সাহিত্য পত্রিকা 'কবিতা' এর সম্পাদক ছিলেন-
A
দীনেশরঞ্জন দাশ
B
বুদ্ধদেব বসু
C
কৃষ্ণচন্দ্র মজুমদার
D
বিহারীলাল চক্রবর্তী
উত্তরের বিবরণ
সাহিত্য পত্রিকা ‘কবিতা’
-
সম্পাদক: বুদ্ধদেব বসু
-
অন্যান্য সম্পাদকের নাম: প্রেমেন্দ্র মিত্র, সমর সেন
-
প্রকাশকাল: ১৯৩৫ – ১৯৬১
-
বিষয়বস্তু: কবিতা এবং কবিতা সম্পর্কিত গদ্য
-
বিশেষত্ব: আধুনিক বাঙালি কবিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পত্রিকা; এই পত্রিকায় লিখেননি এমন উল্লেখযোগ্য কবি কমই আছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে?
Created: 2 weeks ago
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
প্রমথ চৌধুরী
C
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D
প্যারীচাঁদ মিত্র
বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতি বা সাধারণ কথ্যভাষার মতো স্বাভাবিক গদ্য লেখার ধারার প্রবর্তক হিসেবে পরিচিত প্রমথ চৌধুরী।
চলিত গদ্যরীতি হল এমন এক ধরনের গদ্যরীতি যা কথ্য ভাষার স্বাভাবিকতা বজায় রাখে, জটিল শব্দ ও অলঙ্কার কম ব্যবহার করে সহজ, স্বাভাবিক এবং সাবলীল।
-
এর আগে বাংলা সাহিত্যে প্রায়শই গদ্য ছিল গুরুগম্ভীর, শ্লেষময় এবং আঞ্চলিকভাবে কঠিন।
-
প্রমথ চৌধুরী তার লেখায় সাধারণ মানুষের ভাষার সরলতা ও সহজাত সৌন্দর্যকে গদ্যে প্রয়োগ করেন, যা পাঠককে প্রাঞ্জল ও প্রাঞ্জলভাবে ভাব প্রকাশ করতে সাহায্য করে।
-
অন্যরা যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন প্রথাগত ও ভদ্র গদ্যের লেখক, কিন্তু তারা চলিত গদ্যরীতির প্রবর্তক নন।
সুতরাং সঠিক উত্তর: খ) প্রমথ চৌধুরী।

0
Updated: 2 weeks ago
নিচের কোনটি ফারসি শব্দ?
Created: 2 weeks ago
A
ময়দা
B
কোর্মা
C
তারিখ
D
শরবতি
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ময়দা ফারসি শব্দ।
অন্যদিকে,
- কোর্মা তুর্কি ভাষা থেকে আগত শব্দ।
- তারিখ ও শরবতি আরবি ভাষা থেকে আগত শব্দ।

0
Updated: 2 weeks ago
ধ্বনি উৎপন্ন হয় মূলত—
Created: 2 weeks ago
A
B
C
D
মানুষের মুখে ধ্বনি উৎপাদনের জন্য যেসব অঙ্গ একসঙ্গে কাজ করে, সেগুলোকে বলা হয় বাগ্যন্ত্র। এই অঙ্গগুলোর সাহায্যে ফুসফুস থেকে নির্গত বায়ু বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে ধ্বনিতে পরিণত হয়।
বাগ্যন্ত্র:
-
ধ্বনি উচ্চারণে ব্যবহৃত প্রত্যঙ্গসমূহকে একত্রে বাগ্যন্ত্র বলা হয়।
-
এগুলোর মাধ্যমে ফুসফুস থেকে নির্গত বায়ু ঠোঁট পর্যন্ত পৌঁছে বিভিন্ন ধ্বনি তৈরি করে।
-
ফুসফুস থেকে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে যুক্ত প্রতিটি অঙ্গই বাগ্যন্ত্রের অংশ।
ফুসফুস:
-
ধ্বনি সৃষ্টির মূল উৎস হলো ফুসফুস, কারণ এখান থেকেই বায়ুপ্রবাহ উৎপন্ন হয়।
-
এটি শ্বাস-প্রশ্বাসের কাজ করে, অর্থাৎ বায়ু গ্রহণ ও ত্যাগের মাধ্যমে ধ্বনির জন্য প্রয়োজনীয় চাপ তৈরি করে।
-
মূলত শ্বাস ত্যাগের সময় ধ্বনি উৎপন্ন হয়, যা পরবর্তীতে বাগ্যন্ত্রের সাহায্যে রূপ পায়।

0
Updated: 2 weeks ago