A
১৯৬১ সালে
B
১৯৬৩ সালে
C
২০০২ সালে
D
২০০৪ সালে
উত্তরের বিবরণ
আফ্রিকান ইউনিয়ন (African Union):-
-
একটি আন্তর্জাতিক সংস্থা, যা আফ্রিকান দেশসমূহকে নিয়ে গঠিত।
-
প্রতিষ্ঠা: ৯ জুলাই, ২০০২।
-
সদস্য সংখ্যা: ৫৫টি দেশ।
-
সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
-
সর্বশেষ সদস্য দেশ: মরক্কো।
-
বর্তমান চেয়ারপারসন: জোয়াও ম্যানুয়েল গনসালভেস লরেনকো (অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি)।
🔹 পূর্বসূরি প্রতিষ্ঠান (African Unity):
-
১৯৬৩ সালের ২৫ মে, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকার ৩২টি স্বাধীন দেশের প্রধানগণ Organization of African Unity (OAU) প্রতিষ্ঠা করেন।
-
এর মূল লক্ষ্য ছিল সদস্য দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক নীতি সমন্বয় করে আফ্রিকা মহাদেশকে ইউরোপ ও আমেরিকার ঔপনিবেশিক প্রভাব ও শোষণ থেকে মুক্ত রাখা এবং উন্নয়নের পথে এগিয়ে নেওয়া।
🔹 আফ্রিকান ইউনিয়নের গঠন:
-
১৯৯৯ সালের সেপ্টেম্বরে লিবিয়ার সিরতি শহরে, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফীর আহ্বানে আফ্রিকান ঐক্য সংঘকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়।
-
এর ধারাবাহিকতায়, ২০০১ সালের ২৬ মে, আদ্দিস আবাবায় আনুষ্ঠানিকভাবে আফ্রিকান ইউনিয়ন গঠিত হয়।
-
পরবর্তীতে ২০০২ সালের ৯ জুলাই, আফ্রিকান ঐক্য সংঘ (OAU)-এর পরিবর্তে কার্যক্রম শুরু করে আফ্রিকান ইউনিয়ন (AU)।
উৎস: African Union ওয়েবসাইট।

0
Updated: 2 days ago
CARE কোন দেশ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা?
Created: 3 months ago
A
যুক্তরাষ্ট্র
B
কানাডা
C
যুক্তরাজ্য
D
জার্মানি
CARE একটি আন্তর্জাতিক মানবকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা ও বেসরকারি উন্নয়ন সংস্থা (NGO)। সংস্থাটির পূর্ণরূপ হলো Cooperative for Assistance and Relief Everywhere।
CARE প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রে। তবে প্রতিষ্ঠার শুরুর দিকে, অর্থাৎ ১৯৯৩ সালের পূর্বে, এর পূর্ণরূপ ছিলো Cooperative for American Remittances to Europe।
বর্তমানে CARE International-এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। সংস্থাটি বিশ্বের ১০০টিরও বেশি দেশে দারিদ্র্য বিমোচন, মানবিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।
উৎস: CARE-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 3 months ago
Green Cross International-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
Created: 3 days ago
A
আমস্টারডাম, নেদারল্যান্ডস
B
কানকুন, মেক্সিকো
C
জেনেভা, সুইজারল্যান্ড
D
ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
জেনেভা কনভেনশন
No subjects available.
Green Cross International (GCI)
-
ধরন: পরিবেশবাদী আন্তর্জাতিক সংস্থা
-
প্রতিষ্ঠা: ১৯৯৩
-
আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: ১৮ এপ্রিল, ১৯৯৩
-
প্রতিষ্ঠাতা: প্রাক্তন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
সদস্যসংখ্যা: বর্তমানে ৩০টি দেশে
প্রতিষ্ঠার প্রেক্ষাপট
-
রিও ডি জেনিরোতে ১৯৯২ সালের Earth Summit (আর্থ সামিট) এর মাধ্যমে গঠিত উদ্যোগের ভিত্তিতে GCI তৈরি হয়।
-
৬ জুন, ১৯৯২, রিও সামিটে প্রতিনিধিরা গর্বাচেভকে GCI প্রতিষ্ঠার আহ্বান জানান।
-
একই সময়ে, সুইস ন্যাশনাল কাউন্সিলের এমপি রোল্যান্ড উইডারকেহর 'World Green Cross' প্রতিষ্ঠা করেন।
-
পরবর্তীতে দুইটি সংস্থা একীভূত হয়ে Green Cross International নামে প্রতিষ্ঠিত হয়।
-
আনুষ্ঠানিকভাবে ১৮ এপ্রিল, ১৯৯৩ সালে কিয়োটো, জাপান এ কার্যক্রম শুরু হয়।
উৎস: Green Cross International ওয়েবসাইট

0
Updated: 3 days ago
স্মাইল ট্রেন (Smile Train) কোন বিষয়ে কাজ করে?
Created: 2 days ago
A
মানবাধিকার
B
পরিবেশ সংরক্ষণ
C
শিশুদের শিক্ষা
D
তালুকাটা ও ঠোঁটকাটা শিশুদের চিকিৎসা
স্মাইল ট্রেন (Smile Train):-
-
একটি যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী অলাভজনক দাতব্য সংস্থা।
-
লক্ষ্য: জন্মগত ঠোঁটকাটা (cleft lip) এবং তালুকাটা (cleft palate) শিশুদের বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং তাদের মুখে সুন্দর হাসি ফিরিয়ে আনা।
-
প্রতিষ্ঠা: ১৯৯৯ সালে।
-
প্রতিষ্ঠাতা: চার্লস ওয়াং এবং ব্রায়ান মুলান।
-
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
কর্মক্ষেত্র: ৯৫টিরও বেশি উন্নয়নশীল দেশ।
-
অধিভুক্ত হাসপাতাল: ১,০০০+।
-
১৯৯৯ সাল থেকে Smile Train-এর সমর্থনে ২০ লক্ষেরও বেশি ক্লেফট সার্জারি সম্পন্ন হয়েছে।
উৎস: Smile Train ওয়েবসাইট।

0
Updated: 2 days ago