জাতিসংঘের কোন সংস্থার উদ্যোগে CIRDAP গঠিত হয়েছে?
A
ESCAP
B
FAO
C
UNCHR
D
UNEP
উত্তরের বিবরণ
CIRDAP
- পূর্ণরূপ: Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- সদস্য সংখ্যা: ১৫টি।[ এপ্রিল, ২০২৫]
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।
উৎস: CIRDAP ওয়েবসাইট।
0
Updated: 5 months ago
’Transparency International’ কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা?
Created: 1 month ago
A
জাপান
B
কানাডা
C
যুক্তরাষ্ট্র
D
জার্মানি
Transparency International হল জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা, যা বিশ্বব্যাপী দুর্নীতি মোকাবেলায় কাজ করে।
-
সংস্থার পূর্ণরূপ Transparency International (TI)।
-
প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে।
-
সংস্থার প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
-
সদর দপ্তর: বার্লিন, জার্মানি।
-
১৯৯৫ সাল থেকে প্রতি বছর সংস্থা বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (Corruption Perceptions Index - CPI) প্রকাশ করে আসছে।
0
Updated: 1 month ago
কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?
Created: 5 months ago
A
কুয়েত
B
নাইজেরিয়া
C
সৌদি আরব
D
ভেনিজুয়েলা
OPEC এর পূর্ণরূপ হলো Organization of the Petroleum Exporting Countries — এটি একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা, যা পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সমন্বয়ে গঠিত।
মূল উদ্দেশ্য:
OPEC-এর প্রধান লক্ষ্য হচ্ছে সদস্য দেশগুলোর পেট্রোলিয়াম সংক্রান্ত নীতিমালা নির্ধারণ ও সমন্বয় সাধন এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রণ করা।
গঠনের ইতিহাস:
-
প্রস্তাবক দেশ: ভেনিজুয়েলা
-
প্রতিষ্ঠাকাল: ১৯৬০ সাল
-
প্রতিষ্ঠানস্থল: বাগদাদ, ইরাক
-
প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা: ৫টি দেশ
-
ইরাক
-
ইরান
-
কুয়েত
-
সৌদি আরব
-
ভেনিজুয়েলা
-
সদরদপ্তর:
-
বর্তমান সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
-
১৯৬৫ সালের পূর্বে: জেনেভা, সুইজারল্যান্ড
বর্তমান সদস্য দেশসমূহ (১২টি):
-
আলজেরিয়া
-
কঙ্গো
-
নিরক্ষীয় গিনি
-
গ্যাবন
-
ইরান
-
ইরাক
-
কুয়েত
-
লিবিয়া
-
নাইজেরিয়া
-
সৌদি আরব
-
সংযুক্ত আরব আমিরাত
-
ভেনিজুয়েলা
গুরুত্বপূর্ণ তথ্য:
-
আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ অ্যাঙ্গোলা, উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মতবিরোধের কারণে ১ জানুয়ারি ২০২৪-এ OPEC থেকে বেরিয়ে গেছে।
উৎস: OPEC ওয়েবসাইট
0
Updated: 5 months ago
Save the children-এর প্রতিষ্ঠাতা কে?
Created: 2 months ago
A
এগল্যান্টাইন জেব
B
ডেভিড পেটন
C
ব্রায়ান মুলানি
D
চার্লস উয়াং
সেভ দ্য চিলড্রেন (Save the Children):-
-
এটি একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা (NGO)।
-
যুক্তরাজ্যভিত্তিক শিশুবিষয়ক প্রতিষ্ঠান।
-
বিশ্বের শীর্ষ শিশুবিষয়ক স্বাধীন সংস্থাগুলোর মধ্যে অন্যতম।
-
প্রতিষ্ঠা: ১৯১৯ সালে।
-
প্রতিষ্ঠাতা: ব্রিটিশ সমাজকর্মী এগল্যান্টাইন জেব (Eglantyne Jebb)।
-
সদরদপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
-
প্রাথমিক উদ্দেশ্য: যুদ্ধবিধ্বস্ত ইউরোপে ক্ষুধার্ত শিশুদের সহায়তা প্রদান।
-
বর্তমান অবস্থা: বিশ্বের বৃহত্তম স্বাধীন শিশু অধিকার সংস্থা হিসেবে ১১০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে।
🔹 মূল উদ্দেশ্য ও কার্যক্রম:
-
শিশুদের একটি সুস্থ, নিরাপদ, পারিবারিক ও সামাজিক পরিবেশে বেড়ে ওঠার নিশ্চয়তা প্রদান।
-
দুর্যোগ ও সংকট থেকে শিশুদের সুরক্ষা।
-
শিশুদের সার্বিক উন্নয়নে বিনিয়োগ ও অধিকার নিশ্চিতকরণ।
উৎস: Save the Children ওয়েবসাইট।
0
Updated: 2 months ago