স্মাইল ট্রেন (Smile Train) কোন বিষয়ে কাজ করে?
A
মানবাধিকার
B
পরিবেশ সংরক্ষণ
C
শিশুদের শিক্ষা
D
তালুকাটা ও ঠোঁটকাটা শিশুদের চিকিৎসা
উত্তরের বিবরণ
স্মাইল ট্রেন (Smile Train):-
-
একটি যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী অলাভজনক দাতব্য সংস্থা।
-
লক্ষ্য: জন্মগত ঠোঁটকাটা (cleft lip) এবং তালুকাটা (cleft palate) শিশুদের বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং তাদের মুখে সুন্দর হাসি ফিরিয়ে আনা।
-
প্রতিষ্ঠা: ১৯৯৯ সালে।
-
প্রতিষ্ঠাতা: চার্লস ওয়াং এবং ব্রায়ান মুলান।
-
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
কর্মক্ষেত্র: ৯৫টিরও বেশি উন্নয়নশীল দেশ।
-
অধিভুক্ত হাসপাতাল: ১,০০০+।
-
১৯৯৯ সাল থেকে Smile Train-এর সমর্থনে ২০ লক্ষেরও বেশি ক্লেফট সার্জারি সম্পন্ন হয়েছে।
উৎস: Smile Train ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
নিম্নোক্ত কোন শহরে ICSID এর সদর দপ্তর অবস্থিত?
Created: 3 weeks ago
A
নিউ ইয়র্ক
B
রোম
C
লিও
D
ওয়াশিংটন ডিসি
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও কৃষির টেকসই উন্নয়নে কাজ করে। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি কৃষি, খাদ্য উৎপাদন এবং পুষ্টি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
-
প্রতিষ্ঠা সাল: ১৯৪৫
-
সদরদপ্তর: ইতালির রাজধানী রোম
-
বর্তমান মহাপরিচালক: চীনের কু ডংগিউ
-
সদস্য সংখ্যা: বর্তমানে ১৯৪টি দেশ
-
বিশেষ সদস্য: সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন
-
বিশ্ব খাদ্য দিবস: সংস্থার প্রতিষ্ঠা দিবস ১৬ অক্টোবর প্রতি বছর বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালিত হয়
-
বাংলাদেশের সদস্যপদ: বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে

0
Updated: 3 weeks ago
কোন রাজনৈতিক ব্যক্তিত্ব 'আয়রন লেডি' নামে পরিচিত ছিলেন?
Created: 1 month ago
A
মার্গারেট থ্যাচার
B
বেনজির ভুট্টো
C
রানি দ্বিতীয় এলিজাবেথ
D
ইন্দিরা গান্ধী
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
লোহা বা আয়রন (Fe)
মার্গারেট থ্যাচার (Margaret Thatcher)
-
পদ: ব্রিটেনের প্রধানমন্ত্রী (প্রথম নারী)
-
নির্বাচিত: মে, ১৯৭৯
-
দায়িত্বকাল: ১৯৭৯–১৯৯০
-
উপাধি: ‘আয়রন লেডি’ (Iron Lady)
উল্লেখযোগ্য তথ্য
-
পশ্চিম ইউরোপের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।
-
তিনি একমাত্র ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি ১৯০০-এর দশকে টানা তিনটি নির্বাচনে জয়ী হন।
-
দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর, কনজার্ভেটিভ পার্টির অভ্যন্তরীণ চাপের কারণে পদত্যাগ করেন।
-
অবসর জীবনে থ্যাচার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যার উদ্দেশ্য ছিল গণতন্ত্রের প্রচার ও প্রসার।
-
মৃত্যু: ৮ এপ্রিল, ২০১৩, বয়স ৮৭
উৎস: Britannica

0
Updated: 1 month ago
সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা কোনটি?
Created: 1 month ago
A
ICAO
B
WMO
C
IOM
D
IMO
IMO বা International Maritime Organization হলো সমুদ্র চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক একটি সংস্থা, যা সমুদ্র নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও আন্তর্জাতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহীত হয়, যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়
-
শুরুতে নাম ছিল Inter-governmental Maritime Consultative Organisation (IMCO), পরে নামকরণ করা হয় International Maritime Organization (IMO)
-
১৯৫৯ সালের ১৩ জানুয়ারি IMO জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে মর্যাদা লাভ করে
-
সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৭৬টি (জুন, ২০২৫)
-
বাংলাদেশ ১৯৭৬ সালে IMO-এর সদস্যপদ লাভ করে
অন্য আন্তর্জাতিক সংস্থাসমূহ:
-
IOM: আন্তর্জাতিক অভিবাসী সংস্থা
-
WMO: বিশ্ব আবহাওয়া সংস্থা
-
ICAO: আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা
তথ্যসূত্র:

0
Updated: 1 month ago