নারীকে সম্বোধনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে?
A
সুচরিতেষু
B
কল্যাণীয়েষু
C
প্রীতিভোজনেষু
D
শ্রদ্ধাস্পদাসু
উত্তরের বিবরণ
পত্রে সম্বোধনরীতি
বাংলা চিঠি লেখার ক্ষেত্রে সম্বোধন নির্বাচনে ভদ্রতা ও সম্পর্কের মর্যাদা বিশেষভাবে খেয়াল রাখা হয়।
নারীর জন্য সম্বোধন
-
শ্রদ্ধাভাজনাসু
-
শ্রদ্ধাস্পদাসু
-
কল্যাণীয়াসু
এগুলো ব্যবহার করা হয় শ্রদ্ধাভাজন, স্নেহভাজন বা সম্মানিত নারীদের উদ্দেশে।
পুরুষ/বন্ধুর জন্য সম্বোধন
-
শ্রদ্ধাভাজনেষু
-
শ্রদ্ধাস্পদেষু
-
সুচরিতেষু
-
প্রীতিভাজন
এগুলো ব্যবহার করা হয় শ্রদ্ধাভাজন পুরুষ, গুরুজন কিংবা আত্মীয়-বন্ধুদের উদ্দেশে।
তথ্যসূত্র: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
”গাঁয়ে মানে না, আপনি মোড়ল।“ - বাক্যটিতে ”গাঁয়ে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Created: 3 weeks ago
A
কর্তৃকারকে শূন্য
B
করণকারকে সপ্তমী
C
কর্তৃকারকে সপ্তমী
D
করণকারকে শূন্য
কর্তৃ কারক হলো সেই কারক যা ক্রিয়ার কার্যকারিতা নির্দেশ করে; অন্য কথায়, বাক্যের কর্তা বা উদ্দেশ্যই কর্তৃ কারক।
বিভিন্ন বিভক্তির মাধ্যমে কর্তৃ কারক প্রকাশ করা যায়:
-
প্রথমা (শূন্য বা অ) বিভক্তি: হামিদ বই পড়ে।
-
দ্বিতীয়া (কে) বিভক্তি: বশিরকে যেতে হবে।
-
তৃতীয়া (দ্বারা) বিভক্তি: ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে।
-
ষষ্ঠী (র) বিভক্তি: আমার যাওয়া হয়নি।
-
সপ্তমী (এ) বিভক্তি: গাঁয়ে মানে না, আপনি মোড়ল।

0
Updated: 2 weeks ago
'লালসালু' উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
Created: 2 weeks ago
A
১৯৪০ সালে
B
১৯৪১ সালে
C
১৯৫৮ সালে
D
১৯৪৮ সালে
'লালসালু' উপন্যাসটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত একটি কালজয়ী সাহিত্যকর্ম, যা ১৯৪৮ সালে প্রকাশিত হয়। এটি ধর্ম, সমাজচেতনা ও নারী জাগরণের প্রেক্ষাপটকে কেন্দ্র করে ব্যক্তিস্বার্থ চরিতার্থকারীদের স্বরূপ উন্মোচন করে। উপন্যাসটি ইংরেজিতে Tree Without Roots (১৯৬৭) নামে অনূদিত হয়েছে।
-
উপন্যাসের বৈশিষ্ট্য: বহুমাত্রিক ও কালোত্তীর্ণ।
-
মূল বিষয়: ধর্ম, ব্যক্তি স্বার্থ, নারী জাগরণ ও সমাজচেতনা।
-
উল্লেখযোগ্য চরিত্র: মজিদ, জমিল, আমেন, খালেক ব্যাপার, রহিম, আক্কা, তাহেরের বাপ, হাসুনির মা ইত্যাদি।
সৈয়দ ওয়ালীউল্লাহ:
-
আধুনিক বাংলা সাহিত্যের কথাসাহিত্যিক ও নাট্যকার।
-
জন্ম: ১৯২২ সালের ১৫ আগস্ট, চট্টগ্রাম শহরের ষোলশহর এলাকা।
-
প্রথম উপন্যাস: লালসালু।
উপন্যাসসমূহ:
-
কাঁদো নদী কাঁদো
-
লালসালু
-
চাঁদের অমাবস্যা
নাটকসমূহ:
-
বহিপীর
-
তরঙ্গভঙ্গ
-
সুড়ঙ্গ
-
উজানে মৃত্যু

0
Updated: 2 weeks ago
'অর্ধচন্দ্র' কথাটির অর্থ -
Created: 1 month ago
A
অমাবস্যা
B
গলাধাক্কা দেওয়া
C
কাছে টানা
D
কাস্তে
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী অর্ধচন্দ্র একটি বিশেষ্য, যার একাধিক অর্থ পাওয়া যায়। একইসাথে বিভিন্ন বাগ্ধারার মধ্যেও এর ব্যবহার লক্ষ্য করা যায়। নিচে এর অর্থ ও কিছু বাগ্ধারার ব্যাখ্যা তুলে ধরা হলো।
-
অর্ধচন্দ্র:
১. অর্ধ-প্রকাশিত চন্দ্র
২. গলাধাক্কা
৩. সেনা সমাবেশের একটি বিশেষ কৌশল -
বাগ্ধারা ও অর্থ:
-
অর্ধচন্দ্র: গলা ধাক্কা
-
অগ্নি পরীক্ষা: কঠিন পরীক্ষা
-
অহিনকুল সম্পর্ক: ভীষণ শত্রুতা
-
আক্কেল গুড়ুম: হতবুদ্ধি
-

0
Updated: 1 month ago