প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, সেগুলো হলো -
A
তৎসম শব্দ
B
তদ্ভব শব্দ
C
দেশি শব্দ
D
বিদেশি শব্দ
উত্তরের বিবরণ
উৎস বিবেচনায় বাংলা শব্দের শ্রেণিবিভাগ
বাংলা ভাষার শব্দভাণ্ডারকে উৎসের ভিত্তিতে চারটি শ্রেণিতে ভাগ করা যায়— তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি।
এর মধ্যে তৎসম ও তদ্ভব শব্দকে নিজস্ব উৎসের এবং দেশি ও বিদেশি শব্দকে আগত উৎসের শব্দ ধরা হয়।
১. তৎসম শব্দ
-
সংজ্ঞা: প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত এমন সব শব্দ, যেগুলোর রূপ প্রায় অবিকৃত থেকে গেছে এবং সংস্কৃত শব্দের সঙ্গে ঘনিষ্ঠ সাদৃশ্য বজায় রেখেছে।
-
উদাহরণ: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ।
২. তদ্ভব শব্দ
-
সংজ্ঞা: প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্বতন্ত্র রূপ নিয়েছে যে সব শব্দ।
-
উদাহরণ: হাত, পা, কান, নাক, দাঁত, জিভ; হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি।
৩. দেশি শব্দ
-
সংজ্ঞা: বাংলার স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে আগত শব্দ।
-
উদাহরণ: কুড়ি, পেট, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেঁকি।
৪. বিদেশি শব্দ
-
সংজ্ঞা: ঐতিহাসিক যোগাযোগের ফলে আরবি, ফারসি, ইংরেজি, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি, হিন্দি প্রভৃতি ভাষা থেকে গৃহীত শব্দ।
-
উদাহরণ: আলু (পর্তুগিজ), কাগজ (আরবি), দপ্তর (ফারসি), স্কুল (ইংরেজি)।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 1 month ago
নিচের কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ?
Created: 1 week ago
A
দিক্ + অন্ত = দিগন্ত
B
পরম + ঔষধ = পরমৌষধ
C
প্রতি + ঊষ = প্রত্যুষ
D
কোনোটিই নয়
ব্যঞ্জনসন্ধি হলো সেই সন্ধি যেখানে স্বর ও ব্যঞ্জন, অথবা দুই ব্যঞ্জনধ্বনি বা ব্যঞ্জন ও স্বরধ্বনি-এর মিলনে ধ্বনিগত পরিবর্তন ঘটে। অর্থাৎ, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির মিলনে নতুন ধ্বনি উৎপন্ন হয়, যা শব্দগঠনে ধ্বনিগত রূপান্তর ঘটায়।
ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি অবস্থায় নিম্নলিখিত পরিবর্তন ঘটে—
ক, চ, ট, ত্, প্-এর পরে স্বরধ্বনি এলে তারা যথাক্রমে গ্, জ্, ড্ (বা ড়), দ্, ব্-এ রূপান্তরিত হয়। পরবর্তী স্বরধ্বনি পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
উদাহরণসমূহ:
-
ক্ + অ = গ → দিক্ + অন্ত = দিগন্ত
-
চ্ + অ = জ → ণিচ্ + অন্ত = ণিজন্ত
-
ট্ + আ = ড় → ষট্ + আনন = ষড়ানন
-
ত্ + অ = দ → তৎ + অবধি = তদবধি
-
প্ + অ = ব → সুপ্ + অন্ত = সুবন্ত
অন্যদিকে, প্রতি + এক = প্রত্যেক, প্রতি + ঊষ = প্রত্যুষ, পরম + ঔষধ = পরমৌষধ—এগুলো স্বরসন্ধির উদাহরণ, কারণ এখানে ব্যঞ্জনের পরিবর্তে স্বরধ্বনির মিলন ঘটেছে।

0
Updated: 1 week ago
'রামায়ণ' - কোন ভাষায় রচিত?
Created: 2 weeks ago
A
সংস্কৃত ভাষায়
B
সান্ধ্য ভাষা
C
ব্রজবুলি
D
কোনোটিই নয়
রামায়ণ হলো সংস্কৃত ভাষায় রচিত একটি মহাকাব্য, যার মূল রচয়িতা ছিলেন বাল্মীকি। বাংলা ভাষায় এর প্রথম অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা, যিনি গিয়াসউদ্দিন আজম শাহের নির্দেশে এই অনুবাদ সম্পন্ন করেন। রামায়ণের বাংলা অনুবাদের মধ্যে প্রথম মহিলা অনুবাদক ছিলেন চন্দ্রাবতী।
-
মূল রচয়িতা: বাল্মীকি
-
বাংলায় প্রথম অনুবাদ: কৃত্তিবাস ওঝা
-
অনুবাদের নির্দেশক: গিয়াসউদ্দিন আজম শাহ
-
প্রথম মহিলা অনুবাদক: চন্দ্রাবতী

0
Updated: 2 weeks ago
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
Created: 2 weeks ago
A
এয়ো
B
কবিরাজ
C
সন্তান
D
কৃতদার
নিত্য স্ত্রী বাচক শব্দ - সধবা, বিধবা, স্বপত্নী, সতীন, ডাইনি, বাঁইজি, কলঙ্কিনী, শাকচুন্নি, কুলটা, অসর্ম্পস্যা, অন্তস্বত্তা, সৎমা, এঁয়ো, সুজলা, সুফলা, রূপসী, অঅর্ধাঙ্গিনী।

0
Updated: 2 weeks ago