'আ' প্রত্যয়যোগে গঠিত তদ্ধিতান্ত শব্দ কোনটি?
A
বিবিয়ানা
B
পড়া
C
শোনা
D
চোরা
উত্তরের বিবরণ
‘আ’ প্রত্যয়যোগে গঠিত কিছু শব্দ
মূল শব্দ | প্রত্যয় | গঠিত শব্দ | শব্দের শ্রেণি |
---|---|---|---|
চোর | আ | চোরা | তদ্ধিতান্ত |
পড়্ | আ | পড়া | কৃদন্ত |
শুন্ | আ | শোনা | কৃদন্ত |
বিবি | আনা | বিবিয়ানা | তদ্ধিতান্ত |
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)

0
Updated: 1 month ago
'উজবুক' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
Created: 2 months ago
A
ফার্সি
B
তুর্কি
C
পর্তুগিজ
D
আরবি
✅ তুর্কি ভাষা থেকে আসা শব্দ
এই শব্দগুলো তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে:
-
কাঁচি, খোকা, বাবুর্চি, উজবুক,
-
কোর্মা, তুরুক, বন্দুক, তোশক,
-
বেগম, বাবা, বিবি
✅ আরবি ভাষা থেকে আগত শব্দ
আরবি ভাষা থেকে বাংলায় যেসব শব্দ এসেছে, তার মধ্যে কিছু হলো:
-
কুমকুম, আমানত, আমামা, আমিন,
-
আমির, আমিরাত, আম্বর, আয়াত,
-
আয়েশ, আরশ, আর্জি, আলামত,
-
আলিশান, আলেম, আশেক, আসর
✅ ফারসি ভাষা থেকে আগত শব্দ
নিচের শব্দগুলো ফারসি ভাষা থেকে এসেছে:
-
কুলফি, কুস্তি, কোফতা, গ্রেপ্তারি,
-
গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা,
-
আসমান, কাজি, খোয়াব, চেহারা,
-
কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ
✅ পর্তুগিজ ভাষা থেকে আসা শব্দ
পর্তুগিজ ভাষা থেকে যেসব শব্দ বাংলায় এসেছে:
-
আনারস, কামরা, গির্জা, গুদাম,
-
চাবি, জানালা, তোয়ালে, পাউরুটি,
-
পাদরি, পেয়ারা, বালতি, বোতল, বোতাম

0
Updated: 2 months ago
কোনটি সম্মুখ স্বরধ্বনি?
Created: 1 month ago
A
[অ]
B
[উ]
C
[এ]
D
[আ]
সম্মুখ স্বরধ্বনি হলো সেই স্বরধ্বনি, যার উচ্চারণের সময় জিভ সামনের দিকে উঁচু বা নিচু অবস্থায় থাকে। উদাহরণ: [ই], [এ], [অ্যা]।
মধ্য স্বরধ্বনি হলো [আ], যা উচ্চারণে জিভ মধ্যবর্তী অবস্থানে থাকে।
পশ্চাৎ স্বরধ্বনি হলো সেই স্বরধ্বনি, যার উচ্চারণের সময় জিভ পিছনের দিকে উঁচু বা নিচু অবস্থায় থাকে। উদাহরণ: [অ], [ও], [উ]।

0
Updated: 1 month ago
'বোতল' কোন ভাষা থেকে আগত শব্দ?
Created: 3 weeks ago
A
পর্তুগিজ
B
তুর্কি
C
ফারসি
D
ইংরেজি
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• বোতল পর্তুগিজ ভাষার শব্দ।
কিছু পর্তুগিজ শব্দ:
ইংরেজ, পাউরুটি, আনারস , আচার, আলকাতরা, আলপিন, চাবি, আলমারি, বেহালা , বালতি, পেয়ারা , ইস্পাত, নিলাম, গরাদ, গামলা, পেরেক, মিস্ত্রি, যিশু, কেদারা, কামরা।
উৎস:

0
Updated: 3 weeks ago