A
প্রযুক্তি উন্নয়ন
B
প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ প্রদান
C
চক্ষু চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধ
D
খাদ্য সরবরাহ
উত্তরের বিবরণ
অরবিস ইন্টারন্যাশনাল (Orbis International):-
-
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা।
-
এটি একটি উড়ন্ত চক্ষু হাসপাতাল (Flying Eye Hospital) হিসেবে পরিচিত।
-
মূল কাজ: বিশ্বব্যাপী অন্ধত্ব প্রতিরোধ ও চক্ষু সেবা উন্নয়ন।
-
প্রতিষ্ঠা: ১৯৮২ সালে।
-
সদরদপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
বর্তমান প্রেসিডেন্ট: ডেরেক হডকি (Derek Hodkey)।
-
মূল উদ্দেশ্য: দৃষ্টিহীনতা প্রতিরোধ, চোখের চিকিৎসা ও প্রশিক্ষণ সেবা প্রদান।
🔹 বাংলাদেশে কার্যক্রম:
অরবিস ইন্টারন্যাশনাল প্রথমবার ১৯৮৫ সালে বাংলাদেশে এসে চিকিৎসা ও সেবা কার্যক্রম পরিচালনা করে।
উৎস: Orbis International ওয়েবসাইট।

0
Updated: 2 days ago
আফ্রিকান ইউনিয়ন (AU) আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় কত সালে?
Created: 2 days ago
A
১৯৬১ সালে
B
১৯৬৩ সালে
C
২০০২ সালে
D
২০০৪ সালে
আফ্রিকান ইউনিয়ন (African Union):-
-
একটি আন্তর্জাতিক সংস্থা, যা আফ্রিকান দেশসমূহকে নিয়ে গঠিত।
-
প্রতিষ্ঠা: ৯ জুলাই, ২০০২।
-
সদস্য সংখ্যা: ৫৫টি দেশ।
-
সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
-
সর্বশেষ সদস্য দেশ: মরক্কো।
-
বর্তমান চেয়ারপারসন: জোয়াও ম্যানুয়েল গনসালভেস লরেনকো (অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি)।
🔹 পূর্বসূরি প্রতিষ্ঠান (African Unity):
-
১৯৬৩ সালের ২৫ মে, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকার ৩২টি স্বাধীন দেশের প্রধানগণ Organization of African Unity (OAU) প্রতিষ্ঠা করেন।
-
এর মূল লক্ষ্য ছিল সদস্য দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক নীতি সমন্বয় করে আফ্রিকা মহাদেশকে ইউরোপ ও আমেরিকার ঔপনিবেশিক প্রভাব ও শোষণ থেকে মুক্ত রাখা এবং উন্নয়নের পথে এগিয়ে নেওয়া।
🔹 আফ্রিকান ইউনিয়নের গঠন:
-
১৯৯৯ সালের সেপ্টেম্বরে লিবিয়ার সিরতি শহরে, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফীর আহ্বানে আফ্রিকান ঐক্য সংঘকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়।
-
এর ধারাবাহিকতায়, ২০০১ সালের ২৬ মে, আদ্দিস আবাবায় আনুষ্ঠানিকভাবে আফ্রিকান ইউনিয়ন গঠিত হয়।
-
পরবর্তীতে ২০০২ সালের ৯ জুলাই, আফ্রিকান ঐক্য সংঘ (OAU)-এর পরিবর্তে কার্যক্রম শুরু করে আফ্রিকান ইউনিয়ন (AU)।
উৎস: African Union ওয়েবসাইট।

0
Updated: 2 days ago
খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
নিউইয়র্কে
B
রোমে
C
জেনেভায়
D
অটোয়ায়
FAO (Food and Agriculture Organization)
FAO হলো জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক একটি সংস্থা।
-
এটি প্রতিষ্ঠিত হয় ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে কুইবেক, কানাডায়।
-
FAO জাতিসংঘের একটি বিশেষ সংস্থা হিসেবে স্বীকৃতি পায় ১৪ ডিসেম্বর, ১৯৪৬ তারিখে।
-
এর সদর দপ্তর রয়েছে রোম, ইতালিতে।
-
বর্তমানে FAO-এর সদস্য সংখ্যা ১৯৫টি — এর মধ্যে ১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন রয়েছে।
-
বর্তমান মহাপরিচালক হচ্ছেন ড. কু ডংগিউ, যিনি চীনের নাগরিক।
FAO জাতিসংঘের ECOSOC (অর্থনৈতিক ও সামাজিক পরিষদ)-এর অধীনে পরিচালিত হয়। সংস্থাটির প্রধান লক্ষ্য হলো বিশ্বজুড়ে ক্ষুধা দূর করা এবং সব মানুষের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা।
এই সংস্থার প্রতিষ্ঠার দিন ১৬ অক্টোবরকে বিশ্বজুড়ে বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালন করা হয়।
বাংলাদেশ FAO-র সদস্যপদ লাভ করে ১২ নভেম্বর, ১৯৭৩ সালে।
তথ্যসূত্র: FAO এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
কোন সম্মেলনে "Loss and Damage Fund" তহবিল গঠনের প্রস্তাব গৃহীত হয়?
Created: 3 days ago
A
COP-21
B
COP-25
C
COP-27
D
COP-29
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
No subjects available.
Loss and Damage Fund
-
প্রস্তাব গ্রহণ: COP-27 (২৭তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, ২০২২, মিশরের শার্ম এল-শেখ)
-
লক্ষ্য: উন্নয়নশীল ও দুর্বল দেশগুলোকে জলবায়ু বিপর্যয়ের ফলে সৃষ্ট ক্ষতির আর্থিক সহায়তা প্রদান
প্রেক্ষাপট
-
বিশ্বের উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী
-
২০০৯: উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয়
-
২০২২: COP-27 সম্মেলনে Loss and Damage Fund চালু করার চুক্তি গৃহীত
উৎস: UNFCCC ওয়েবসাইট

0
Updated: 3 days ago