নিচের কোন বানানটি শুদ্ধ?
A
আকৃষ্ট
B
আকৃস্ট
C
আকৃষ্ঠ
D
অকৃষ্ট
উত্তরের বিবরণ
শুদ্ধ বানান: আকৃষ্ট
🔹 শব্দতত্ত্ব
-
মূল: সংস্কৃত
-
গঠন: আ + √কৃষ + ত
🔹 পদপরিচয়
-
শ্রেণি: বিশেষণ
🔹 অর্থ
-
আকর্ষণ করা হয়েছে এমন
-
প্রলুব্ধ
-
মুগ্ধ
তথ্যসূত্র: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমী

0
Updated: 1 month ago
'তরঙ্গিত' কোন ধরনের প্রত্যয় সাধিত শব্দ?
Created: 3 weeks ago
A
বিদেশি তদ্ধিত প্রত্যয়
B
সংস্কৃত কৃৎ প্রত্যয়
C
বাংলা কৃৎ প্রত্যয়
D
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
কয়েকটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় হলো:
• ইল্-প্রত্যয়: উপকরণজাত বিশেষণ গঠনে-
- পঙ্ক + ইল্ = পঙ্কিল,
- ঊর্মি + ইল্ = ঊর্মিল,
- ফেন + ইল্ = ফেনিল।
• ইত-প্রত্যয়: উপকরণজাত বিশেষণ গঠনে-
- কুসুম + ইত = কুসুমিত,
- তরঙ্গ + ইত = তরঙ্গিত,
- কণ্টক + ইত = কণ্টকিত।
• ইমন্-প্রত্যয়: বিশেষ্য গঠনে-
- নীল + ইমন = নীলিমা।
- মহৎ + ইমন = মহিমা।
উৎস:

0
Updated: 3 weeks ago
বাংলা সাহিত্যে পত্রোপন্যাসের জনক কে?
Created: 2 months ago
A
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B
কাজী নজরুল ইসলাম
C
মানিক বন্দ্যোপাধ্যায়
D
রবীন্দ্রনাথ ঠাকুর
বাঁধন-হারা
-
কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস
-
প্রকাশিত: ১৩৩৪ বঙ্গাব্দে
-
বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস, ধারাবাহিকভাবে মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত
-
প্রধান চরিত্র: নুরু, রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা
কাজী নজরুল ইসলাম
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), চুরুলিয়া, বর্ধমান
-
ডাক নাম: দুখু মিয়া
-
খ্যাতি: বিদ্রোহী কবি; আধুনিক বাংলা গানের জগতে বুলবুল
রচিত উপন্যাস: বাঁধন-হারা, কুহেলিকা, মৃত্যু-ক্ষুধা
বিখ্যাত কাব্যগ্রন্থ: অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণীমনসা, জিঞ্জির, প্রলয় শিখা, সন্ধ্যা

0
Updated: 2 months ago
বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইনানুসারে লিখিত পত্রকে কী বলে?
Created: 1 month ago
A
চুক্তিপত্র
B
বায়নানামা
C
দলিলপত্র
D
বাণিজ্যকপত্র
বৈষয়িক বিষয়ে সরকারি পৃষ্ঠপোষকতায় আইন অনুসারে লিখিত পত্রকে বলে দলিলপত্র। যে কোন লিখিত বিবরণ আইনগত সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য তাকে দলিলপত্র বলে।
তবে রেজিস্ট্রেশন আইনের বিধান মোতাবেক জমি ক্রেতা এবং বিক্রেতা সম্পত্তি হস্তান্তর করার জন্য যে চুক্তিপত্র সম্পাদন ও রেজিস্ট্রি করেন তাকে সাধারণ ভাবে দলিলপত্র বলে।

0
Updated: 1 month ago