Lions Club International-এর প্রতিষ্ঠাতা কে?
A
পিটার ইজেন
B
রবার্ট ব্যাডেন পাওয়েল
C
হেনরি ডুনান্ট
D
মেলভিন জোন্স
উত্তরের বিবরণ
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল (Lions Club International):-
-
একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন।
-
প্রতিষ্ঠা: ১৯১৭ সালে।
-
প্রতিষ্ঠাতা: মেলভিন জোন্স (Melvin Jones)।
-
সদরদপ্তর: ইলিয়ন্স, যুক্তরাষ্ট্র।
-
বর্তমান সদস্য সংখ্যা: প্রায় ১.৪ মিলিয়ন, যারা বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে।
-
মূলমন্ত্র: “We Serve” (আমরা সেবা করি)।
🔹 মূল লক্ষ্য ও কার্যক্রম:
-
সমাজসেবা
-
চক্ষু সেবা ও অন্ধত্ব প্রতিরোধ
-
যুব উন্নয়ন
-
দুর্যোগ ত্রাণ কার্যক্রম
উৎস: Lions Club International ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
Rotary International কত সালে প্রতিষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
১৯০১ সালে
B
১৯০৫ সালে
C
১৯১০ সালে
D
১৯১২ সালে
Rotary International
-
সংজ্ঞা: ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা সেবামূলক আন্তর্জাতিক সংস্থা।
-
প্রতিষ্ঠিত: ২৩ ফেব্রুয়ারি, ১৯০৫
-
প্রতিষ্ঠাতা: শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি. হ্যারিস (Paul Harris)
-
নীতিবাক্য: "Service Above Self" (নিজের উপরে সেবা)
-
সদরদপ্তর: ইভানস্টন, ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র
-
বর্তমান সভাপতি: Stephanie Urchick
-
সদস্য সংখ্যা: ১.৪ মিলিয়ন (রোটারিয়ান)
উল্লেখযোগ্য কার্যক্রম:
-
শান্তি প্রচার
-
রোগের বিরুদ্ধে লড়াই
-
পরিষ্কার পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রদান
-
মা ও শিশুদের রক্ষা
-
শিক্ষা সহায়তা
-
স্থানীয় অর্থনীতির বিকাশ
-
পরিবেশ রক্ষা
বাংলাদেশে রোটারি: প্রথম ক্লাব — ঢাকা রোটারি ক্লাব
অন্যান্য তথ্য:
-
রোটারি মূলত মানবকল্যাণমুখী সমাজ উন্নয়নমূলক সংস্থা
-
হ্যারিস নামটি প্রস্তাব করেন
-
রোটারি আন্তর্জাতিকভাবে রোটারিয়ানদের মধ্যে আন্তর্জাতিক চৈতনা প্রচার করে
-
ক্লাবগুলি সমাজকল্যাণ ও উন্নয়নমূলক কার্যক্রম যৌথ বা এককভাবে পরিচালনা করে
উৎস: Rotary International ওয়েবসাইট

0
Updated: 1 month ago
'Greenpeace' কোন দেশভিত্তিক বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন?
Created: 3 weeks ago
A
সুইজারল্যান্ড
B
জার্মানি
C
ফ্রান্স
D
নেদারল্যান্ড
গ্রিনপিস (Greenpeace)
-
প্রতিষ্ঠা: ১৯৭১ সালে, আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদে
-
প্রতিষ্ঠাতা: বব হান্টার প্রথম গ্রিনপিস সমুদ্রযাত্রায় অংশগ্রহণ করেন
-
প্রধান কার্যক্রম: ৫৫টি দেশে পরিবেশবাদী কার্যক্রম পরিচালনা
-
সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস্
-
মূল বিষয়সমূহ:
-
জলবায়ু ও শক্তি
-
জীববৈচিত্র্য
-
সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা
-

0
Updated: 3 weeks ago
The Common Market for Eastern and Southern Africa(COMESA)- কত সালে প্রতিষ্ঠিত হয়?
Created: 3 weeks ago
A
১৯৮১ সালে
B
১৯৯২ সালে
C
১৯৯৪ সালে
D
১৯৯৯ সালে
COMESA (Common Market for Eastern and Southern Africa) গঠিত হয় ১৯৯৪ সালের ডিসেম্বরে, পূর্ববর্তী প্রেফারেন্সিয়াল ট্রেড এরিয়া (PTA) প্রতিস্থাপনের উদ্দেশ্যে। এটি প্রতিষ্ঠিত হয় ‘মুক্ত স্বাধীন সার্বভৌম রাষ্ট্রগুলির একটি সংগঠন’ হিসেবে। সদস্য রাষ্ট্রগুলো সম্মত হয় তাদের প্রাকৃতিক ও মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে সকল জনগণের মঙ্গল নিশ্চিত করতে।
-
COMESA-এর বিস্তৃত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে শান্তি ও নিরাপত্তা প্রচার করা।
-
মূল লক্ষ্য: একটি বৃহৎ অর্থনৈতিক ও বাণিজ্য ইউনিট গঠন করা এবং পৃথক রাষ্ট্রগুলোর মুখোমুখি হওয়া কিছু বাধা অতিক্রম করা।
-
বর্তমান কৌশল সংক্ষেপ: ‘আঞ্চলিক একীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি’
-
সদস্য রাষ্ট্র সংখ্যা: ২১টি
-
মোট জনসংখ্যা: ৬৪ কোটিরও বেশি
-
মোট দেশজ উৎপাদন (GDP): প্রায় ১.০ ট্রিলিয়ন মার্কিন ডলার
-
বিশ্বব্যাপী পণ্য রপ্তানি/আমদানি বাণিজ্যের মূল্য: প্রায় ৩৮৩ বিলিয়ন মার্কিন ডলার
-
COMESA অভ্যন্তরীণ এবং বহিরাগত বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার তৈরি করে
-
ভৌগোলিক বিস্তৃতি: আফ্রিকা মহাদেশের প্রায় দুই-তৃতীয়াংশ
-
মোট আয়তন: প্রায় ১ কোটি ২০ লক্ষ বর্গ কিমি

0
Updated: 3 weeks ago