A
দীনেশরঞ্জন দাশ
B
বুদ্ধদেব বসু
C
কৃষ্ণচন্দ্র মজুমদার
D
বিহারীলাল চক্রবর্তী
No subjects available.
উত্তরের বিবরণ
সাহিত্য পত্রিকা ‘কবিতা’
-
সম্পাদক: বুদ্ধদেব বসু
-
অন্যান্য সম্পাদকের নাম: প্রেমেন্দ্র মিত্র, সমর সেন
-
প্রকাশকাল: ১৯৩৫ – ১৯৬১
-
বিষয়বস্তু: কবিতা এবং কবিতা সম্পর্কিত গদ্য
-
বিশেষত্ব: আধুনিক বাঙালি কবিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পত্রিকা; এই পত্রিকায় লিখেননি এমন উল্লেখযোগ্য কবি কমই আছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 2 days ago
প্রথম বাংলা ভাষার ব্যাকরণগ্রন্থ কে লেখেন?
Created: 2 weeks ago
A
রামমোহন রায়
B
নাথিনিয়েল ব্রাসি হ্যালহেড
C
উইলিয়াম কেরী
D
সুনীতিকুমার চট্টোপধ্যায়
বাংলা ভাষার ১ম ব্যাকরণ রচনা করেন ম্যানোএল দা আসসম্পাসাঁউ (১৭৪৩ সালে পর্তুগিজ ভাষায়) 2. A Grammar of the Bengal Language: নাথানিয়াল ব্রাসি হ্যালহেড বাংলা ভাষার প্রথম ব্যাকরণগ্রন্থ (১৭৭৮ সালে ইংরেজি ভাষায়) 3. গৌড়িয় ব্যাকরণঃ রাজা রামমোহন রায়। (১৮৩৩ সালে বাংলা ভাষায়)

0
Updated: 2 weeks ago
কোন বাক্যটি শুদ্ধ?
Created: 3 days ago
A
আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত
B
আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত
C
আবশ্যকীয় ব্যয়ে কার্পন্য অনুচিত
D
আবশ্যক ব্যয়ে কার্পন্য অনুচিত
আবশ্যক মানে হলো ― যা অত্যন্ত জরুরি, অপরিহার্য, প্রয়োজনীয়।
-
আবশ্যকীয় শব্দটি প্রমিত বাংলা অভিধান অনুযায়ী ব্যবহারযোগ্য নয়; এটি অপ্রচলিত ও অশুদ্ধ রূপ।
-
কার্পণ্য অর্থ কৃপণতা, অতি কঞ্জুসি।
-
কার্পন্য শব্দটিও অশুদ্ধ, এর সঠিক রূপ হলো কার্পণ্য।
তাই শুদ্ধ বাক্য হবে:
“আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।”

0
Updated: 3 days ago
‘যতই পরিশ্রম করবে ততই ফল পাবে”
Created: 9 hours ago
A
জটিল বাক্য
B
নির্দেশক বাক্য
C
সরল বাক্য
D
যৌগিক বাক্য
যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বা মিশ্রবাক্য বলেঃ 'যতই করিবে দান, তত যাবে বেড়ে'।

0
Updated: 9 hours ago