'আলোছায়া' শব্দটি কোন সমাসের উদাহরণ?
A
তৎপুরুষ সমাস
B
দ্বন্দ্ব সমাস
C
কর্মধারয় সমাস
D
বহুব্রীহি সমাস
উত্তরের বিবরণ
দ্বন্দ্ব সমাস
সংজ্ঞা
যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থ সমান প্রাধান্য পায়, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
বৈশিষ্ট্য
-
প্রতিটি পদের অর্থ সমানভাবে রক্ষিত হয়।
-
ব্যাসবাক্যে (পূর্ণ বাক্যে) “এবং / ও / আর” ইত্যাদি অব্যয় দ্বারা সম্পর্ক প্রকাশ পায়।
উদাহরণ
-
আলো + ছায়া → আলোছায়া (আলো ও ছায়া)
-
তাল + তমাল → তালতমাল (তাল ও তমাল)
-
দোয়াত + কলম → দোয়াতকলম (দোয়াত ও কলম)
-
মাতা + পিতা → মাতাপিতা (মাতা ও পিতা)
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৮ সংস্করণ

0
Updated: 1 month ago
'উড়নপেকে' বাগ্ধারার অর্থ কী?
Created: 3 weeks ago
A
অপব্যয়ী
B
অবাধ্য
C
অসৎ
D
অকালপক্ক
বাংলা ভাষায় বাগ্ধারার ব্যবহার অর্থকে প্রাণবন্ত করে তোলে এবং গভীর তাৎপর্য প্রকাশ করে। প্রতিটি বাগ্ধারার নির্দিষ্ট অর্থ রয়েছে, যা কথোপকথন ও লেখায় বিশেষভাবে ব্যবহৃত হয়। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্ধারা তুলে ধরা হলো।
-
উড়নপেকে : অপব্যয়ী
-
আকাশের চাঁদ : দুর্লভ বস্তু
-
দফা নিকেশ : সমূহ সর্বনাশ
-
নয় ছয় : অপব্যয়
-
ডিমে রোগা : সর্বদা রুগ্ণ
-
রাশভারী : গম্ভীর প্রকৃতি
-
তিলেতিলে : ধীরে ধীরে
উৎস:

0
Updated: 3 weeks ago
"সেমিকোলন" - এর ক্ষেত্রে কতটুকু সময় থামতে হয়?
Created: 1 month ago
A
'এক' বলতে যে সময় প্রয়োজন
B
এক সেকেন্ড
C
এক বলার দ্বিগুণ সময়
D
থামার প্রয়োজন নেই
সেমিকোলন (;)
-
বাংলা অর্থ: অর্ধচ্ছেদ
-
থামার সময়: এক বলার দ্বিগুণ সময়
বাক্যে যতিচিহ্ন অনুসারে থামার পরিমাণ:
-
কমা বা পাদচ্ছেদ (,) → ‘এক’ উচ্চারণে যত সময় লাগে, সেই পরিমাণ সময় থামতে হয়
-
সেমিকোলন বা অর্ধচ্ছেদ (;) → ‘এক’ বলার দ্বিগুণ সময় থামতে হয়
-
হাইফেন, ইলেক, লোপ চিহ্ন, ব্র্যাকেট (-, …, (), []) → থামার প্রয়োজন নেই
-
দাড়ি বা পূর্ণচ্ছেদ (।), প্রশ্নবোধক (?), বিস্ময় চিহ্ন (!), কোলন (:), কোলন-ড্যাস (:—), ড্যাস (—) → এক সেকেন্ড থামতে হয়
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 1 month ago
মানুষের ভাষা কীসের সাহায্যে সৃষ্টি হয়?
Created: 2 weeks ago
A
ইঙ্গিতের সাহায্যে
B
ঠোঁটের সাহায্যে
C
কণ্ঠের সাহায্যে
D
বাগযন্ত্রের সাহায্যে
ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি। ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলোকে একত্রে বাগযন্ত্র বলে। মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাগযন্ত্রের অন্তর্ভুক্ত।

0
Updated: 2 weeks ago