'প্রসন্ন' এর বিপরীত শব্দ কোনটি?
A
নিন্দিত
B
বিষণ্ণ
C
বিগ্রহ
D
হর্ষ
উত্তরের বিবরণ
বিপরীত শব্দের উদাহরণ
১. প্রসন্ন
-
অর্থ: খুশি, আনন্দিত
-
বিপরীত শব্দ: বিষণ্ণ
২. নন্দিত
-
অর্থ: প্রশংসিত, আনন্দিত
-
বিপরীত শব্দ: নিন্দিত
৩. হর্ষ / হরিষ
-
অর্থ: আনন্দ, উল্লাস
-
বিপরীত শব্দ: বিষাদ
৪. সন্ধি
-
অর্থ: মিলন, চুক্তি
-
বিপরীত শব্দ: বিগ্রহ / বিবাদ
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 month ago
কোন শব্দে সমাস-ঘটিত অশুদ্ধি ঘটেছে?
Created: 1 week ago
A
কৃপণতা
B
সুবুদ্ধিমান
C
স্বতন্ত্রতা
D
অধৈর্যতা
সমাস-ঘটিত অশুদ্ধি হলো সুবুদ্ধিমান, যার শুদ্ধ রূপ হলো সুবুদ্ধি। এই ক্ষেত্রে ‘মান’ যুক্ত করা অনর্থক ও অপ্রয়োজনীয়।
অন্যদিকে—
-
‘তা’ প্রত্যয় ঘটিত অপপ্রয়োগ হয়েছে অধৈর্যতা শব্দে। এর শুদ্ধ রূপ হলো অধৈর্য বা ধীরতা।
-
স্বতন্ত্রতা এবং কৃপণতা শব্দগুলোর প্রয়োগ শুদ্ধ।

0
Updated: 1 week ago
কোনটি অনুনাসিক ষ্বরধ্বনি?
Created: 2 weeks ago
A
[অ্যা]
B
[উ]
C
[অ্যাঁ]
D
[আ]
বাংলা স্বরধ্বনিতে অনুনাসিক স্বরধ্বনি ও মৌলিক স্বরধ্বনির পার্থক্য নিচে দেওয়া হলো।
-
অনুনাসিক স্বরধ্বনি:
-
উচ্চারণের সময় কোমল তালু খানিকটা নিচে নেমে গেলে কিছু বায়ু নাক দিয়ে বের হয়।
-
অনুনাসিকতা বোঝাতে স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু (ঁ) ব্যবহৃত হয়।
-
উদাহরণ: [ইঁ], [এঁ], [অ্যাঁ], [আঁ], [অঁ], [ওঁ], [উঁ]।
-
-
মৌলিক স্বরধ্বনি:
-
উচ্চারণের সময় বায়ু শুধুমাত্র মুখ দিয়ে বের হয় এবং কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে।
-
উদাহরণ: [ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]।
-

0
Updated: 2 weeks ago
‘নৈসর্গিক’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
নকল
B
ঐহিক
C
কৃত্রিম
D
তামাসিক
নৈসর্গিক → "প্রকৃতিগত, স্বাভাবিক, প্রাকৃতিক"।
-
বিপরীত শব্দ হবে "অপ্রকৃতিগত, অস্বাভাবিক, কৃত্রিম"।
বিকল্পগুলো:
ক) নকল → প্রতিলিপি, জালিয়াতি; পুরোপুরি বিপরীত নয়।
খ) ঐহিক → পার্থিব বা জাগতিক; নৈসর্গিকের বিপরীতে সরাসরি দাঁড়ায় না।
গ) কৃত্রিম ✅ → অপ্রাকৃতিক, মানুষের তৈরি; এটি সরাসরি বিপরীত শব্দ।
ঘ) তামাসিক → আলস্য, অন্ধকার বা গুণবাচক ধারণা; বিপরীত নয়।
সঠিক উত্তর: গ) কৃত্রিম

0
Updated: 3 weeks ago