A
সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর
B
বেইজিং, চীন
C
টোকিও, জাপান
D
ম্যানিলা, ফিলিপাইন
উত্তরের বিবরণ
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB – Asian Development Bank):-
-
প্রতিষ্ঠা: ২২ আগস্ট, ১৯৬৬।
-
আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: ১৯ ডিসেম্বর, ১৯৬৬।
-
প্রতিষ্ঠাতা সদস্য: ৩১টি দেশ।
-
বর্তমান সদস্য: ৬৯টি দেশ
-
এর মধ্যে ৫০টি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে,
-
১৯টি অন্যান্য অঞ্চলের দেশ।
-
-
সর্বশেষ সদস্য দেশ: ইসরায়েল।
-
সদরদপ্তর: ম্যানিলা, ফিলিপাইন।
-
বর্তমান প্রেসিডেন্ট: মাসাতো কান্দা (Masato Kanda)।
-
বাংলাদেশ ১৯৭৩ সালে ADB-এর সদস্যপদ লাভ করে।
উৎস: ADB ওয়েবসাইট।

0
Updated: 2 days ago