'মস্যাধার' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
A
মস্যা + ধার
B
মসি + আধার
C
মসী + ধার
D
মসী + আধার
উত্তরের বিবরণ
'মস্যাধার' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ
-
মসী + আধার = মস্যাধার
🔹 সন্ধির নিয়ম
-
ই-কার (◌ি) বা ঈ-কার (◌ী)-এর পর ই বা ঈ ছাড়া অন্য কোনো স্বর এলে, ই/ঈ স্থলে য/য-ফলা বসে।
-
এই য-ফলা পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
📌 সূত্র: [ ঈ + আ = য্ + আ ]
উদাহরণ:
-
মসী + আধার = মস্যাধার
তথ্যসূত্র:
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 month ago
ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
Created: 1 month ago
A
নব্য ভারতীয় আর্যভাষা
B
ফারসি
C
সংস্কৃত
D
অসমীয়া
ব্যাকরণ শব্দটি সংস্কৃত থেকে বাংলা ভাষায় এসেছে। ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ - বিশেষভাবে বিশ্লেষণ। যে শাস্ত্রে কোন ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি স্বরূপের বিচার - বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে।

0
Updated: 1 month ago
'অহরহ' শব্দের সন্ধি বিচ্ছেদ -
Created: 3 weeks ago
A
অহঃ+অহ
B
অহ+রহঃ
C
অহর+হ
D
অহঃ+রহ
'অহরহ' শব্দের সন্ধি বিচ্ছেদ হলো অহঃ + অহ
সন্ধির নিয়ম:
-
অ-কারের পরে র্-জাত বিসর্গ থাকলে, উপর্যুক্ত ধ্বনিসমূহের যেকোনো একটি থাকলে বিসর্গ স্থানে 'র' ধ্বনি হয়।
উদাহরণ:
-
অন্তঃ + গত → অন্তর্গত
-
অহঃ + অহ → অহরহ
-
পুনঃ + উক্ত → পুনরুক্ত

0
Updated: 2 weeks ago
'মৃগয়া' শব্দের মৃগ বলতে কি বোঝানো হয়?
Created: 6 days ago
A
বানর
B
সিংহ
C
পশু
D
বন
‘মৃগয়া’ শব্দে ‘মৃগ’ দ্বারা পশু বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে মৃগ বলতে হরিণ বা অন্য কোনো বন্য প্রাণীকে নির্দেশ করা হয়েছে। শব্দটি শিকার সম্পর্কিত অর্থ বহন করে, যা প্রাচীন কালে রাজা-মহারাজাদের বিনোদনের এক বিশেষ রূপ ছিল।
‘মৃগ’ শব্দের অর্থ: হরিণ, পশু।
-
‘মৃগয়া’ শব্দের অর্থ: হরিণ শিকার বা বন্য পশুপাখি শিকার।
-
‘বানর’ শব্দের অর্থ: বাঁদরসুলভ স্বভাববিশিষ্ট প্রাণী; শাখামৃগ; মর্ব।
-
‘সিংহ’ শব্দের অর্থ: মৃগেন্দ্র (অর্থাৎ পশুর রাজা); স্ত্রীলিঙ্গ রূপ — সিংহী বা শিংহি।
-
‘বন’ শব্দের অর্থ: অরণ্য, জঙ্গল, কানন, কুঞ্জ, গহন, বিপিন।

0
Updated: 6 days ago