A
মস্যা + ধার
B
মসি + আধার
C
মসী + ধার
D
মসী + আধার
উত্তরের বিবরণ
'মস্যাধার' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ
-
মসী + আধার = মস্যাধার
🔹 সন্ধির নিয়ম
-
ই-কার (◌ি) বা ঈ-কার (◌ী)-এর পর ই বা ঈ ছাড়া অন্য কোনো স্বর এলে, ই/ঈ স্থলে য/য-ফলা বসে।
-
এই য-ফলা পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
📌 সূত্র: [ ঈ + আ = য্ + আ ]
উদাহরণ:
-
মসী + আধার = মস্যাধার
তথ্যসূত্র:
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 days ago
সমাসবদ্ধ পদ কোনটি?
Created: 1 month ago
A
আকাশ
B
ছাড়পত্র
C
মৃত্তিকা
D
সাগর
এই শব্দটি একটি সমাসবদ্ধ পদ এবং এটি তৎপুরুষ সমাস দ্বারা গঠিত। অন্য শব্দগুলো—আকাশ, মৃত্তিকা, সাগর—সমাসবদ্ধ পদ নয়, এগুলি সাধারণভাবে একক শব্দ হিসেবে ব্যবহৃত হয়।

0
Updated: 1 month ago
সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার?
Created: 3 weeks ago
A
৬
B
২
C
৪
D
৫
অলঙ্কার হলো কবিতাকে সুন্দর ও অনুভূতিপ্রবণ করার জন্য কবি যে বিভিন্ন কৌশল ব্যবহার করেন, সেটাই অলঙ্কার নামে পরিচিত। সাহিত্য ক্ষেত্রে অলঙ্কার মূলত দুই রকমের হয়ে থাকে:
১. শব্দালঙ্কার এবং
২. অর্থালঙ্কার।
সূত্র: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 3 weeks ago
বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?
Created: 4 weeks ago
A
দ্রাবিড়
B
ইউরালীয়
C
ইন্দো-ইউরোপীয়
D
সেমেটিক
পৃথিবীতে বেশকিছু মূল ভাষাবংশ রয়েছে। তার মধ্যে মূল ভাষাবংশ হচ্ছে ইন্দো - ইউরোপীয়, আর বাংলা ভাষার জন্ম এই ইন্দো - ইউরোপীয় মূল ভাষাবংশ থেকে।

0
Updated: 4 weeks ago