ব্যাডেন পাওয়েল কত সালে স্কাউটিং আন্দোলনের শুরু করেন?
A
১৯০৫ সালে
B
১৯০৭ সালে
C
১৯১১ সালে
D
১৯২২ সালে
উত্তরের বিবরণ
স্কাউট আন্দোলন (Scouting Movement / WOSM – World Organization of the Scout Movement):-
-
একটি বিশ্বব্যাপী যুব সংস্থা।
-
প্রতিষ্ঠা: ১৯০৭ সালে।
-
প্রতিষ্ঠাতা: রবার্ট স্টিফেন্সন স্মিথ লর্ড ব্যাডেন-পাওয়েল।
-
প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
-
বর্তমান সদস্য: ১৭৪টি দেশ।
-
লক্ষ্য: ছেলে-মেয়ে উভয়কেই সুনাগরিক হিসেবে গড়ে তোলা।
🔹 উৎপত্তি ও বিস্তার:
-
১৯০৭ সালে ব্যাডেন-পাওয়েল ২০ জন বালককে নিয়ে ব্রাউন সি দ্বীপে প্রথম পরীক্ষামূলক ক্যাম্প আয়োজনের মাধ্যমে স্কাউট আন্দোলনের সূচনা করেন।
-
১৯১৬ সালে ১১ বছরের নিচের শিশুদের জন্য কাব স্কাউট চালু করা হয়।
-
১৯১৮ সালে ১৮ বছরের ঊর্ধ্ব যুবকদের জন্য রোভার স্কাউটিং শুরু হয়।
-
১৯২০ সালে ইংল্যান্ডের অলিম্পিয়াতে প্রথম বিশ্ব স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হয়।
-
১৯২২ সালে প্রতিষ্ঠিত হয় প্রথম বিশ্ব স্কাউট কমিটি।
উৎস: World Organization of the Scout Movement (WOSM) ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
বাংলাদেশ জেলের পরিবর্তিত নাম কী নির্ধারণ করা হয়েছে?
Created: 1 month ago
A
প্রিজন সার্ভিস বাংলাদেশ
B
রিহ্যাব সার্ভিস বাংলাদেশ
C
কারেকশন সার্ভিস বাংলাদেশ
D
কারেকশনাল জাস্টিস বাংলাদেশ
বাংলাদেশ সরকার বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ নিয়েছে।
-
উদ্দেশ্য: কারাগারকে সংশোধনমূলক প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত করা
-
আইনি প্রস্তুতি: আইনকানুন যুগোপযোগী করার জন্য ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’ এর খসড়া চূড়ান্ত করা হয়েছে
-
সেবার মান উন্নয়ন: বন্দিদের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে
অতিরিক্তভাবে বলা যায়, এই পদক্ষেপ কারাগারের পরিবেশ উন্নয়ন, বন্দিদের পুনর্বাসন ও মানবিক সেবার মান উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0
Updated: 1 month ago
ফোর্বসের এশিয়ার শীর্ষ ১০০ স্টার্টআপ তালিকায় বাংলাদেশের কয়টি কোম্পানি স্থান পেয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
২টি
B
৩টি
C
৪টি
D
৫টি
ফোর্বস ম্যাগাজিনের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ ১০০ স্টার্টআপ কোম্পানি তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের দুটি কোম্পানি।
-
পাঠাও: রাইড শেয়ারিং কোম্পানি; কনজ্যুমার টেকনোলজি বা ভোক্তাপ্রযুক্তি শ্রেণিতে তালিকাভুক্ত
-
প্রতিষ্ঠা: ২০১৫
-
সিইও: ফাহিম আহমেদ
-
সেবা: রাইড শেয়ারিং, খাদ্য সরবরাহ, ই-কমার্স, লজিস্টিকস ও ফিনটেক
-
-
সম্ভব: চাকরি খোঁজার ক্ষেত্রে সহায়ক; ভোক্তাপ্রযুক্তি খাতে তালিকাভুক্ত
-
সেবা: দক্ষতা ও লক্ষ্য অনুযায়ী উপযুক্ত চাকরি খুঁজে দেওয়া
-
ফিচার: চাকরিপ্রার্থীরা ডিজিটাল প্রোফাইল তৈরি, আবেদন এবং অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারেন
-
অতিরিক্তভাবে বলা যায়, এই দুটি স্টার্টআপ বাংলাদেশের উদ্ভাবনী এবং প্রযুক্তি-ভিত্তিক উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন।

0
Updated: 1 month ago
বৈশ্বিক ‘ওয়ান হানড্রেড পোর্টস ২০২৫’ তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান কত? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
৫৮তম
B
৬৮তম
C
৭৮তম
D
৮৮তম
২০২৪ সালে বিশ্বের বিভিন্ন বন্দরের কনটেইনার পরিবহনের ভিত্তিতে লন্ডনভিত্তিক শিপিং-সংবাদমাধ্যম লয়েডস লিস্ট ‘ওয়ান হানড্রেড পোর্টস ২০২৫’ তালিকা প্রকাশ করেছে।
-
চট্টগ্রাম বন্দরের অবস্থান: নতুনভাবে ৬৮তম; ২০২৪ সালে ৩২ লাখ ৭৫ হাজার একক কনটেইনার পরিবহন করেছে
-
গত বছরের অবস্থান: ৬৭তম
-
শীর্ষ তালিকায় মোট কনটেইনার: ১০০টি বন্দরে ৭৪ কোটি ৩৬ লাখ একক কনটেইনার ওঠানো-নামানো হয়েছে
-
শীর্ষে বন্দর: চীনের সাংহাই বন্দর, ৫ কোটি ১৫ লাখ একক কনটেইনার পরিবহন
-
দ্বিতীয় স্থানে: সিঙ্গাপুর বন্দর, ৪ কোটি ১১ লাখ একক কনটেইনার
-
শেষে (১০০তম স্থানে): চিলির সান অন্তোনিও বন্দর, ১৮ লাখ একক কনটেইনার
অতিরিক্তভাবে বলা যায়, এই তালিকা বিশ্বের প্রধান বন্দরগুলোর কার্যক্ষমতা এবং কনটেইনার ট্রাফিকের তুলনামূলক বিশ্লেষণ প্রদর্শন করে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশক।

0
Updated: 1 month ago