক শব্দ 'প্রত্যয়'।
অন্যদিকে,
- 'ভয়' শব্দের বিপরীতার্থক শব্দ - নির্ভয়।
- 'বিস্ময়' শব্দটির বিপরীতার্থক শব্দ স্বাভাবিক।
- 'দ্বিধা' এর বিপরীতার্থক শব্দ নির্দ্বিধা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 months ago
জঙ্গম-এর বিপরীতার্থক শব্দ কি?
Created: 2 weeks ago
A
অরণ্য
B
পর্বত
C
স্থাবর
D
সমুদ্র
‘জঙ্গম’ এর বিপরীতার্থক শব্দ - স্থাবর।
• জঙ্গম (বিশেষণ),
অর্থ: গতিশীল, চেলমান, সচল।
• স্থাবর (বিশেষণ),
অর্থ: নিশ্চল; স্থির; অসাড়; স্থানান্তরিত করার অযোগ্য।
গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দ:
• ‘হর্ষ’ শব্দের বিপরীত শব্দ - বিষাদ।
• ‘সচেষ্ট’ শব্দের বিপরীত শব্দ - নিচেষ্ট।
• ‘আকুঞ্চন’ শব্দের বিপরীত শব্দ - প্রসারণ।
• ‘আবির্ভাব’ শব্দের বিপরীত শব্দ - তিরোভাব।
• ‘অনন্ত’ শব্দের বিপরীত শব্দ - সান্ত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 weeks ago
অলীক' এর বিপরীত শব্দ কোনটি?
Created: 1 week ago
A
মিথ্যা
B
সত্য
C
সচল
D
হিংসা
অলীক এর বিপরীত শব্দ সত্য। মিথ্যা-সত্য, সচল-অচল, হিংসা-প্রশংসা।

0
Updated: 1 week ago