A
ব্যঞ্জন বিকৃতি
B
ধ্বনি বিপর্যয়
C
অন্তর্হতি
D
অভিশ্রুতি
উত্তরের বিবরণ
ধ্বনি বিপর্যয়
সংজ্ঞা:
কোনো শব্দের ভেতরে দুটি ব্যঞ্জনের স্থান-বদল ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলা হয়। অর্থাৎ শব্দে ধ্বনির ক্রমে পরিবর্তন হয়ে যায়।
উদাহরণসমূহ
-
পিশাচ → পিচাশ
-
লাফ → ফাল
-
বাক্স → বাস্ক
-
রিক্সা → রিস্কা
অর্থাৎ, ধ্বনি বিপর্যয়ে শব্দের ধ্বনি বিন্যাসে বর্ণগুলোর স্থান অদল-বদল হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 2 days ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 3 days ago
A
শান্তনা
B
সান্ত্বনা
C
সান্তনা
D
সান্তণা
বাংলা শব্দ সান্ত্বনা এসেছে সংস্কৃত শব্দ सान्त्वन (সান্ত্বন) থেকে। এর অর্থ হলো—মনের দুঃখ মোচন করার জন্য বলা বা করা সান্ত্বনামূলক কথা বা কাজ।
-
শান্তনা (ক) ❌ → ভুল, কারণ "শান্ত" থেকে এভাবে কোনো গ্রহণযোগ্য শব্দ গঠিত হয়নি।
-
সান্তনা (গ) ❌ → ভুল, কারণ এখানে "ত্ব" ধ্বনিটি বাদ পড়েছে।
-
সান্তণা (ঘ) ❌ → ভুল, এটি অপ্রচলিত ও অশুদ্ধ রূপ।
তাই শুদ্ধ বানান হলো “সান্ত্বনা”।

0
Updated: 3 days ago
'তিলত্তোমা' কোন উপন্যাসের প্রধান নারী চরিত্র?
Created: 2 days ago
A
কৃষ্ণকান্তের উইল
B
দুর্গেশনন্দিনী
C
কপালকুণ্ডলা
D
মৃণালিনী
দুর্গেশনন্দিনী
-
লেখক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
প্রকাশ: ১৮৬৫ খ্রিষ্টাব্দ
-
বাংলা সাহিত্যের গুরুত্ব: প্রথম সার্থক বাংলা উপন্যাস
-
কেন্দ্রীয় নারী চরিত্র: তিলোত্তমা
-
অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র: বীরেন্দ্র সিংহ, ওসমান, জগৎসিংহ, আয়েশা, বিমলা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়র অন্যান্য উপন্যাস ও চরিত্র
উপন্যাস | উল্লেখযোগ্য চরিত্র |
---|---|
কৃষ্ণকান্তের উইল | রোহিনী, গোবিন্দলাল, ভ্রমর |
দুর্গেশনন্দিনী | আয়েশা, তিলোত্তমা |
কপালকুণ্ডলা | কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক |
মৃণালিনী | হেমচন্দ্র, মৃনালিনী, পশুপতি, মনোরমা |
বিষবৃক্ষ | কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ |
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 2 days ago
’বাবা যখন ছোট্ট ছিলেন’ কিশোর উপন্যাসটি কে রচনা করেন?
Created: 1 week ago
A
মাহমুদুল হক
B
নির্মলেন্দু গুণ
C
মুহম্মদ জাফর ইকবাল
D
শওকত আলী
নির্মলেন্দু গুণ
-
জন্ম: ১৯৪৫, নেত্রকোনার কাশবন গ্রামে।
-
সম্পূর্ণ নাম: নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী।
-
বাংলাদেশের কবিদের কবি বলা হয় তাঁকে।
-
১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হয়।
-
এছাড়া ১৯৮২ সালে আলোল সাহিত্য পুরস্কার এবং ২০০১ সালে একুশে পদক প্রদান করা হয়।
তাঁর রচিত কিশোর উপন্যাস
-
কালো মেলা
-
বাবা যখন ছোট্ট ছিলেন
নির্মলেন্দু গুণের রচিত কাব্যগ্রন্থ
-
প্রেমাংশুর রক্ত চাই
-
না প্রেমিক না বিপ্লবী
-
পৃথিবীজোড়া গান
-
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী
-
চাষাভুষার কাব্য
-
নিশি কাব্য
-
কামকানন
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago