বাংলা ভাষা হলো বাঙালি জনগোষ্ঠী যে ভাষা ব্যবহার করে তাদের মনের ভাব প্রকাশের জন্য। এটি ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের সদস্য এবং এই পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে।
বাংলা ভাষার বিবর্তনের গুরুত্বপূর্ণ স্তরসমূহ:
-
ইন্দো-ইউরোপীয় → ইন্দো-ইরানীয় → ভারতীয় আর্য → প্রাকৃত → বাংলা
-
প্রায় এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে
-
বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হলো 'চর্যাপদ'